Tuesday, November 4, 2025

প্রতিবেশীদের কটাক্ষের কারণে হরিয়ানার টেনিস খেলোয়াড় মেয়েকে খুন! আজব দাবি ধৃতের

Date:

মেয়ে রাজ্যের মধ্যে টেনিস প্লেয়ার (Tennis Player) হিসেবে নিজের নাম উজ্জ্বল করেছে। শুধু তাই নয়, হরিয়ানায় শিশুদের জন্য একটি প্রশিক্ষণ অ্যাকাডেমি খোলার স্বপ্নও দেখেছিল সে। কিন্তু মেয়ের কাজকে সমর্থন করতে পারেননি বাবা। সঙ্গে আবার প্রতিবেশীদের কটাক্ষ ইন্ধন জুগিয়ে ছিল। এই কারণে বৃহস্পতিবার নিজের বাড়িতেই খুন হতে হল হরিয়ানার (Haryana) রাজ্যস্তরের ২৫ বছর বয়সি টেনিস খেলোয়াড় রাধিকা যাদবকে (Radhika Yadav)। খুনের অভিযোগে গ্রেফতার তাঁর বাবা দীপক। পুলিশের জেরায় তাঁর আজব দাবি, “মেয়ের পয়সায় খাচ্ছিস” বলে প্রতিবেশীদের খোঁচা শুনতে হচ্ছিল বলে রাধিকাকে মারতে একটুও হাত কাঁপেনি তাঁর।

গুরগাঁওয়ের ৫৭ নম্বর সেক্টরের সুশান্তলোক এলাকায় দোতলা বাড়িতে বাবার সঙ্গেই থাকতেন রাধিকা। নীচে থাকেন কাকা কুলদীপ যাদব। তিনিই FIR করেন। নিজের জবানবন্দি মৃতার কাকা পুলিশকে জানিয়েছেন, সকাল সাড়ে ১০টা নাগাদ হঠাৎই বিকট শব্দ শোনেন। প্রথমে ভেবেছিলেন, দোতলায় কোনও বিস্ফোরণ হয়েছে। প্রেসার কুকার ফেটেছে বলে মনে হয়েছিল। উপরে উঠে দেখেন রাধিকা খুন হয়েছেন! পুলিশকে কুলদীপ জানিয়েছেন, ঘটনার সময় দোতলায় ছিলেন তাঁর দাদা, ভাইঝি এবং বৌদি মঞ্জু যাদব। কুলদীপের কথায়, ‘‘আমার দাদার কাছে একটি লাইসেন্সপ্রাপ্ত রিভলবার ছিল। ঘটনাস্থলে সেটা পড়েছিল। তা থেকেই বুঝতে পারি দাদা খুন করেছে। ” অভিযুক্ত দীপক জানান, পরিকল্পনামতো নিজের এলাকাতে একটি প্রশিক্ষণকেন্দ্র চালু করেন রাধিকা।তিনি চেয়েছিলেন এই অ্যাকাডেমি বন্ধ করে দিন রাধিকা, যা নিয়ে দু’জনের মধ্যে প্রায়ই কথা কাটাকাটি হত। কিন্তু বাবার প্রস্তাবে রাজি ছিলেন না হরিয়ানার টেনিস প্লেয়ার। সেই নিয়ে বচসার জেরেই মেয়েকে গুলি করে খুন করেন বলে পুলিশকে জানিয়েছেন ধৃত বাবা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version