Saturday, November 1, 2025

চোখের পলকে মিথ্যাচার কেন্দ্রের মোদি সরকারের। এবার আন্তর্জাতিক স্তরের সেই মিথ্যাচারের পর্দাফাঁস হল। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের (Reuters) এক্স হ্যান্ডেল (X handle) ব্লক করে দেওয়া হয় ভারতে। ভারত সরকারের পক্ষ থেকে সটান সেই দোষ চাপিয়ে দেওয়া হয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এর ঘাড়ে। যাবতীয় ঘটনা সেখানেই ধামাচাপা পড়ে যাচ্ছিল, যদি না এক্স-এর পক্ষ থেকে মুখ খোলা হত। সংস্থার পক্ষ থেকে মঙ্গলবার স্পষ্ট জানিয়ে দেওয়া হয় ভারতের তরফ থেকেই ৩ জুলাই রয়টার্সের অ্যাকাউন্ট ব্লকের (account block) নির্দেশ দেওয়া হয়। সেই মতো কাজ করেছিল এক্স। ফলে ফাঁস হয়ে গেল অন্যের ঘাড়ে নিজেদের কৃতকর্মের ভার চাপিয়ে দেওয়ার মোদি সরকারের মিথ্যাচার।

রবিবার আচমকাই দুপুরে ভারত থেকে রয়টার্সের এক্স হ্যান্ডেল ব্যবহার করা বন্ধ হয়ে যায়। এক্স থেকে ব্লক করে দেওয়া হলে যে ধরনের বিজ্ঞপ্তি দেখা যায়, এক্ষেত্রেও তাই দেখা যাচ্ছিল। বিভিন্ন মহল থেকে প্রতিবাদ করা হলে ভারতের তরফ থেকে সাফাই দেওয়া হয় ভারত কোনওভাবে রয়টার্সের (Reuters) হ্যান্ডেল ব্লক করতে বলেনি। এক্স-এর পক্ষ থেকে ভুল বশত এই কাজ করা হয়েছে। ভারত সরকার না কি ক্রমাগত এই ভুল সংশোধনের জন্য এক্স-এর সঙ্গে যোগাযোগ রেখে কাজ করে যাচ্ছে, জানানো হয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের (MIB) তরফে।

এরই পাল্টা মঙ্গলবার নিজেদের পক্ষে দাবি পেশ করে এক্স কর্তৃপক্ষ। তারা স্পষ্ট ঘোষণা করে ৩ জুলাই ২০২৫ ভারত সরকার ২,৩৫৫ এক্স অ্যাকাউন্ট ভারতে ব্লক করার নির্দেশ দেয়। এর মধ্যেই ছিল রয়টার্স ও রয়টার্স ওয়ার্ল্ড অ্য়াকাউন্ট দুটিও। অপরাধমূলক কাজের জন্য ব্লক করার নির্দেশ দেওয়া হয়। এমনকি এক্স-এর (X) পক্ষ থেকে এমন মারাত্মক দাবিও করা হয়, যে এক ঘণ্টার মধ্যে কোনও কারণ, যুক্তি না দেখিয়েই এই অ্যাকাউন্ট গুলি ব্লক (account block) করার নির্দেশ দেয় ভারত সরকার। এবং বলা হয় যতক্ষণ না ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে ততক্ষণ যেন অ্যাকাউন্টগুলি ব্লক থাকে।

আরও পড়ুন: প্যাকেজে সন্তান ধারণ! তান্ত্রিকের ‘বিধানে’ প্রাণ গেল উত্তরপ্রদেশের গৃহবধূর

এক্স-এর পক্ষ থেকে ভারতের বিরুদ্ধে এই ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। জানানো হয়, ভারতে চাপে পড়ে রয়টার্সের (Reuters) অ্যাকাউন্টের ব্লক খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। ভারতে সংবাদ মাধ্যমের উপর সরকারের দমননীতির বিরুদ্ধে সব রকম আইনি ব্যবস্থা নেবে এক্স (X), জানানো হয় তাদের সোশ্যাল মিডিয়া হ্য়ান্ডেলে। সেই সঙ্গে যারা এই ধরনের ব্লকের কারণে ভুক্তোভোগী তাদেরও আইনি পথে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।

Related articles

নাগরিকত্ব দেওয়ার নামে ব্যবসা বিজেপির! জমিদারদের মুখোশ খুলে দেওয়ার ডাক তৃণমূলের

বাংলায় সিএএ হতে দেবেন না। সদর্পে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ সিএএ-র হাত ধরেই আসবে এনআরসি (NRC),...

বাতিল হয়েছে ঐতিহ্যশালী ক্লাবের সদস্যপদ! জেমাইমার পরিবারের অজানা কাহিনী

রবিবার মুম্বইতে মহারন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কাপ জয়ে ভারতীয় ব্যাটিংয়ের বিরাট ভরসার নাম  জেমাইমা রদ্রিগেজ(Jemimah Rodrigues)। সেমিফাইনালে তাঁর...

বাংলাদেশে পাঠানো সোনালি একজন ভারতীয়: এবার প্রমাণ করল নির্বাচন কমিশনের নথি

বাংলাদেশী বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া সোনালি খাতুন আদতে ভারতেরই নাগরিক। এবার সেটা প্রমাণ করল খোদ নির্বাচন কমিশনের ভোটার...

বিশ্বকাপ জিতলেই বিরাট অঙ্কের পুরস্কার, রোহিতদের সমান টাকা পাবেন স্মৃতিরাও!

রবিবার মহিলাদের একদিনের বিশ্বকাপের(ICC Women's World Cup) মেগা ফাইনাল। কাপ জয়ের লক্ষ্যে নামছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। চ্যাম্পিয়ন...
Exit mobile version