Sunday, November 16, 2025

বিজেপি সরকারের বাংলা-বাঙালি বিদ্বেষের প্রতিবাদে আজ রাজপথে মমতা- অভিষেক

Date:

Share post:

কোথাও বিজেপি (BJP States) শাসিত রাজ্যে বাঙালিদের চূড়ান্ত হেনস্থার অভিযোগ, আবার কোথাও জোর করে এনআরসি চালু করার অপচেষ্টা। পদ্মরাজ্যগুলিতে বাংলা বললেই অত্যাচারিত হতে হচ্ছে বঙ্গভাষীদের। এবার ডবল ইঞ্জিনের সরকারের বিরুদ্ধে পথে নেমে প্রতিবাদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বুধবার, মহানগরীর রাজপথে মেগা মিছিল করবেন তৃণমূল সুপ্রিমো। পা মেলাবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)। বেলা ১ টায় কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে মিছিল শেষ হবে ডোরিনা ক্রসিংয়ে।

বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষায় কথা বললেই, বাঙালি হলেই ‘বাংলাদেশি’ তকমা দিয়ে হেনস্থা করা হচ্ছে। তারই প্রতিবাদে আজ পথে নামছে তৃণমূল কংগ্রেস (TMC)। একুশে জুলাইয়ের তৃণমূলের এই বিজেপি বিরোধী হাইভোল্টেজ কর্মসূচিতে রেকর্ড সমাবেশ হবে বলে মনে করছেন কর্মী সমর্থকেরা। একদিকে যেমন শহরের বুকে দুপুরে কলেজ স্ট্রিট থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল হবে, অন্যদিকে রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় তৃণমূল কংগ্রেসের তরফে ২টো থেকে ৪টে পর্যন্ত চলবে প্রতিবাদ কর্মসূচি। গেরুয়া শাসিত ওড়িশা, দিল্লি থেকে শুরু করে একাধিক রাজ্যে লাগাতার বাঙালিদের হেনস্থার অভিযোগ উঠছে। বাংলা বললেই অত্যাচারিত হতে হচ্ছে। দিল্লির জয় হিন্দ কলোনির বাঙালিদের বিদ্যুৎ ও জলের সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। এই নিয়ে এক্স হ্যান্ডেলে ক্ষোভ উগরে দেন মমতা। লেখেন, “নয়াদিল্লির বসন্তকুঞ্জের জয় হিন্দ কলোনি থেকে উঠে আসা একের পর এক ভয়ঙ্কর হেনস্তার ঘটনার খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত ও বিচলিত।“ এবার বাঙালি হেনস্থার প্রতিবাদে পথে নামছেন তিনি। সঙ্গে থাকবেন অভিষেকও। মহানগরীর এই মিছিলে হাওড়া, ভাঙড়, দমদম ও সল্টলেকের তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকরা সামিল হবেন বলে জানা গেছে।

 

spot_img

Related articles

পিচ বিতর্কে ইতি টানলেন গম্ভীর, হারের জন্য কোচের কাঠগড়ায় পন্থ-যশস্বীরাই

টেস্ট ক্রিকেটে ভারতের গম্ভীর সমস্যা অব্যাহত! ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩০ রানে পরাজিত ভারত। কলকাতায় আসার পর...

ভিনগ্রহীদের খোঁজে সৌরজগতের সীমান্তে পাঠানো ভয়েজারের আয়ু শেষ! এরপর…

মহাকাশের বুকে ভেসে বেড়াচ্ছে মানুষের পাঠানো মহাকাশ-দূত, দেখা মিলল কি 'তাদের'! এক, দুই, তিন, চার করতে করতে প্রায়...

রামমোহনকে অপমান! নজিরবিহীন পদক্ষেপ দাবি বিজেপির শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে

বাংলায় তথা ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে মনীষীদের পথিকৃৎ হিসাবে দেখা হয়, তার প্রথম সারিতে নাম থাকে বাংলার...

গিলকে নিয়ে মাঠের বাইরে সংঘাত, কেমন আছেন ভারত অধিনায়ক?

পছন্দের পিচ বানিয়েও ইডেনে বুমেরাং হয়েছে ভারতের। হারের হতাশার মধ্যেই একরাশ আতঙ্ক ভারতীয় শিবিরে। কারণ দলের অধিনায়ক শুভমান...