Saturday, January 10, 2026

আজবকাণ্ড গুজরাটে, মোদি-রাজ্যে জন্মেও বাংলাদেশে পুশব্যাক!

Date:

Share post:

আজবকাণ্ড! মোদি-রাজ্যে জন্মেও রক্ষে নেই! অপরাধ তিনি বাংলাভাষী। তাই বাংলাবিরোধী বিজেপি হাসান শাহকে পাঠিয়ে দিল সটান বাংলাদেশে (Bangladesh)। বিজেপি-রাজ্যের প্রশাসনের কথায় বাংলাদেশের চরে তাঁকে ছেড়ে দিয়ে আসে অমিত শাহের (Amit Shah) BSF।

হাসানের জন্ম মোদি-শাহের রাজ্যে। সেখানেই কর্ম ও নিবাস। কিন্তু তারপরও হাসান বাংলার আদি বাসিন্দা হওয়ায় বিজেপির রোষানলে পড়তে হয়। মে মাসে ৭৮ জনকে নৌকায় চাপিয়ে সাতক্ষীরার বঙ্গোপসাগর লাগোয়া মান্দারবাড়িয়া চরে ছেড়ে এসেছিল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। সেই দলে ছিলেন হাসান-সহ তিন ভারতীয় নাগরিক। একজন ভারতীয় নাগরিককে কী করে বাংলাদেশে পুশব্যাক করল BSF এবং উপকূলরক্ষী বাহিনী, তা নিয়ে উঠছে প্রশ্ন। বাংলাদেশ সেই সময়ই জানায় ওই দলে তিনজন জন্মসূত্রে ভারতীয় নাগরিক রয়েছেন। তারপরও সে কথা কানে তোলেনি গুজরাট (Gujrat) সরকার।

সুরাটে একটি বস্তিতে স্ত্রী ও চার সন্তানকে নিয়ে থাকতেন হাসান। গুজরাট (Gujrat) পুলিশ হঠাৎ তাঁর বাড়িতে হানা দিয়ে হাত-পা বেঁধে তুলে নিয়ে যায়। কেড়ে নেওয়া হয় ভারতীয় নাগরিকত্বের যাবতীয় নথিপত্র! তারপর কয়েকদিন আটকে রেখে উপকূলরক্ষী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। ‘লাইফ জ্যাকেট’ পরিয়ে রাইফেল উঁচিয়ে নির্দেশ দেওয়া হয়, সমুদ্রে ঝাঁপ মেরে সাঁতরে চরে যেতে। হাসান বলেন, বাংলাদেশের উপকূলরক্ষীরা তাঁদের উদ্ধার করে। বিচারকের নির্দেশে বিচারবিভাগীয় হেফাজতে কাটান তাঁরা। হাসান জানান, তাঁর কাছে ভারতীয় সচিত্র পরিচয়পত্র, আধার এবং বিবাহের শংসাপত্র রয়েছে। গুজরাত পুলিশ বাংলায় কথা বললেই তাঁদের বাংলাদেশি বলে দেগে দিচ্ছে। এরপর বাংলার সরকার আওয়াজ তোলায় ভারতীয় নাগরিকরা ফিরতে পারছেন স্বদেশে।
আরও খবরকংগ্রেস নেতৃত্বের ইতিহাস: সিলেবাস বদলের দাবি রাজস্থানের শিক্ষামন্ত্রীর

পহেলগাম হামলার পর থেকেই বিজেপি রাজ্যগুলিতে বাঙালি খেদাও অভিযান শুরু হয়েছে। বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে চিহ্নিত করা হচ্ছে। রাজ্যে রাজ্যে চলছে নিপীড়ন, বর্বর আক্রমণ।

 

spot_img

Related articles

হিমাচলে বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, রাজস্থানের জয়পুরে অডির ধাক্কায় আহত একাধিক!

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিরমৌর জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। শুক্রবার দুপুরে সিমলা থেকে রাজগড় হয়ে...

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...