Tuesday, December 2, 2025

দিমিত্রি দিয়ামনতাকসকে রাখার পথেই ইস্টবেঙ্গল

Date:

Share post:

ইস্টবেঙ্গলে কী থাকবেন দিমিত্রি দিয়ামনতাকস (Dimitri Diamantakos)। প্রথমে শোনা যাচ্ছিল তাঁকে নাকি ছেড়ে দিতে চলেছে ইস্টবেঙ্গল (Eastbengal)। কিন্তু এখন সেই সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। কারণ কোচ অস্কার ব্রুজোঁ নাকি চেয়েছেন এই গ্রীক তারকা ফুটবলারকে। গত মরসুমে ভালো পারফরম্যান্স দেখাতে না পারলেও, আগামী মরসুমেও নাকি দিমিত্রি দিয়ামনতাকসের (Dimitri Diamantakos) ওপরই ভরসা রাখছেন লাল-হলুদ কোচ। সেভাবেই নাকি দলও সাজাচ্ছেন তারা।

গত মরসুমে সবচেয়ে বেশি দাম দিয়ে দিমিত্রি দিয়ামনতাকসকে (Dimitri Dimantakos) দলে নিয়েছিল ইস্টবেঙ্গল (Eastbengal)। কিন্তু সেই মরসুমে একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি দিমিত্রি দিয়ামনতাকস। আইএসএলের (ISL) মাঝপথেই তাঁকে ছাড়ার বার্তা উঠে গিয়েছিল। এমনকি অস্কার দায়িত্ব নেওয়ার পরও তাঁর খেলায় অসন্তোষ প্রকাশ করেছিলেন। সেই সময় থেকেই এই তারকা ফুটবলারকে নাকি ছেড়ে দেওয়ার কথা শোনা যাচ্ছিল।

এবার জোরকদমে দল গঠন শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল। সেখানেই দিমিত্রি দিয়ামনতাকসকেও (Dimitri Diamantakos) নাকি না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু এরপরই সিদ্ধান্ত বদল কোচের। তিনিই নাকি এই গ্রীক স্ট্রাইকারকে চেয়েছেন। এমনকি আগামী মরসুমের পরিকল্পনায় তাঁর প্রথম একাদশেও নাকি রয়েছেন দিমিত্রি দিয়ামনতাকস।

তবে মাধি তালাল এই মরসুমে থাকবেন কিনা তা নিয়ে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। কারণ এখনও চোট সারিয়ে উঠতে পারেননি তিনি। তারপর রয়েছে রিহ্যাব। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেবে লাল-হলুদ ব্রিগেড।

spot_img

Related articles

SIR-আলোচনার দাবিতে বিরোধীদের বিক্ষোভে উত্তাল সংসদ, চাপের মুখে সায় বিজেপির!

সংসদের শীতকালীন অধিবেশনের(Winter Session) প্রথম দিন থেকেই উত্তাল দুই কক্ষ। বিরোধীদের প্রতিবাদ, ওয়েলে নেমে বিক্ষোভ, রাজ্যসভা থেকে ওয়াক...

ইডেনে শতরান করে নয়া ইতিহাস বৈভবের, প্রত্যাবর্তন হার্দিকের

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে(Syed Mushtaq Ali Trophy) শুরু থেকেই ব্যাট হাতে মন ভরাতে পারছিলেন না বৈভব সূ্র্যবংশী(Vaibhav Suryavanshi)।...

ভুল তথ্য জমা দেওয়ায় আরও ৩০১ চাকরি প্রার্থীর নাম বাতিল এসএসসির 

কেউ শিক্ষকতার অভিজ্ঞতা নিয়ে ভুল তথ্য দিয়েছেন, কেউ আবার ভুয়ো জাতিগত শংসাপত্র দেওয়ায় এবার কড়া পদক্ষেপ করল স্কুল...

স্বর্ণ ব্যবসায়ী খুনে নাম জড়ানো প্রশান্ত বর্মনের আগাম জামিনের বিরোধিতা পুলিশের

স্বর্ণ ব্যবসায়ী খুনে নাম জড়ানো রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের (Prasanta Barman) আগাম জামিনের বিরোধিতা করল বিধাননগর পুলিশ কমিশনারেট...