Saturday, November 15, 2025

লুধিয়ানায় বন্দি চাঁচলের ৬ শ্রমিক! পরিবারের পাশে প্রশাসন

Date:

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে চরম বিপাকে পড়েছেন মালদহের চাঁচলের ৬ জন বাংলাভাষী শ্রমিক। পাঞ্জাবের লুধিয়ানায় পশুহত্যার অভিযোগে গ্রেফতার করে তাঁদের রাখা হয়েছে লুধিয়ানা সেন্ট্রাল জেলে। পরিবারের দাবি, কোনও নির্দিষ্ট প্রমাণ ছাড়াই পুলিশ তাঁদের জেলে পাঠিয়েছে এবং সেখানে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন তাঁরা।

জেলে থাকা শ্রমিকরা হলেন—জাকির হোসেন, রাইহান আলম, কুরবান আলি, আজম আলি, মিনজার আলি ও মুক্তার আলম। পরিবার ও স্থানীয়দের দাবি, তাঁরা তিন সপ্তাহ আগে লুধিয়ানার একটি হোটেলে মাংস কাটার কাজে গিয়েছিলেন। সেই কাজের মধ্যেই স্থানীয় জনতার হাতে গণপ্রহারের শিকার হন। পরে পুলিশ এসে তাঁদের গ্রেফতার করে বলে অভিযোগ। এখন তাঁদের বিরুদ্ধে পশুহত্যার মামলা রুজু করা হয়েছে।

শ্রমিকদের পরিবারের অভিযোগ, লুধিয়ানার পুলিশ তাঁদের আটক রেখে শারীরিকভাবে নির্যাতন করছে। আইনি সহায়তা পেতে আইনজীবী নিয়োগ করা হলেও তাতে তেমন লাভ হয়নি। মাথাপিছু ১০ হাজার টাকা নিয়েও আইনজীবী তাঁদের পক্ষে যথাযথ লড়াই করেননি বলে অভিযোগ।

বুধবার মালদহ জেলা পরিষদের সহকারী সভাধিপতি রফিকুল হোসেন পৌঁছন বেলপুকুরে শ্রমিকদের পরিবারগুলির সঙ্গে দেখা করতে। তিনি জানান, বিষয়টি রাজ্যের পরিযায়ী শ্রমিক কল্যাণ কমিটির চেয়ারম্যান সামিরুল ইসলামকে জানানো হয়েছে। রাজ্য সরকার ও জেলা প্রশাসন ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছে শ্রমিকদের মুক্ত করে রাজ্যে ফিরিয়ে আনার জন্য।

পরিবারের সদস্যদের বক্তব্য, বাড়ির একমাত্র উপার্জনকারীরা জেলে থাকায় তাঁরা চরম আর্থিক সংকটে ভুগছেন। দিন চলে না, অভাব-অনটনে কষ্টের মধ্যে দিন কাটছে। তাঁদের একটাই আবেদন, রাজ্য সরকার যেন দ্রুত হস্তক্ষেপ করে তাঁদের স্বজনদের মুক্ত করে ফিরিয়ে আনে।

স্থানীয়দের একাংশের অভিযোগ, শুধুমাত্র বাংলাভাষী হওয়ার কারণেই শ্রমিকদের বিরুদ্ধে বিদ্বেষমূলক আচরণ করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে প্রশ্ন উঠছে—ভিনরাজ্যে কাজ করতে যাওয়া বাংলার শ্রমিকরা কতটা নিরাপদ?

আরও পড়ুন- হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত নেপালের প্রাক্তন নির্বাচন কমিশনার – সাংবাদিক ইলা শর্মা! শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

লালকেল্লার কাছে বিস্ফোরণ কাণ্ডে উত্তর দিনাজপুর থেকে গ্রেফতার মেডিক্যাল ছাত্র!

দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের (Delhi Blast near Red fort) ঘটনায় এবার উত্তর দিনাজপুরের (North Dinajpur) সূর্যাপুর বাজার...

শনির সকালে বড়বাজারে ভয়াবহ আগুন, এজরা স্ট্রিটে জ্বলছে একের পর এক বিল্ডিং! 

সকালের আলো ভালো করে ফোটার আগেই শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার এজরা স্ট্রিটের ইলেকট্রিক সামগ্রীর দোকানে বিধ্বংসী আগুন থেকে...

বাজেয়াপ্ত করা বিস্ফোরকেই বিস্ফোরণ! জম্মু ও কাশ্মীরের নওগাম থানায় আহত অন্তত ৮

দিল্লি বিস্ফোরণের প্রেক্ষিতে দিল্লি পুলিশের পাশাপাশি, হরিয়ানা পুলিশ ও জম্মু ও কাশ্মীর পুলিশ (Jammu and Kashmir police) লাগাতার...

জনজাতীয় গৌরব দিবস: বীরসা মুন্ডার জন্মদিনে শ্রদ্ধা ও আদিবাসী ঐতিহ্য উদযাপন

সি পি রাধাকৃষ্ণণ, ভারতের উপ-রাষ্ট্রপতি আজ আদিবাসী আন্দোলনের অন্যতম নেতা বীরসা মুন্ডার (Birsa Munda) জন্মদিবস। এই দিনটিকে জনজাতীয় গৌরব...
Exit mobile version