Saturday, August 23, 2025

বাঙালিদের বাংলাদেশি তকমা: প্রতিবাদে পথে নামছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Date:

পরিকল্পিতভাবে বাঙালিদের উপরই আক্রোশ বিজেপির প্রতিটি প্রশাসনের। বিজেপি শাসিত রাজ্য মানেই বেছে বেছে বাংলাভাষীদের উপর একেক রকম অত্যাচার। বাংলার শাসকদলের পক্ষ থেকে বিভিন্ন ভাবে প্রতিবাদে সরব হয়েছেন নেতানেত্রীরা। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজেও সরব হয়েছেন। এরপরেও বিজেপির নির্লজ্জ প্রশাসন ও তার শীর্ষ নেতারা সদর্পে বলছেন বাঙালিদের (Bengali) তাঁরা থাকতে দেবেন না। তাই পথে নেমে প্রতিবাদই একমাত্র পথ। সেই প্রতিবাদ জোরালো করতেই প্রতিবাদ মিছিলে হাঁটবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। ১৬ জুলাই কলকাতাসহ (Kolkata) রাজ্যের সব জেলায় মিছিল করবেন তৃণমূল নেতা কর্মীরা।

প্রতিবেশী ওড়িশা, সুদূর মহারাষ্ট্র, রাজস্থান থেকে রাজধানী দিল্লিতে অত্যাচারিত বাংলাভাষী মানুষ। আদালতে মুখ পুড়েছে বিজেপি শাসিত রাজ্যগুলির। তারপরেও বাংলার প্রতি বিজেপি রাজ্যগুলির বিদ্বেষ মিটছে না। এবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma) নেমেছেন মাঠে। অসম থেকে বাংলাভাষী মানুষদের তাড়িয়ে দেওয়ার প্রস্তুতি হিসাবে মাতৃভাষার জায়গায় বাংলা লেখা প্রতিটি নাগরিককে বিদেশী ঘোষণা করার কথা প্রকাশ্যে বলেছেন। সবথেকে আশ্চর্যের বিষয়, বাঙালিদের অপমান, অসম্মান ও অত্যাচারের নিন্দা, প্রতিবাদ হলেও কোথাও বিজেপি পক্ষ থেকে তার জন্য এতটুকু অনুশোচনা প্রকাশ করা হয়নি। এমনকি রাজ্যের বিজেপি নেতা থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা পর্যন্ত বাঙালিদের এই অপমান, অত্যাচারের প্রতিবাদে একটি বাক্য প্রয়োগ করেননি।

আরও পড়ুন: দিল্লিতে অনিশ্চিত বাঙালিদের জীবন: কথা বললেন তৃণমূল সাংসদরা

এহেন বাঙালি বিরোধী বিজেপির বিরুদ্ধে সরব হওয়ার প্রয়োজনীয়তা কতটা, তা বুঝিয়ে দিতে ১৬ জুলাই মিছিল করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। কলেজ স্ট্রিট থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করবেন তিনি কলকাতায়। আবার ওই দিন গোটা রাজ্যে মিছিলে অংশ নেবেন তৃণমূল নেতা কর্মীরা। রাজ্যে তৃণমূলের প্রতিটি সাংগঠনিক জেলায় মিছিল করা হবে, জানালেন মহিলা তৃণমূল কংগ্রেস নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

Related articles

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...
Exit mobile version