Friday, November 28, 2025

কসবা-কাণ্ডে পরিবারের আস্থা পুলিশেই: সুপ্রিম নজরদারিতে CBI তদন্তের আর্জি ‘উপযাজক’ আইনজীবীর, হাইকোর্টে ৩টি PIL

Date:

Share post:

কসবার ল কলেজে (Kasba Law College) গণধর্ষণে নির্যাতিতা ও তাঁর পরিবারের আস্থা রাজ্য পুলিশের তদন্তেই। কিন্তু উপযাজক হয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) নজরদারিতে সিবিআই তদন্তের আর্জি করেছেন আইনজীবী সত্যম সিং। এদিকে, গণধর্ষণকাণ্ডে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) তিনটি জনস্বার্থ মামলা (PIL) দায়ের হয়েছে। বিচারপতি সৌমেন সেনের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবীরা। মামলা দায়েরের অনুমতি দেওয়ায় বৃহস্পতিবার শুনানির সম্ভাবনা।

শুক্রবার কসবার ল কলেজের গণধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই CBI তদন্তের দাবি জানানো হয় বিভিন্ন মহল থেকে। যদিও, তার সঙ্গে সহমত নয় নির্যাতিতার পরিবার। পুলিশের তদন্তেই আস্থা তাদের। ঘটনার পর থেকেই না কি নির্যাতিতা ও তাঁর পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে- বলে অভিযোগ তোলে কয়েকটি মহল। এদিকে, নির্যাতিতার পরিবার সাফ জানিয়েছে, তারা কোনও হুমকি পায়নি। এখন তাদের একমাত্র দাবি, দোষীদের চরম শাস্তি।

এদিকে, হাই কোর্টে এই বিষয়ে তিনটি জনস্বার্থ মামলা দায়ের হয়। দ্রুত শুনানির আবেদন জানান মামলাকারীরা। হাই কোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ জানায়, মামলা দায়ের করে বিপরীত পক্ষকে নোটিশ দেওয়া হোক। তার পরে শুনানি চেয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করুন আইনজীবীরা। বৃহস্পতিবার এই মামলাগুলির শুনানির সম্ভাবনা রয়েছে।

এদিকে, নির্যাতিতার নিরাপত্তা ও ক্ষতিপূরণের দাবি, ঘটনা সম্পর্কে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক মদন মিত্রের অবমাননাকর বক্তব্যের প্রেক্ষিতে শীর্ষ আদালতের আইনজীবী সত্যম সিং CBI তদন্তের আবেদন করেছেন।
আরও খবরধর্ষণ বিজেপির এক্সক্লুসিভ নয়: কলকাতার গণধর্ষণে রাজনীতির বিরোধিতায় কংগ্রেস জাতীয় নেতা

spot_img

Related articles

শক্তি বাড়িয়ে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘দিতওয়াহ’, উইকেন্ডেই ল্যান্ডফল অন্ধ্র উপকূলে!

ঘূর্ণিঝড় সেনিয়ারের খবরের মাঝেই বঙ্গোপসাগরে আরও এক শক্তিশালী ঘূর্ণিঝড়ের (cyclonic formation in Bay of Bengal) জন্ম।আইএমডির বুলেটিন অনুযায়ী...

রাতের অন্ধকারে চমক! সহকারী সভাধিপতির গাড়ির সামনে পূর্ণবয়স্ক চিতাবাঘ 

অন্ধকার ভেদ করে চমকে দিল সরাসরি চিতাবাঘ! ফাঁসিদেওয়া ব্লকের মাদাতি চা বাগানের বালাসন ডিভিশনে সরকারি কাজ সেরে ফেরার...

হাওড়ায় দুষ্কৃতী হামলা: গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে পঞ্চায়েত প্রধান

তৃণমূল পঞ্চায়েত প্রধানের উপর গুলি চালানোর ঘটনায় বৃহস্পতিবার রাতে আতঙ্ক ছড়ালো হাওড়ার সাঁপুইপাড়া বসুকাঠি পঞ্চায়েত (panchayat) এলাকায়। গুরুতর...

সংখ্যালঘু কমিশনের ভাইস–চেয়ারম্যান পদে জন বার্লা 

রাজ্যের সংখ্যালঘু কমিশনে নতুন দায়িত্ব পেলেন প্রাক্তন সাংসদ জন বার্লা। বৃহস্পতিবার সংখ্যালঘু উন্নয়ন দফতর থেকে প্রকাশিত নির্দেশিকায় জানানো...