Saturday, August 23, 2025

ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে এতদিন শুধু জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) কথাই ভাবা হচ্ছিল। এবার সেই তালিকায় ঢুকে পড়লেন মহম্মদ সিরাজও (Mohammed Siraj)। চতুর্থ টেস্টে নামার আগে ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ সিরাজের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে কথা শোনা গেল ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন ডাসকাথের মুখে। তবে কী এবার মহম্মদ সিরাজের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়েও ভাবনা শুরু বোর্ডের। এমন গুঞ্জন শুরু হয়ে গিয়েছে।

সিরাজ (Mohammed Siraj) সবসময় যতটা চান সেভাবে হয়ত উইকেট পাননা ঠিকই, কিন্তু তাঁকে একজন সিংহের সঙ্গেই তুলনা করছেন ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন ডাসকাথে। তাঁর মতে সিরাজ বল হাতে নিলেই সকলের প্রত্যাশার পারদটাও চড়তে শুরু করেছে। সিরাজ সবসময়ই নিজের সেরাটা মাঠে দেন। তবে অনেক সময়ই সিরাজ সেই প্রতিদানটা পাননা কিন্তু সিরাজকে নিয়ে যে ভারতীয় শিবির বেশ আত্মবিশ্বাসী তা বলার অপেক্ষা রাখে না।

রায়ান টেন ডাসকাথে জানিয়েছেন, “আমরা কতটা ভাগ্যবান যে তাঁর মতো একজনকে দলে পাওয়া গিয়েছে। আমি জানি একজন পেসারের থেকে আমরা যা প্রত্যাশা করি সেটা সবসময় তাঁর থেকে পাওয়া যায় না, কিন্তু সিরাজের হৃদয়টা সিংহের মতো। তিনি যখনই বল হাতে নেন, আমরা সকলেই বুঝতে পারি যে কিছু একটা এবার হতে পারে”।

শেষ ম্যাচে বলের পাশাপাশি ব্যাটিংয়েও জাদেজাকে দক্ষতার সঙ্গে সঙ্গ দিচ্ছিলেন এই তারকা পেসার। কিন্তু শেষপর্যন্ত প্লেডঅন হয়েই সাজঘরে ফিরতে হয়েছিল সিরাজকে। চোখের জল লুকোতে পারেননি। কিন্তু সিরাজের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে এবার ভাবনা শুরু হয়ে গিয়েছে।

Related articles

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...
Exit mobile version