এসএসসির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে শুনানি শেষ ডিভিশন বেঞ্চে, রায়দান স্থগিত

Date:

Share post:

স্কুল সার্ভিস কমিশনের (SSC) নতুন নিয়োগপ্রক্রিয়া নিয়ে মামলার শুনানি শেষ কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চে। বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসের বেঞ্চ সোমবার শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছে। এদিন রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত(Kishore Dutta) জানান, সুপ্রিম কোর্ট পুরনো নিয়োগ বাতিল করে নতুন প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছে, কিন্তু কোথাও বলেনি ২০১৬ সালের বিধিমতোই তা করতে হবে। তিনি বলেন, ‘শীর্ষ আদালত শূন্যপদ পূরণ করতে বলেছে। সেই নির্দেশ মেনেই নতুন বিধি তৈরি করে এসএসসি (SSC)নিয়োগ চালু করেছে। হাই কোর্ট এবং সুপ্রিম কোর্ট শুধু শূন্যপদ পূরণ করতে বলেছে।’ একইসঙ্গে তাঁর দাবি, ‘সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এসএসসি নতুন বিধি তৈরি করে নিয়োগ প্রক্রিয়া শুরু করছে। যদি মামলাকারীদের মনে হয় সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘন করা হয়েছে তারা সেখানে গিয়ে বলুন। যদি ভুল থাকে শীর্ষ আদালত তা বলে দেবে। ইতিমধ্যে এসএসসির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে শীর্ষ আদালতে। সেখানে প্রায় ১৮০টি রিভিউ পিটিশন করা হয়েছে।’

স্কুল সার্ভিস কমিশনের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়(Kalyan Banerjee) এদিন ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘কী ভাবে কমিশনের আইনকে চ্যালেঞ্জকে করা যায়? হাই কোর্টের ডিভিশন নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বলেছে। কিন্তু কোন বিধি মেনে হবে তা উল্লেখ করেনি। শুধু বলেছে ঘোষিত শূন্যপদে নিয়োগ করতে হবে। এটা ২০১৯ সালের নিয়োগ প্রক্রিয়াও হতে পারে। আবার নতুন নিয়োগ প্রক্রিয়াও হতে পারে। ফলে কোথাও বলে দেওয়া নেই ২০১৬ সালের বিধি মেনেই নিয়োগ করতে হবে।’ নতুন চাকরিপ্রার্থীদের হয়ে সাওয়াল করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরো বলেন, ‘গত ন’বছর ধরে নতুনেরা সুযোগ পাননি। আপনার যদি যোগ্যতা থাকে কেন মামলা করছেন? নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিন। উত্তীর্ণ হয়ে চাকরি করুন। আসল সমস্যা ১৫০০ ধরে ময়দানে বসে ছিলেন। এখন এটা চাই, ওটা চাই বলছেন।’

কল্যাণের আরও দাবি, ২০১৬ সালের বিধি মেনে বয়সে ছাড় দেওয়া সম্ভব ছিল না। সুপ্রিম কোর্টের নির্দেশ মান্যতা দিয়ে ওই বিধি সংশোধন করতে হত। বয়সে ছাড় দিয়ে হলে ২০১৬ সালের বিধি সংশোধন অথবা নতুন বিধি তৈরির প্রয়োজনীয়তা ছিল। আবার আদালত যদি নতুন বিধি খারিজ করে দেয় তবে ২০১৬ সালের বিধিতে আদালত হস্তক্ষেপ করতে পারে না।

অন্যদিকে, মামলাকারীদের পক্ষে অনিন্দ্য মিত্র ও বিকাশরঞ্জন ভট্টাচার্যের অভিযোগ, এসএসসি ইচ্ছাকৃতভাবে সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘন করছে। তাঁদের মতে, আগের দুর্নীতিগ্রস্ত নিয়োগ বাতিল হলেও, প্যানেল বাতিল হয়নি। তাই নতুন করে যোগ্যতামানে বদল করা অবৈধ।

অপরদিকে রাজ্যের এডভোকেট জেনারেল কিশোর দত্ত দাবি করেন, এসএসসি-র সিদ্ধান্তে যদি কেউ অসন্তুষ্ট হন, তাহলে তাঁরা সরাসরি সুপ্রিম কোর্টে যেতে পারেন। ইতিমধ্যেই আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে শীর্ষ আদালতে। যোগ্যতামানে পরিবর্তন বা অভিজ্ঞতাকে প্রাধান্য দেওয়া সম্পূর্ণ এসএসসি-র এখতিয়ারে পড়ে। কমপক্ষের বক্তব্য শোনার পর সোমবার রায়দান স্থগিত রেখেছে ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুন – বিবাহ বহির্ভূত সম্পর্কের টানাপোড়েনেই খুন তৃণমূল নেতা! প্রাথমিক তদন্তে দাবি পুলিশের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

কারখানার শৌচালয়ে রক্তাক্ত দেহ, চাঞ্চল্য নরেন্দ্রপুরে

শৌচালয়ে উদ্ধার রক্তাক্ত দেহ! দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে (narendrapur at south 24 parganas) এক পানীয় প্রস্তুতকারক সংস্থার কারখানার...

এক নজরে আজ সোনা রুপোর দাম

দীপাবলি উৎসব (Diwali celebration) শেষে বাংলায় এখন ছট পুজো -জগদ্ধাত্রী আরাধনার প্রস্তুতি। উৎসবের আমেজ শেষ হতে না হতেই...

শক্তি বাড়ালো আন্দামান সাগরের ঘূর্ণাবর্ত, আবহাওয়ার বড় ভোলবদলের পূর্বাভাস! 

অক্টোবরের শেষ সপ্তাহে রোদ ঝলমলে দক্ষিণবঙ্গের দেখা মিললেও উইকেন্ডে পাহাড়ে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather...

মহিলা চিকিৎসককে হেনস্থার প্রতিবাদ, সকাল থেকে উলুবেড়িয়া হাসপাতালে ডাক্তারদের পেনডাউন!

উলুবেড়িয়া হাসপাতালে (uluberia hospital) মহিলা চিকিৎসককে মারধর ও ধর্ষণের হুমকি দেওয়ার প্রতিবাদে নিরাপত্তা সংক্রান্ত একগুচ্ছ দাবি নিয়ে শুক্রবার...