স্বর্ণবেশে জগন্নাথ! মন্দিরের বাইরে রথেই বিরাজমান তিন ভাইবোন 

Date:

Share post:

চলছে রাগ-অভিমানের পর্ব। মাসির বাড়িতে নয়দিন থেকে ফিরে এলেও এখনও মন্দিরে প্রবেশাধিকার পাননি জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। মন্দিরের মূল দরজা বন্ধ, দাঁড়িয়ে রয়েছেন অভিমানী লক্ষ্মী ও সত্যভামা। তাদের রাগ ভাঙাতে না পারায় রথেই অবস্থান করছেন তিন ভাইবোন।

শনিবার রথে চেপে ফিরে এসেছেন তাঁরা। রবিবার গোধূলি লগ্নে স্বর্ণবেশে আবির্ভূত হলেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। সোনালী মুকুট থেকে পদধূলি পর্যন্ত ঝলমল করছে তিন দেবতার অলংকারে। এই ‘স্বর্ণবেশ’ দর্শন পেতে হাজার হাজার ভক্ত ভিড় করেন দিঘা জগন্নাথ মন্দির প্রাঙ্গণে। বিশেষ এই একাদশী তিথিতেই ভগবান জগন্নাথ স্বর্ণবেশে ধরা দেন ভক্তদের সামনে। জানা গেছে, রুষ্ট লক্ষ্মী ও সত্যভামার মন জয় করতেই পাঠানো হয়েছে রসগোল্লা ও শাড়ি। তাঁদের মন ভাঙলে তবেই মন্দিরে প্রবেশের অনুমতি মিলবে দেবতাদের। মন্দির ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার ‘নীলাদ্রি বিজয়’ অনুষ্ঠানের মাধ্যমে গর্ভগৃহে প্রবেশ করবেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। আপাতত মন্দিরের সামনে অস্থায়ী আচ্ছাদনের নিচে অবস্থান করছেন তাঁরা।

কলকাতা থেকে আসা পর্যটক প্রিয়া দাস জানান, “জগন্নাথের এমন স্বর্ণবেশ আগে কখনও দেখিনি। দিঘার ছুটির দিনে এ এক অনন্য অভিজ্ঞতা।” মন্দির ট্রাস্টের সদস্য রাধারমন দাস বলেন, “ভগবান মন্দিরে থাকুন বা বাইরে, ভক্তদের থেকে দূরে নন। আজ তিনি স্বর্ণবেশে তাঁর পূর্ণ মহিমায় ভক্তদের কাছে ধরা দিয়েছেন।” দেব-দেবীর এই রাগ-ভাঙা, সাজ-পোশাক এবং ভক্তিময় পরিবেশে উৎসবের আবহে মোড়া দিঘা মন্দির চত্বর এখন যেন এক স্বর্গীয় অনুভূতির ঠিকানা।

আরও পড়ুন – ভোটার তালিকা সংশোধনীতে কমিশনের চক্রান্ত: সুপ্রিম কোর্টে সাংসদ মহুয়া

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

চন্দননগর নয়! কোথা থেকে সূচনা বাংলায় জগদ্ধাত্রী পুজোর? জানুন ইতিহাস 

জগদ্ধাত্রী পুজোর নাম উঠলেই চোখের সামনে ভেসে ওঠে গঙ্গাপাড়ের শহর চন্দননগরের ছবি—চোখধাঁধানো আলোকসজ্জা, সুবিশাল প্রতিমা আর অসংখ্য দর্শনার্থীর...

চাপ দিয়ে তৃণমূল নেতাদের গ্রেফতার করা হয়: বিস্ফোরক নারদ মামলার প্রথম তদন্তকারী CBI আধিকারিক

বিস্ফোরক স্বীকারোক্তি নারদ (Narada Case) মামলার প্রথম তদন্তকারী সিবিআই আধিকারিক রঞ্জিত কুমারের (Ranjit Kumar)। একটি অডিও সাক্ষাৎকারে তিনি...

আসানসোলে চিটফান্ড কেলেঙ্কারির অভিযুক্তের সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই, জানালো ঘাসফুল শিবির

আসানসোলে প্রায় ৩৫০ কোটি টাকার চিটফান্ড কেলেঙ্কারিতে 'তৃণমূল নেতা'র নাম জড়িয়ে যে ভিত্তিহীন অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা...

বোনের কাছে ভাইফোঁটা শোভনদেবের, টলিনায়িকারা ফোঁটা দিলেন অরূপকে

বাংলা জুড়ে আজ উৎসবের আমেজ। সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি সকলেই মাতলেন ভাইফোঁটা উদযাপনে। সকাল গড়িয়ে বিকেল তবু এখনও...