Friday, November 7, 2025

বাংলাদেশের টেস্ট অধিনায়কের পদ ছাড়লেন নাজমুল হোসেন শান্ত

Date:

Share post:

শ্রীলঙ্কার কাছে হারের পরই বাংলাদেশের টেস্ট অধিনায়কের দায়িত্ব ছাড়লেন নাজমুল হোসেন শান্ত (Najmul Hossain Shanto)। না তাঁর অধিনায়কত্ব ছাড়ার কারণটা অবশ্য টেস্টে হার নয়। বাংলাদেশের (Bangladesh) আলাদা ফর্ম্যাটে আলাদা অধিনায়কের নিয়মে কথা বলেই এবার অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন নাজমুল হোসেন শান্ত (Najmul Hossain Shanto)। নিজের এই সিদ্ধান্তের পিছনে যথাযথ কারণও দর্শিয়েছেন এই তারকা ক্রিকেটার। কয়েকদিন আগেই বাংলাদেশের ওডিআই ফর্ম্যাটের অধিনায়কত্ব থেকে সরানো হয়েছে তাঁকে।

নাজমুল হোসেন শান্ত নাকি টেস্ট এবং ওডিআই দুই ফর্ম্যাটেই অধিনায়ক হিসাবে থাকতে চেয়েছিলেন। কিন্তু বেশ কয়েকদিন আগেই নাজমুলের পরিবর্তে বাংলাদেশের ওডিআই দলের অধিনায়ক হয়েছিলেন মেহিদী হাসান মিরাজ। এছাড়া টেস্টেও নাজমুলের নেতৃত্বে খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারছিল না বাংলাদেশ। শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে এক ইনিংস ও ৭৮ রানে হেরে গিয়েছিল বাংলাদেশ। তার আগের সিরিজেও হেরেছে তারা।

এরপরই টেস্ট অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। তবে পারফরম্যান্স নয়। বাংলাদেশের আলাদা ফর্ম্যাট, আলাদা অধিনায়ক নীতির সমালোচনা করেই নাকি এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নাজমুল জানিয়েছেন, “এটা ব্যক্তিগত নয়, আমি দলের ভালোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছি। আমার মনে হয় এটা দলকে অত্যন্ত সাহায্য করবে। বেশ কয়েক বছর ধরেই আমি বাংলাদেশের ড্রেসিংরুমের সদস্য। আমার মনে হয় তিন অধিনাকের এই নীতি একেবারেই সঠিক নয়। আমি জানিনা যে ক্রিকেট বোর্ড কী সিদ্ধান্ত নেবে। তবে সেই সিদ্ধান্তকে অবশ্যই সমর্থন করব”।

নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারছে না বাংলাদেশ শিবির। তিনি আলা অধিনায়কের নীতির কথা বললেও, আসল কারণ অন্য কিছু কিনা সেটা তো সময়ই বলবে।

spot_img

Related articles

দুর্যোগ পরিস্থিতি পর্যালোচনা: আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ভয়াবহ দুর্যোগ পেরিয়ে মাথা তুলে দাঁড়ানোর পর্যায়ে উত্তরবঙ্গ। রাজ্য প্রশাসন ও স্থানীয় প্রশাসনের লাগাতার পরিষেবা ও পদক্ষেপে যোগাযোগ...

তালিকায় নাম নেই! কেউ স্ত্রীর জন্য, কেউবা বিএলও-র সামনেই প্রাণ দিলেন

রাজ্যের হাজার হাজার মানুষের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় আতঙ্কে কেউ আত্মঘাতী, কেউবা...

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...