Tuesday, August 26, 2025

স্যোশাল মিডিয়ায় উস্কানি-ক্রমবর্ধমান সাইবার ক্রাইম রোধে কঠোর আইন প্রণয়নের দাবিতে শাহকে চিঠি মমতার

Date:

সোশ্যাল মিডিয়া উসকানিমূলক পোস্ট এবং ক্রমবর্ধমান সাইবার অপরাধ (Cyber Crime) রুখতে কেন্দ্রের কাছে কঠোর আইন প্রণয়নের দাবি জানিয়ে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়ে বৃহস্পতিবার চিঠি পাঠিয়েছেন তিনি।

চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, “ভুয়ো খবর, মিথ্যে ভিডিও ও বিদ্বেষমূলক বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে। এতে সমাজে অপরাধপ্রবণতা বাড়ছে, শান্তি ও সামাজিক ঐক্য নষ্ট হচ্ছে। সবচেয়ে বেশি প্রভাব পড়ছে মহিলা, শিশু, বৃদ্ধ ও আর্থিকভাবে দুর্বল মানুষদের উপর।”

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কথায়, “সাইবার অপরাধ (Cyber Crime) এখন আর শুধু তথ্যচুরি বা প্রতারণা নয়- এর পরিধি বেড়ে গিয়ে সমাজে গভীর মানসিক, সামাজিক ও আর্থিক সংকট তৈরি করছে। ফেক নিউজের ফলে সাম্প্রদায়িক উত্তেজনা, মহিলাদের বিরুদ্ধে অপরাধ, ও সামাজিক অস্থিরতা বাড়ছে।”

এই পরিস্থিতিতে বাংলার মুখ্যমন্ত্রীর দাবি, “বর্তমান আইন যথেষ্ট নয়। ডিজিটাল অপরাধ দমন করতে আরও কঠোর ও কার্যকরী আইন প্রণয়ন এবং নীতিগত হস্তক্ষেপ জরুরি। প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে আইনকেও উন্নত করতে হবে।”

মুখ্যমন্ত্রীর মতে, সচেতনতা বৃদ্ধিও সমান জরুরি। বহু মানুষ এখনও ডিজিটাল মাধ্যমের অপব্যবহার এবং ভুয়ো কনটেন্ট চেনার বিষয়ে অজ্ঞ। তাই ডিজিটাল সাক্ষরতা, সচেতনতামূলক প্রচার বাড়ানোর উপর মুখ্যমন্ত্রী জোর দেন।জাতীয় নিরাপত্তা, সামাজিক সংহতি এবং নাগরিকদের সুরক্ষার স্বার্থে এই বিষয়টিকে যেন অগ্রাধিকার দিয়ে বিবেচনা করা হয় সে বিষয়েও চিঠিতে অনুরোধ জানিয়েছেন মমতা।
আরও খবরছাত্র নির্বাচন না হওয়া পর্যন্ত রাজ্যের সব কলেজ-বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম বন্ধ: নির্দেশ হাই কোর্টের

Related articles

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...
Exit mobile version