বাংলাভাষী শ্রমিকদের হয়রানি! উদ্বেগ প্রকাশ করে ওড়িশার মুখ্যসচিবকে চিঠি মনোজ পন্থের

Date:

Share post:

বাংলা থেকে ওড়িশার বিভিন্ন জেলায় কাজ যাওয়া শ্রমিকরা চরম হয়রানির মুখে পড়ছেন। বাংলাভাষী বলেই তাঁদের হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ। এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ওড়িশার মুখ্যসচিব মনোজ অহুজাকে বৃহস্পতিবার চিঠি লিখেছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ (chief secretary Manoj Pant )। ওই চিঠিতে তিনি অবিলম্বে মানবিক ও আইনি পদক্ষেপের আর্জি জানিয়েছেন।

চিঠিতে রাজ্যের মুখ্যসচিব (chief secretary) লেখেন, ওড়িশার পরাদ্বীপ, জগৎসিংহপুর, কেন্দ্রাপাড়া, ভদ্রক, মালকানগিরি, বালেশ্বর ও কটক-সহ একাধিক উপকূলীয় জেলায় পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের বেআইনিভাবে আটক করা হচ্ছে। বাংলা ভাষায় কথা বলার জন্য তাঁদের অনেককেই বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে অপবাদ দেওয়া হচ্ছে। আধার কার্ড, ভোটার আইডি, বিদ্যুৎ বিল বা রেশন কার্ড দেখালেও, তাঁদের দাবিকে অস্বীকার করা হচ্ছে। এমনকী অনেক ক্ষেত্রে পূর্বপুরুষদের খতিয়ান ও জমির নথি দাবি করা হচ্ছে- যা অযৌক্তিক ও অবাস্তব।

মুখ্যসচিবের (chief secretary) চিঠিতে আরও অভিযোগ করা হয়েছে, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক পাঠানো নাগরিকত্ব সংক্রান্ত যাচাই রিপোর্ট থাকার পরেও কোনও সহানুভূতিশীল পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এর ফলে অকারণ হয়রানি, মানসিক চাপ ও নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে ওড়িশায় কর্মরত বহু বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে। চিঠিতে মুখ্যসচিব লেখেন, “এই পরিস্থিতির অবিলম্বে সমাধান প্রয়োজন। এই ব্যক্তিরা ভারতীয় নাগরিক, তাঁদের যেন ভাষাগত বা আঞ্চলিক পরিচয়ের ভিত্তিতে হয়রানির শিকার না হতে হয়। নাগরিকদের মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করতে এবং যাচাই প্রক্রিয়ায় সহযোগিতার জন্য আমরা প্রস্তুত।” রাজ্য সরকারের তরফে বিষয়টিকে নাগরিক অধিকারের গুরুতর লঙ্ঘন বলে দেখা হচ্ছে। চিঠিতে তা স্পষ্ট করে দিয়েছেন মুখ্য়সচিব। আরও পড়ুন : ধান উৎপাদনে সর্বকালীন রেকর্ড: শীর্ষস্থান দখলে থাকল বাংলার

spot_img

Related articles

মন সাগরের ভোরে: মহাপঞ্চমীর শুভেচ্ছা জানিয়ে গানে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

মহাপঞ্চমীর আকাশে মেঘের আনাগোনা উপেক্ষা করেই পথে নেমেছে বাংলার মানুষ। লক্ষ্য পুজো মণ্ডপ। রীতি অনুযায়ী, পঞ্চমীর দিন সন্ধ্যায়...

শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার ওভারে জয়, ফাইনালের আগে গম্ভীরের চিন্তা বাড়ালেন বোলাররা

শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ নিতান্তই নিয়মরক্ষার। ভারত আগেই ফাইনালে চলে গিয়েছে। শ্রীলঙ্কার আবার সেই সম্ভাবনা নেই। কিন্তু রবিবার পাকিস্তানের...

লাদাখের কণ্ঠরোধে বল প্রয়োগ: সোনমকে পাঠানো হল যোধপুর জেলে, শহরে বন্ধ ইন্টারনেট

আন্দোলনের অন্যতম চালক পরিবেশকর্মী সোনম ওয়াংচুকে (Sonam Wangchuk) গ্রেফতার করলেই ক্ষোভ ছড়িয়ে পড়বে, আন্দাজ করেছিল অমিত শাহের (Amit...

শাহর বিরুদ্ধে মূর্তি ভাঙার অভিযোগকারী, তারই পুজোর উদ্বোধনে স্বরাষ্ট্রমন্ত্রী!

স্বরাষ্ট্র মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। দাবি করেছিলেন, অমিত শাহর প্ররোচনায় বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল বিজেপির গুণ্ডাবাহিনী। শুক্রবার কলকাতায়...