রাজ্যের পান চাষিদের উপর মহাজনদের শোষণ বন্ধে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে কৃষি বিপণন দফতর। চাষিদের ন্যায্য দাম ও নিলামে স্বচ্ছতা আনতে ‘স্বনির্ভর গোষ্ঠী’ মডেলে গঠিত হচ্ছে ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন (FPO)।

কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না জানিয়েছেন, এই সংগঠনের মাধ্যমে পান চাষিরাই এবার নিজেদের উৎপন্ন পান নিজেরাই কিনে রাজ্য বা রাজ্যের বাইরে বিক্রি করতে পারবেন। রাজ্য সরকারের কিষাণ মাণ্ডির মাধ্যমে চাষিদের জন্য থাকবে গাড়ি, সহজ শর্তে ঋণ এবং অন্যান্য প্রয়োজনীয় সহায়তা। চাষিদের অভিযোগ, পান নিলামে দীর্ঘদিন ধরে একচেটিয়া নিয়ন্ত্রণ চালিয়ে আসছে কিছু মহাজন। তাদের নির্ধারিত দরে পান বিক্রি ছাড়া কোনও উপায় থাকত না। এবার সেই একচেটিয়া নিয়ন্ত্রণ ভাঙতে মাঠে নামছে সরকার।

ইতিমধ্যেই বিভিন্ন জেলায় গঠিত হয়েছে নজরদারি কমিটি। সরকারি আইন না মানলে নিলামে যুক্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দফতর।সরকারের আশা, FPO গঠনের মাধ্যমে চাষিরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন এবং মহাজনদের দৌরাত্ম্য অনেকটাই কমবে। এতে পানচাষকে ঘিরে এক নতুন অর্থনৈতিক পরিকাঠামো গড়ে উঠবে বলে মনে করছে রাজ্য সরকার।

আরও পড়ুন – ২৫ জুলাই থেকে বেসরকারি বাসে ‘হয়ার ইজ মাই বাস’ অ্যাপ! তীব্র আপত্তি মালিক সংগঠনগুলির

_

_

_

_

_

_

_
_
_
_
_