স্বর্ণবেশে জগন্নাথ! মন্দিরের বাইরে রথেই বিরাজমান তিন ভাইবোন 

Date:

Share post:

চলছে রাগ-অভিমানের পর্ব। মাসির বাড়িতে নয়দিন থেকে ফিরে এলেও এখনও মন্দিরে প্রবেশাধিকার পাননি জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। মন্দিরের মূল দরজা বন্ধ, দাঁড়িয়ে রয়েছেন অভিমানী লক্ষ্মী ও সত্যভামা। তাদের রাগ ভাঙাতে না পারায় রথেই অবস্থান করছেন তিন ভাইবোন।

শনিবার রথে চেপে ফিরে এসেছেন তাঁরা। রবিবার গোধূলি লগ্নে স্বর্ণবেশে আবির্ভূত হলেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। সোনালী মুকুট থেকে পদধূলি পর্যন্ত ঝলমল করছে তিন দেবতার অলংকারে। এই ‘স্বর্ণবেশ’ দর্শন পেতে হাজার হাজার ভক্ত ভিড় করেন দিঘা জগন্নাথ মন্দির প্রাঙ্গণে। বিশেষ এই একাদশী তিথিতেই ভগবান জগন্নাথ স্বর্ণবেশে ধরা দেন ভক্তদের সামনে। জানা গেছে, রুষ্ট লক্ষ্মী ও সত্যভামার মন জয় করতেই পাঠানো হয়েছে রসগোল্লা ও শাড়ি। তাঁদের মন ভাঙলে তবেই মন্দিরে প্রবেশের অনুমতি মিলবে দেবতাদের। মন্দির ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার ‘নীলাদ্রি বিজয়’ অনুষ্ঠানের মাধ্যমে গর্ভগৃহে প্রবেশ করবেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। আপাতত মন্দিরের সামনে অস্থায়ী আচ্ছাদনের নিচে অবস্থান করছেন তাঁরা।

কলকাতা থেকে আসা পর্যটক প্রিয়া দাস জানান, “জগন্নাথের এমন স্বর্ণবেশ আগে কখনও দেখিনি। দিঘার ছুটির দিনে এ এক অনন্য অভিজ্ঞতা।” মন্দির ট্রাস্টের সদস্য রাধারমন দাস বলেন, “ভগবান মন্দিরে থাকুন বা বাইরে, ভক্তদের থেকে দূরে নন। আজ তিনি স্বর্ণবেশে তাঁর পূর্ণ মহিমায় ভক্তদের কাছে ধরা দিয়েছেন।” দেব-দেবীর এই রাগ-ভাঙা, সাজ-পোশাক এবং ভক্তিময় পরিবেশে উৎসবের আবহে মোড়া দিঘা মন্দির চত্বর এখন যেন এক স্বর্গীয় অনুভূতির ঠিকানা।

আরও পড়ুন – ভোটার তালিকা সংশোধনীতে কমিশনের চক্রান্ত: সুপ্রিম কোর্টে সাংসদ মহুয়া

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

বোধনের আনন্দ ফিকে করে দেবে বৃষ্টি? জেনে নিন রবিবারের আবহাওয়ার আপডেট

দুর্গা পুজোর (Durga puja) আনন্দে মাতোয়ারা বাংলা। উত্তর থেকে দক্ষিণ প্রাণের পুজোয় মেতে উঠেছে ৮ থেকে ৮০। রবিবার...

শংসাপত্র জমা না দিলে সংরক্ষণের সুবিধা মিলবে না, জানাল এসএসসি

নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা। উত্তরপত্রও ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। এরই মাঝে কমিশনের তরফে জানানো হয়েছিল,...

উত্তরবঙ্গে হাতির গতিবিধি নজরদারিতে বিশেষ অ্যাপ চালু বন দফতরের 

উত্তরবঙ্গের জঙ্গলাঞ্চলে হাতির অবস্থান ও চলাচল নিয়ে এবার ডিজিটাল উদ্যোগ নিল রাজ্য বন দফতর। কার্শিয়াং বনবিভাগ ও একাধিক...

হিন্দুস্তান মোটরসের বন্ধ কারখানার জমিতে নতুন শিল্প গড়ার প্রক্রিয়া শুরু রাজ্যের, ছাড়পত্র মন্ত্রিসভার বৈঠকে

হিন্দুস্তান মোটরসের বন্ধ কারখানার (Factory) জমিতে নতুন শিল্প গড়ার প্রক্রিয়া শুরু রাজ্যের। ওই জমির ৩৫৫ একর আনুষ্ঠানিক ভাবে...