Wednesday, November 26, 2025

নজর ঘোরাতে বিধানসভায় বাঁদরামি বিজেপির! ধুয়ে দিলেন দেবাংশু, পরিসংখ্যান দিয়ে বিরোধীদের দাবি নস্যাৎ

Date:

Share post:

কালীগঞ্জের উপনির্বাচনের ভোট গণনায় যখন বিপুল ভোটে জিতছে তৃণমূল, তখন বিধানসভায় রীতিমতো হাতাহাতি করে বিজেপি (BJP)। পরে চার বিজেপি বিধায়ককে এই অধিবেশন থেকে সাসপেন্ড করেন অধ্যক্ষ। এই নিয়ে গেরুয়া শিবিরকে তীব্র নিশানা করেন তৃণমূলের (TMC) মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য (Debanshu Bhattacharya)। কটাক্ষ করে স্যোশাল মিডিয়ায় লেখেন, ”উপনির্বাচনের বিপুল পরাজয় থেকে সাধারণ মানুষ ও সংবাদমাধ্যমের নজর ঘোরাতে বিধানসভায় বাঁদরামি শুরু করেছে বিজেপি!” একই সঙ্গে হিন্দু ভোট তাদের পক্ষে- বিজেপির এই দাবিও পরিসংখ্যান দিয়ে নস্যাৎ করেছেন দেবাংশু।

কালীগঞ্জ উপনির্বাচনে শাসক শিবিরের প্রত্যাশিত জয়। আর বিধানসভায় নজিরবিহীন ঘটনা। বিজেপি বিধায়কদের মারে আহত মার্শালরা। এই বিষয় নিয়ে স্যোশাল মিডিয়ায় পদ্মশিবিরে নিশানা করেন দেবাংশু। লেখেন, ”যারা একসাথে ১৫০ বিরোধী সাংসদকে বাইরে বার করে দিয়ে সংসদে ভোট করায়, তাদের মুখে এখন গণতন্ত্রের বাণী শুনতে হবে?
উপনির্বাচনের বিপুল পরাজয় থেকে সাধারণ মানুষ ও সংবাদমাধ্যমের নজর ঘোরাতে বিধানসভায় বাঁদরামি শুরু করেছে বিজেপি! বিজেপি যেন মাথায় রাখে, বাঙালিরা বাঁদরদের হয়ত কলা খাওয়ায়, ভোট কিন্তু দেয়না…”

একই সঙ্গে দেবাংশু (Debanshu Bhattacharya) হিসেব কষে দেখিয়ে দেন যতই বিজেপি হিন্দু ভোট তাঁদের পক্ষে বলে লাফাক না কেন, আসলে ভোট হিন্দু ভোটের অর্ধেকও পায়নি তারা। হিসেব দিয়ে দেবাংশু লেখেন,
”২০২৪-এর লোকসভা নির্বাচনে কালীগঞ্জ বিধানসভায় ভোট গণনার সময় ঠিক যে যে অঞ্চল থেকে প্রথম রাউন্ডে ভোট গণনা শুরু হয়েছিল, সেইসময় সেখানে কি ফলাফল ছিল?
AITC – 43.8%
CPI – 26.7%
BJP – 26.4%
২০২৫ উপনির্বাচনে ওই একই অঞ্চলে প্রথম রাউন্ডের ভোট গণনায় কী ফলাফল উঠে গেল?
AITC – 4545 (60%)
INC – 1830 (24.1%)
BJP – 1112 (14.6%)”

এই তথ্য দিয়েই দেবাংশু লেখেন, ”স্পষ্ট করে যদি তাকিয়ে দেখেন, বাম কংগ্রেস তাদের ভোট শতাংশ মোটামুটি ধরে রাখলেও, বিজেপির হিন্দু ভোটের একটা বড় অংশ তৃণমূল কংগ্রেসে শিফট করেছে! শুভেন্দু অধিকারীর উগ্র ও বিকৃত হিন্দুত্ববাদ এই বাংলার শান্তিপ্রিয় সনাতনী হিন্দুরা সগর্বে প্রত্যাখ্যান করলেন। জয় জগন্নাথ!”

spot_img

Related articles

ভেরিফিকেশন পর্ব শেষ: বৃহস্পতিবার শুরু এসএসি-র ইন্টারভিউ প্রক্রিয়া

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ডিসেম্বরের মধ্যে এসএসসি-তে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শেষ করতে সব পদক্ষেপই নিয়েছে রাজ্য শিক্ষা দফতর...

চুক্তিভঙ্গ, যাত্রাভঙ্গ: হেলিকপ্টার সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ রাজ্য সরকারের

মুখ্যমন্ত্রীর মতুয়া গড়ে যাওয়া নির্দিষ্ট থাকলেও তাতে কী গুরুত্ব দেয়নি হেলিকপ্টার সংস্থা? শেষ মুহূর্তে তাদের বিমার সমস্যায় হেলিকপ্টারে...

কীভাবে SIR চক্রান্ত বাংলায়: বিজেপিকে তোপে বনগাঁ থেকে বোঝালেন মমতা

এসআইআরের নামে এনআরসি করার চক্রান্ত চলছে! এমনই তোপ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বনগাঁর জনসভা থেকে তিনি অভিযোগ করেন,...

মন্দিরবাজারের সভা থেকে কেন্দ্রের বিরুদ্ধে তোপ তৃণমূলের, শুভেন্দুকে কটাক্ষ সুদীপের

দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারে তৃণমূল কংগ্রেসের সভায় রবিবার জনস্রোত চোখে পড়ার মতো। সভার নেতৃত্বে ছিলেন তৃণমূলের মুখপাত্র সুদীপ...