Friday, November 14, 2025

১৫ দিনের অনসর শেষে বৃহস্পতিবার জগন্নাথ দর্শন, হবে নেত্র উৎসব 

Date:

১৫ দিনের অনসর পর্ব শেষে বৃহস্পতিবার থেকে আবার ভক্তদের জন্য উন্মুক্ত হচ্ছে জগন্নাথধামের দরজা। মন্দির সূত্রে জানা গিয়েছে, ভোরে নেত্র উৎসবের মাধ্যমে প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রা নতুন বেশে আত্মপ্রকাশ করবেন ভক্তদের সামনে। সকাল ৬টা থেকে খুলে যাবে দর্শনের জন্য মন্দিরের মূল গেট, ভক্তরা প্রবেশ করবেন প্রধান ফটক দিয়ে এবং ৬ নম্বর গেট দিয়ে বেরোবেন।

বুধবারই দিঘায় এসে পৌঁছেছেন কলকাতা ইসকনের সহ-সভাপতি রাধারমণ দাস এবং ৫০ জন বিদেশি ইসকন ভক্ত, যাঁরা রথযাত্রার বিভিন্ন আচারবিধিতে অংশ নেবেন। রথের রশিও ইতিমধ্যেই পৌঁছে গেছে দিঘায়। বৃহস্পতিবার সকালে হবে প্রতীকী স্নান এবং মঙ্গল আরতির মধ্য দিয়ে শুরু হবে দিনের আনুষ্ঠানিকতা। দীর্ঘ অনসরের পর এদিনই প্রভুকে অন্নভোগ নিবেদন করা হবে—এলাহি আয়োজন থাকছে ৫৬ ভোগের।

বিকেল ৩টে নাগাদ শুরু হবে রশি পুজো, যেখানে অংশ নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইসকনের সন্ন্যাসীরা রথের সামনে পুজো সম্পন্ন করবেন। এরপর দক্ষিণ গেট দিয়ে তিনটি রথকে বাইরে আনা হবে। মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, যাতে রথ টানার সময় কোনও সমস্যা না হয়, সেই কারণে আগেভাগেই রথগুলি বাইরে বের করে প্রস্তুতি সম্পূর্ণ করা হবে।

ভক্তদের নিরাপত্তার কথা মাথায় রেখে তৈরি হয়েছে বাঁশের ব্যারিকেড। নিরাপত্তা রক্ষার দায়িত্বে থাকছে পুলিশ ও ইসকনের ৫০ জন স্বেচ্ছাসেবক। রথযাত্রায় অংশ নিতে আরও ৫০ জন বিদেশি ভক্ত আসছেন, যাঁরা এই প্রথমবার জগন্নাথদেবের রথযাত্রায় যোগ দিচ্ছেন। সরকারি অতিথিদের জন্য প্রসাদের বিশেষ ব্যবস্থা করেছে মন্দির ট্রাস্ট। রাধারমণ দাস জানান, “অনসর শেষে প্রভু নতুন পোশাকে সেজে ভক্তদের সঙ্গে নয়নমিলন করবেন—এ এক ঐশ্বরিক অনুভূতির মুহূর্ত।” ভক্তদের জন্য বৃহস্পতিবারের রথযাত্রা শুধু ধর্মীয় নয়, আবেগ ও ভক্তিরও এক বিরল উপলক্ষ হতে চলেছে দিঘায়।

আরও পড়ুন – ডুয়ার্সে ফিল্ম সিটি গড়লে বাড়বে কর্মসংস্থান ও পর্যটন: দাবি বিধায়ক কাঞ্চন মল্লিকের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version