Thursday, August 21, 2025

এবার কি জগন্নাথ ধাম কপিরাইট! পুরীর গজপতি মহারাজের পাল্টা ইসকন

Date:

Share post:

দিঘায় (Digha) জগন্নাথ ধাম(jagannath dham)। শাস্ত্র মতে, বিষ্ণুর কোনও মন্দিরকেই ধাম বলা যায়। এই ‘জগন্নাথ ধাম’ নিয়ে সুর চড়াচ্ছেন পুরীর রাজা গজপতি মহারাজ দিব্যসিংহ দেব। তার জবাবও দিয়েছে ইসকন(Iskon) কলকাতার ভাইস প্রেসিডেন্ট তথা দিঘা জগন্নাথ মন্দিরের ট্রাস্টি বোর্ডের সদস্য রাধারমণ দাস। রবিবার এক সংবাদসংস্থাকে পুরীর গজপতি মহারাজ জানিয়েছেন, জগন্নাথ ধাম তকমা এবং পুরীর জগন্নাথ-সংস্কৃতি এবং ঐতিহ্য রক্ষার স্বার্থে তাঁরা কপিরাইট পাওয়ার চেষ্টা করছেন। এর পাল্টা দিয়ে রাধারমণ দাস বলেছেন, রাজা গজপতি আইনত সঠিন নন। ভারতে বহু সম্প্রদায় রয়েছে। আদালত বলতে পারে না কীভাবে কী পুজো হবে। আমার মনে হয় এইরকমভাবে কপিরাইট দেওয়া সম্ভব নয়। আমি বুঝতে পারছি না কী করতে চাইছেন। কিন্তু ভারতে  জগন্নাথ ধামে কপিরাইট সম্ভব নয়। পুরীর মহারাজ শঙ্করাচার্যকে অনুসরণ করেন আমরা গৌড়ীয় বৈষ্ণব, চৈতন্য মহাপ্রভুকে অনুসরণ করি। ধাম নিয়ে এত সমস্যা যখন তাহলে পুরীর গজপতির বাড়ির নাম শান্তি ধাম কীভাবে? প্রশ্ন তুলেছেন রাধারমণ দাস।

 

এবছর সূর্যাস্তের পর পুরীতে রথের চাকা গড়ানোর ঘটনা নিয়েও গজপতি দিব্যসিংহ দেব ইসকনের(iskon) দিকেই আঙুল তুলেছেন। এ নিয়ে রাধারমণ দাস(radharaman das) জানিয়েছেন, ওদের নিয়ম অনুযায়ী সূর্যাস্তের পর রথ চলে না। কিন্তু ওদের নিয়ম ওরাই ভেঙেছে। সূর্যাস্তের পর রথ যেখানে থাক ওখানেই থেমে যায়। কিন্তু এবার রাত ৮টার সময় ওঁরা বলরামের রথ টেনেছে, প্রথম ভুল। তারপর সুভদ্রার রথ টেনেছে এটা দ্বিতীয় ভুল। আর তৃতীয় ভুল, রথের দিন জগন্নাথের রথ একটুও গড়ায়নি। পরের দিন জগন্নাথের রথ টানা হয়েছে। পুরীর গজপতি একটা আঙুল ইসকনের দিকে তুলেছিলেন এদিকে বাকি তিনটে আঙুল ওঁদের দিকেই ছিল। তোমাদের নিয়ম তোমারাই অনুসরণ করলে না।

 

 

জগন্নাথ ধাম নিয়ে যদি ওড়িশা রাজ্য আদালতে যায় তা নিয়ে তো আমাদের আর কিছু বলার থাকবেই না। ১০০ শতাংশ জানি যে আদালত এটা বলবে না যে, শঙ্করাচার্যের যা নিয়ম আছে এটাই সমস্ত মন্দিরগুলিকে মেনে চলতে হবে।

এবার কি জগন্নাথ ধাম কপিরাইট! পুরীর গজপতি মহারাজের পাল্টা ইসকন

দিঘায় জগন্নাথ ধাম। শাস্ত্র মতে, বিষ্ণুর কোনও মন্দিরকেই ধাম বলা যায়। এই ‘জগন্নাথ ধাম’ নিয়ে সুর চড়াচ্ছেন পুরীর রাজা গজপতি মহারাজ দিব্যসিংহ দেব। তার জবাবও দিয়েছে ইসকন কলকাতার ভাইস প্রেসিডেন্ট তথা দিঘা জগন্নাথ মন্দিরের ট্রাস্টি বোর্ডের সদস্য রাধারমণ দাস। রবিবার এক সংবাদসংস্থাকে পুরীর গজপতি মহারাজ জানিয়েছেন, জগন্নাথ ধাম তকমা এবং পুরীর জগন্নাথ-সংস্কৃতি এবং ঐতিহ্য রক্ষার স্বার্থে তাঁরা কপিরাইট পাওয়ার চেষ্টা করছেন। এর পাল্টা দিয়ে রাধারমণ দাস বলেছেন, রাজা গজপতি আইনত সঠিন নন। ভারতে বহু সম্প্রদায় রয়েছে। আদালত বলতে পারে না কীভাবে কী পুজো হবে। আমার মনে হয় এইরকমভাবে কপিরাইট দেওয়া সম্ভব নয়। আমি বুঝতে পারছি না কী করতে চাইছেন। কিন্তু ভারতে জগন্নাথ ধামে কপিরাইট সম্ভব নয়। পুরীর মহারাজ শঙ্করাচার্যকে অনুসরণ করেন আমরা গৌড়ীয় বৈষ্ণব, চৈতন্য মহাপ্রভুকে অনুসরণ করি। ধাম নিয়ে এত সমস্যা যখন তাহলে পুরীর গজপতির বাড়ির নাম শান্তি ধাম কীভাবে? প্রশ্ন তুলেছেন রাধারমণ দাস।

এবছর সূর্যাস্তের পর পুরীতে রথের চাকা গড়ানোর ঘটনা নিয়েও গজপতি দিব্যসিংহ দেব ইসকনের দিকেই আঙুল তুলেছেন। এ নিয়ে রাধারমণ দাস জানিয়েছেন, ওদের নিয়ম অনুযায়ী সূর্যাস্তের পর রথ চলে না। কিন্তু ওদের নিয়ম ওরাই ভেঙেছে। সূর্যাস্তের পর রথ যেখানে থাক ওখানেই থেমে যায়। কিন্তু এবার রাত ৮টার সময় ওঁরা বলরামের রথ টেনেছে, প্রথম ভুল। তারপর সুভদ্রার রথ টেনেছে এটা দ্বিতীয় ভুল। আর তৃতীয় ভুল, রথের দিন জগন্নাথের রথ একটুও গড়ায়নি। পরের দিন জগন্নাথের রথ টানা হয়েছে। পুরীর গজপতি একটা আঙুল ইসকনের দিকে তুলেছিলেন এদিকে বাকি তিনটে আঙুল ওঁদের দিকেই ছিল। তোমাদের নিয়ম তোমারাই অনুসরণ করলে না।

জগন্নাথ ধাম নিয়ে যদি ওড়িশা রাজ্য আদালতে যায় তা নিয়ে তো আমাদের আর কিছু বলার থাকবেই না। ১০০ শতাংশ জানি যে আদালত এটা বলবে না যে, শঙ্করাচার্যের যা নিয়ম আছে এটাই সমস্ত মন্দিরগুলিকে মেনে চলতে হবে।

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...