Tuesday, November 4, 2025

আইন কলেজের ধর্ষণের ঘটনায় অভিযোগকারিনীর বয়ানের সঙ্গে মূল ঘটনাকে মেলানোর কাজ অত্যন্ত দক্ষতার সঙ্গে জারি রেখেছে কলকাতা পুলিশ (Kolkata Police)। ঘটনার পুনর্নির্মাণে (reconstruction) কলকাতা পুলিশের গঠিত সিট-এর (SIT) তৎপরতা তুঙ্গে। শুক্রবার ভোররাতে সাউথ ক্যালকাটা ল কলেজে নিয়ে যাওয়া হল ৩ অভিযুক্তকে। প্রায় চার ঘন্টা ধরে চলল ঘটনার পুনর্নির্মাণ।

শুক্রবার ভোর চারটে নাগাদ অভিযুক্ত মনোজিৎ মিশ্র, প্রমিত মুখোপাধ্যায় এবং জেব আহমেদকে গণধর্ষণের ঘটনার পুনর্নির্মাণে নিয়ে যায় কলকাতা পুলিশ। ঘটনায় প্লেস অফ অকারেন্স (PO) অর্থাৎ নিরাপত্তারক্ষীর ঘর এবং ছাত্র সংসদের ঘর ও একতলার ফাঁকা জায়গায় সেদিন যা ঘটেছিল তার পুনর্নির্মাণ (reconstruction) করা হয় পুলিশের (Kolkata Police) তরফে।

তিনমূল অভিযুক্তের পাশাপাশি এই দিন কলেজে নিয়ে আসা হয় নিরাপত্তা রক্ষী পিনাকী বন্দোপাধ্যায়কেও। এর আগেই কলেজে মনোজিতের প্রভাব সম্পর্কে দাবি জানিয়েছিলেন তিনি। মনোজিতের চাপে বন্ধ রাখা হয়েছিল কলেজে প্রবেশের খতিয়ান রাখার রেজিস্টার খাতা (register copy), এমনও অভিযোগ করেন তিনি। এদিন পুণর্নির্মাণে কাজে লাগানো হয় সেই নিরাপত্তা রক্ষীকেও।

এদিন কলেজে নিয়ে আসা হয় থ্রি-ডি ম্যাপিং (3D mapping) যন্ত্র। সেই যন্ত্র কলেজে বসিয়ে গোটা এলাকার থ্রি-ডি ম্যাপিং করা হয়। সেই ম্যাপের সঙ্গে মিলিয়ে নেওয়া হবে নির্যাতিতার বয়ান। সেই সঙ্গে মেলানো হবে পুণর্নির্মাণের সব তথ্যও। আর জি করের ঘটনার সময়েও সিবিআই এভাবে থ্রি-ডি ম্যাপিং-এর সাহায্য করেছিল।

আরও পড়ুন: ধান উৎপাদনে সর্বকালের রেকর্ড: কৃষি দফতরের স্বীকৃতিতে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

ভোর চারটা থেকে সকাল প্রায় সাড়ে আটটা পর্যন্ত চলে পুনর্নির্মাণের (reconstruction) কাজ। অত্যন্ত কড়া পুলিশি নিরাপত্তায় চালানো হয় তদন্ত। অন্যদিকে বৃহস্পতিবার আদালতের শুনানিতেও নির্যাতিতার আইনজীবী জানান, কলকাতা পুলিশের গঠিত সিট নির্যাতিতার সঙ্গে যথেষ্ট সহযোগিতা করছে। তাঁদের আস্থা কলকাতা পুলিশেই রয়েছে।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version