Friday, November 14, 2025

সিঙ্গুর আন্দোলনের সময় অনেক বিধায়কদের বেতন কাটা হয়: বিধানসভায় কেন বললেন মুখ্যমন্ত্রী! আহতদের দ্রুত আরোগ্য কামনা

Date:

Share post:

বিধানসভায় (Assembly) বিজেপি বিধায়কদের তাণ্ডবে আহত কর্মীদের সঙ্গে মঙ্গলবার দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন বিধানসভায় গিয়ে পৌঁছে তাঁদের সঙ্গে দেখা করে কথা বলেন মুখ্যমন্ত্রী। বলেন, “যাঁরা আহত হয়েছেন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব তাঁরা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন।“ একই সঙ্গে এই অভব্য আচরণের জন্য অধ্যক্ষকে পদক্ষেপ করার কথাও বলেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

গত বৃহস্পতিবার কেন বিজেপি (BJP) বিধায়কদের বক্তব্য রেকর্ড থেকে বাদ দেওয়া হয়। এদিন, কেন বিজেপি বিধায়কদের বক্তব্য মুছে ফেলা হয়েছে সেই প্রশ্ন তোলেন বিধায়ক অশোক লাহিড়ী। এর উত্তর দেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এরপর  শাসক শিবিরের বিরুদ্ধে অভব্য আচরণ শুরু করেন বিজেপি বিধায়করা। চলে স্লোগান ও কাগজ ছিঁড়ে প্রতিবাদ। পরিস্থিতি সামাল দিতে তৎপর হন খোদ অধ্যক্ষ। অভিযোগ, বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় মার্শালের কলার ধরে ধাক্কা দেন। আরেক বিজেপি বিধায়ক মিহির গোস্বামীও মার্শালকে চেপে ধরেন। নিরাপত্তারক্ষীরা পাল্টা সবাইকে বের করে দেওয়ার চেষ্টা করেন।  সাসপেন্ড করে দেওয়ার হুঁশিয়ারির পরেও থামে না স্লোগান ও পাল্টা স্লোগান। এরপরেই চার বিধায়ককে সাসপেন্ড করেন অধ্যক্ষ।
আরও খবরকালীগঞ্জে বোমাবাজির ঘটনায় গ্রেফতারি নিয়ে সমাজমাধ্যমে পোস্ট কৃষ্ণনগর পুলিশের

এদিন বিধানসভায় এসেই আহত কর্মীদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তাঁদের আবদার মেনে ছবি তোলেন তাঁদের সঙ্গে। এর পরেই উষ্মা প্রকাশ করে মমতা বলেন, ”কালকেও আমি শুনেছি বিধানসভার কয়েকজন নিরাপত্তা কর্মী আহত হয়েছেন। তাঁদের বিরুদ্ধে না কি এফ‌আইআর করা হয়েছে। সিঙ্গুর আন্দোলনের সময় বিধায়কদের অনেকের বেতন কাটা হয়েছিল।” অধ্যক্ষকে উদ্দেশ্যে করে মুখ্যমন্ত্রী বলেন, ”আমি বলছি না যে আপনি বেতন কাটুন।‌ কিন্তু আপনি আইনজীবী মানুষ, আইন অনেক বেশি জানেন। আপনি নিশ্চয়ই একটা কিছু ব্যবস্থা করবেন।” মমতার কথায়, ”যাঁরা আহত হয়েছেন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব তাঁরা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন।” আহত নিরাপত্তা কর্মীদের সঙ্গে ছবিও তোলেন তিনি।

spot_img

Related articles

কোন মন্ত্রে বোলিংয়ে দাপট? ‘ফাইভস্টার’ বুমরাহের উত্তর অনুপ্রাণিত করবে আপনাকেও

অস্ট্রেলিয়া সফরের পর থেকেই জসপ্রীত বুমরাহের (Jaspreet Bumrah )ওয়ার্কলোড নিয়ে অনেক কথা হতে শুরু করে।ইংল্যান্ড সফরে সব ম্যাচ...

নিখোঁজ বালকের কম্বল চাপা দেহ প্রতিবেশীর বন্ধ ঘরে! চাঞ্চল্য আরামবাগে

বৃহস্পতিবার থেকে নিখোঁজ বালকের দেহ শুক্রবার সকালে মিলল প্রতিবেশীর তালাবন্ধ বাড়িতে। ঘটনায় চাঞ্চল্য হুগলির (Hoogli) আরামবাগের (Arambag) মায়াপুর...

আইপিএলে দলবদল! নিজামের ডেরা থেকে নবাবের শহরে শামি?

ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের মধ্যেই চর্চায় আইপিএল(IPL)। শনিবারই রিটেন করা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করবে ফ্র্যাঞ্চাইজিগুলি। তবে শনিবার বিকেলে চমকের...

মমতার পথে হেঁটেই নীতীশের জয়! কী বলছে রাজনৈতিক মহল

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পথ ধরেই বিহারে নীতীশ কুমারের (Nitish Kumar) সাফল্য। বাংলায় লক্ষ্মীর ভাণ্ডারকে নকল...