Sunday, January 18, 2026

অমরনাথযাত্রার শুরুতেই বিপত্তি, বাস দুর্ঘটনায় আহত ৩৬

Date:

Share post:

নানা বাধা পেরিয়ে এবছর শুরু হয়ছে অমরনাথ যাত্রা (Amarnath Yatra)। আর শুরুতেই বিপত্তি। অমরনাথের  উদ্দেশে যাওয়ার পথে বাসের কনভয়ে একটির পিছনে একটির ধাক্কা। ঘটনায় আহত অন্তত ৩৬ জন পুণ্যার্থী। তবে কারও আঘাত তেমন গুরুতর নয় বলে সূত্রের খবর।

শনিবার সকালে পুণ্যার্থীদের একটি দল বাসে জম্মুর ভগবতী নগর থেকে যাচ্ছিলেন। কড়া নিরাপত্তায় জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক ধরে এগোচ্ছিল বাসের (Bus) একটি কনভয়। পুণ্যার্থীদের প্রাতরাশ সারতে রামবন জেলার চান্দেরকূটের কাছে বাসগুলি দাঁড়ানোর কথা ছিল। হঠাৎ করেই কনভয়ের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনের বাসে ধাক্কা মারে যার ফলে পর পর চারটি বাসের মধ্যে সংঘর্ষ হয়।

পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার পরে বাস থেকে নামিয়ে যাত্রীদের প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে। তবে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। তবে, তিন-চার জন যেতে পারবেন না বলেই মনে করা হচ্ছে। ওই যাত্রীদের রামবন জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ-প্রশাসনের শীর্ষস্থানীয় আধিকারিকেরা ঘটনার তদন্ত করছেন। বাসগুলি জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক ধরে দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁওয়ে যাচ্ছিল। সেখান থেকে পুণ্যার্থীরা হেঁটে অমরনাথ গুহায় যাওয়ার কথা।

অমরনাথ যাত্রা (Amarnath Yatra) ৩ জুলাই থেকে শুরু হয়েছে। ১৯ অগাস্ট পর্যন্ত এই চলার কথা। ৫২ দিনের অমরনাথে এবার দর্শন পর্ব দু’টি যাত্রাপথে হবে। অনন্তনাগের ৪৮ কিলোমিটারের নুনওয়ান-পহেলগাম এবং এবং গান্ডেরওয়ালের ১৪ কিলোমিটার দৈর্ঘ্যের পুরনো বালতালের পথে। পহলগাম রুটে তুলনায় কম দূরত্বের কিন্তু বেশি চড়াইয়ের বালতাল রুট। পহলগাম রুট চন্দনওয়ারি, শেষনাগ এবং পঞ্চতার্নি পেরিয়ে অমরনাথ পৌঁছয়।
আরও খবরমর্মান্তিক দুর্ঘটনা সম্ভলে, বিয়ে করতে যাওয়ার পথে মৃত্যু বর-সহ ৮ জনের

পহলগাম জঙ্গি হামলা ও তার পাল্টা অপারেশন সিন্দুরের পরে কড়া নিরাপত্তায় মুড়িয়ে ফেলা হয়েছে অমরনাথ যাত্রাপথ। নিরাপত্তা সংক্রান্ত সব ব্যবস্থা করতে করতে একাধিক কড়া পদক্ষেপ করেছে পুলিশ-প্রশাসন।

spot_img

Related articles

মোদির সফরে বদলে গেল মালদহ টাউন স্টেশন! নিরাপত্তার চাপে প্রশ্নের মুখে জীবিকা

চিরচেনা কোলাহল, যাত্রীদের ভিড় আর হকারদের ডাক—এই দৃশ্যেই অভ্যস্ত মালদহ টাউন স্টেশন। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra...

প্রহসনে পরিণত হয়েছে হেনস্থার এই হিয়ারিং! অভিযোগ জানিয়ে কমিশনের দফতরে তৃণমূলের প্রতিনিধি দল

বাংলা জুড়ে এসআইআর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) সংক্রান্ত শুনানি কার্যত হেনস্থার রূপ নিয়েছে—এই অভিযোগ তুলে শনিবার বিকেলে নির্বাচন কমিশনের...

ডাকটিকিটে দেব! আবেগে আপ্লুত অনুরাগীরা

সাংসদ-অভিনেতা দেবের সাফল্যের মুকুটে যুক্ত হল আরও এক ঐতিহাসিক পালক। ভারতীয় ডাকবিভাগের প্রকাশিত বিশেষ ডাকটিকিটে স্থান পেল ঘাটালের...

বিজেপির ধর্মীয় অনুষ্ঠানে কলেজের কাছে চাঁদা চাওয়ার অভিযোগ! উত্তেজনা ঝাড়গ্রামে

বিজেপির ধর্মীয় অনুষ্ঠানের আড়ালে চাঁদাবাজির অভিযোগকে ঘিরে উত্তেজনা ঝাড়গ্রামে। ঝাড়গ্রামের মানিকপাড়ায় অবস্থিত মানিকপাড়া শতবার্ষিকী মহাবিদ্যালয়ের কর্মচারীদের কাছ থেকে...