আরজি কর কাণ্ডে তরুণী চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ ও খুনে আদালতের সাজা ঘোষণার পরেও পরিবারের দাবি, এখনও অনেক প্রশ্নের উত্তরই অজানা। সেই উত্তর খুঁজতেই এবার ‘ঘটনাস্থল’ (place of occurrence) দেখার অনুমতি চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভয়ার বাবা-মা। বৃহস্পতিবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলাটির শুনানি হয়। হাইকোর্ট জানায়, “ঘটনাস্থল (place of occurrence) পরিদর্শনের অনুমতির সিদ্ধান্ত নেবে শিয়ালদহ এসিজেএম (ACJM) আদালত। আবেদন পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে সেই বিষয়টি বিবেচনা করতে হবে নিম্ন আদালতকে।” আদালত জানায়, নির্যাতিতার আইনজীবীর সঙ্গে কতজন সহযোগী বা জুনিয়র ঘটনাস্থলে যেতে পারবেন, তা-ও ঠিক করবে শিয়ালদহ আদালত।

নির্যাতিতার পরিবারের আইনজীবী আদালতে বলেন, “ঘটনাস্থল (place of occurrence) বলতে সেমিনার রুমের ভিতর নয়, তার বাইরে ও আশপাশের এলাকা একবার ঘুরে দেখতে চাই। যেহেতু আরজি কর মামলাটি অত্যন্ত সংবেদনশীল এবং সেখানে সিআরপিএফ মোতায়েন আছে, তাই আদালতের অনুমতি প্রয়োজন।” তবে রাজ্যের পক্ষ থেকে এদিন আদালতে দাবি করা হয়, “নতুন করে তদন্ত হবে কি না, সেই সিদ্ধান্ত আদালতের।” পাশাপাশি, রাজ্যের আইনজীবীর মন্তব্য করেন, মিডিয়ার নজর কাড়ার প্রচেষ্টা। সিবিআই-এর পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে, নির্যাতিতার আইনজীবী যদি ঘটনাস্থলে যেতে চান, তদন্তকারী সংস্থার কোনও আপত্তি নেই। মূল মামলায় নতুন করে একটি রিপোর্ট শিয়ালদহ আদালতে জমা দেবে সিবিআই। সমস্ত পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। ১৮ অগাস্ট হাইকোর্টে এই সংক্রান্ত মূল আবেদনের সম্ভাব্য পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। আরও পড়ুন: কাঁকুড়গাছির বিজেপি কর্মী খুনের ৪ বছর পরে সিবিআইয়ের জালে মূল অভিযুক্ত

–

–

–
–

–

–

–

–

–

–

–
–
–