Saturday, August 23, 2025

স্বর্ণবেশে জগন্নাথ! মন্দিরের বাইরে রথেই বিরাজমান তিন ভাইবোন 

Date:

Share post:

চলছে রাগ-অভিমানের পর্ব। মাসির বাড়িতে নয়দিন থেকে ফিরে এলেও এখনও মন্দিরে প্রবেশাধিকার পাননি জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। মন্দিরের মূল দরজা বন্ধ, দাঁড়িয়ে রয়েছেন অভিমানী লক্ষ্মী ও সত্যভামা। তাদের রাগ ভাঙাতে না পারায় রথেই অবস্থান করছেন তিন ভাইবোন।

শনিবার রথে চেপে ফিরে এসেছেন তাঁরা। রবিবার গোধূলি লগ্নে স্বর্ণবেশে আবির্ভূত হলেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। সোনালী মুকুট থেকে পদধূলি পর্যন্ত ঝলমল করছে তিন দেবতার অলংকারে। এই ‘স্বর্ণবেশ’ দর্শন পেতে হাজার হাজার ভক্ত ভিড় করেন দিঘা জগন্নাথ মন্দির প্রাঙ্গণে। বিশেষ এই একাদশী তিথিতেই ভগবান জগন্নাথ স্বর্ণবেশে ধরা দেন ভক্তদের সামনে। জানা গেছে, রুষ্ট লক্ষ্মী ও সত্যভামার মন জয় করতেই পাঠানো হয়েছে রসগোল্লা ও শাড়ি। তাঁদের মন ভাঙলে তবেই মন্দিরে প্রবেশের অনুমতি মিলবে দেবতাদের। মন্দির ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার ‘নীলাদ্রি বিজয়’ অনুষ্ঠানের মাধ্যমে গর্ভগৃহে প্রবেশ করবেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। আপাতত মন্দিরের সামনে অস্থায়ী আচ্ছাদনের নিচে অবস্থান করছেন তাঁরা।

কলকাতা থেকে আসা পর্যটক প্রিয়া দাস জানান, “জগন্নাথের এমন স্বর্ণবেশ আগে কখনও দেখিনি। দিঘার ছুটির দিনে এ এক অনন্য অভিজ্ঞতা।” মন্দির ট্রাস্টের সদস্য রাধারমন দাস বলেন, “ভগবান মন্দিরে থাকুন বা বাইরে, ভক্তদের থেকে দূরে নন। আজ তিনি স্বর্ণবেশে তাঁর পূর্ণ মহিমায় ভক্তদের কাছে ধরা দিয়েছেন।” দেব-দেবীর এই রাগ-ভাঙা, সাজ-পোশাক এবং ভক্তিময় পরিবেশে উৎসবের আবহে মোড়া দিঘা মন্দির চত্বর এখন যেন এক স্বর্গীয় অনুভূতির ঠিকানা।

আরও পড়ুন – ভোটার তালিকা সংশোধনীতে কমিশনের চক্রান্ত: সুপ্রিম কোর্টে সাংসদ মহুয়া

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...