জমা পড়ল আমেদাবাদ বিমান দুর্ঘটনার (Ahmedabad Plane Crash) প্রাথমিক তদন্ত রিপোর্ট। এয়ারক্র্যাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (AAIB) এই রিপোর্ট পেশ করেছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের কাছে। যদিও এখনই এই রিপোর্ট জনসমক্ষে আনা হচ্ছে না, জানা গিয়েছে চলতি সপ্তাহের শেষ দিকে তা প্রকাশিত হতে পারে।

সূত্রের খবর, ফ্লাইটের প্রাথমিক ডেটা, বিমানের কর্মীদের কাজের বিশ্লেষণ ও সেই সময়কার আবহাওয়ার তথ্যের ভিত্তিতেই তৈরি হয়েছে এই প্রাথমিক রিপোর্ট। তবে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে এখনও চলবে আরও বিশদ তদন্ত।

প্রসঙ্গত, গত ১২ জুন আমেদাবাদ বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে রওনা হওয়া এয়ার ইন্ডিয়া ১৭১ বিমানটি ওড়ার মাত্র ৩২ সেকেন্ডের মধ্যে ভেঙে পড়ে। মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হয় ২৬০ জনের, যার মধ্যে ছিলেন পাইলট, কেবিন ক্রু এবং যাত্রীরা। এখনও পর্যন্ত রিপোর্টে দুর্ঘটনার সম্ভাব্য কারণ নিয়ে কোনও নিশ্চিত তথ্য প্রকাশ করা না হলেও, তদন্তকারীদের মতে, এটির পিছনে প্রযুক্তিগত ত্রুটি, মানবিক ভুল অথবা প্রতিকূল আবহাওয়া — যে কোনওটি দায়ী হতে পারে।প্রতীক্ষা এখন পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্টের, যা মিলবে আরও নির্ভুল তথ্য ও বিশ্লেষণ।


_

_

_

_

_

_

_
_
_
_
_