রাজ্যকে আগাম না জানিয়েই ফের দামোদর নদীতে জল ছাড়ল ডিভিসি। নবান্ন সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় ডিভিসি ছেড়েছে প্রায় ৫৫ হাজার কিউসেক জল। গত দু’দিনে এই পরিমাণ দাঁড়িয়েছে মোট ৮০ হাজার কিউসেকে। এর ফলে রাজ্যের একাধিক জেলার নিচু এলাকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পাশাপাশি হুগলি ও হাওড়া জেলায় দামোদর নদীর নিম্ন অববাহিকা সংস্কারের কাজেও বাধা সৃষ্টি হচ্ছে।
সেচ দফতরের অভিযোগ, বারবার অনুরোধ সত্ত্বেও জল ছাড়ার আগে রাজ্যকে কোনওরকম তথ্য জানাচ্ছে না ডিভিসি। এই নিয়ে ফের ডিভিসিকে চিঠি পাঠিয়েছে সেচ দফতর। চিঠিতে জানানো হয়েছে, এমন আচরণে রাজ্য প্রশাসন আগাম সতর্কতা গ্রহণ করতে পারছে না, ফলে সাধারণ মানুষ ক্ষতির মুখে পড়ছেন।
চিঠিতে স্পষ্ট জানানো হয়েছে, ভবিষ্যতে জল ছাড়ার আগে রাজ্যকে আগাম জানাতে হবে, যাতে নিচু এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে আনা যায় এবং সম্পত্তির ক্ষয়ক্ষতি এড়ানো যায়।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিপূর্বে একাধিকবার মন্তব্য করেছেন, ডিভিসির জল ছাড়ার কারণেই রাজ্যে বারবার ম্যান-মেড বন্যা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এবছর যাতে সেই ঘটনার পুনরাবৃত্তি না হয়, সে জন্য ডিভিসিকে আগেভাগেই সতর্ক করল রাজ্যের সেচ দফতর।
আরও পড়ুন – রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা, প্রকাশিত হল প্রভিডেন্ট ফান্ড-এ সুদের হার
_
_
_
_
_
_
_
_
_
_