Wednesday, August 20, 2025

বাংলাদেশের টেস্ট অধিনায়কের পদ ছাড়লেন নাজমুল হোসেন শান্ত

Date:

Share post:

শ্রীলঙ্কার কাছে হারের পরই বাংলাদেশের টেস্ট অধিনায়কের দায়িত্ব ছাড়লেন নাজমুল হোসেন শান্ত (Najmul Hossain Shanto)। না তাঁর অধিনায়কত্ব ছাড়ার কারণটা অবশ্য টেস্টে হার নয়। বাংলাদেশের (Bangladesh) আলাদা ফর্ম্যাটে আলাদা অধিনায়কের নিয়মে কথা বলেই এবার অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন নাজমুল হোসেন শান্ত (Najmul Hossain Shanto)। নিজের এই সিদ্ধান্তের পিছনে যথাযথ কারণও দর্শিয়েছেন এই তারকা ক্রিকেটার। কয়েকদিন আগেই বাংলাদেশের ওডিআই ফর্ম্যাটের অধিনায়কত্ব থেকে সরানো হয়েছে তাঁকে।

নাজমুল হোসেন শান্ত নাকি টেস্ট এবং ওডিআই দুই ফর্ম্যাটেই অধিনায়ক হিসাবে থাকতে চেয়েছিলেন। কিন্তু বেশ কয়েকদিন আগেই নাজমুলের পরিবর্তে বাংলাদেশের ওডিআই দলের অধিনায়ক হয়েছিলেন মেহিদী হাসান মিরাজ। এছাড়া টেস্টেও নাজমুলের নেতৃত্বে খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারছিল না বাংলাদেশ। শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে এক ইনিংস ও ৭৮ রানে হেরে গিয়েছিল বাংলাদেশ। তার আগের সিরিজেও হেরেছে তারা।

এরপরই টেস্ট অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। তবে পারফরম্যান্স নয়। বাংলাদেশের আলাদা ফর্ম্যাট, আলাদা অধিনায়ক নীতির সমালোচনা করেই নাকি এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নাজমুল জানিয়েছেন, “এটা ব্যক্তিগত নয়, আমি দলের ভালোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছি। আমার মনে হয় এটা দলকে অত্যন্ত সাহায্য করবে। বেশ কয়েক বছর ধরেই আমি বাংলাদেশের ড্রেসিংরুমের সদস্য। আমার মনে হয় তিন অধিনাকের এই নীতি একেবারেই সঠিক নয়। আমি জানিনা যে ক্রিকেট বোর্ড কী সিদ্ধান্ত নেবে। তবে সেই সিদ্ধান্তকে অবশ্যই সমর্থন করব”।

নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারছে না বাংলাদেশ শিবির। তিনি আলা অধিনায়কের নীতির কথা বললেও, আসল কারণ অন্য কিছু কিনা সেটা তো সময়ই বলবে।

spot_img

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...