Friday, January 9, 2026

এশিয়া কাপ বয়কট বিসিসিআইয়ের! ঢাকায় বৈঠকে না বোর্ডের

Date:

Share post:

এশিয়া কাপ (Asia Cup) বয়কটের হুমকি বিসিসিআইয়ের (BCCI)! বাংলাদেশ থেকে বৈঠক না সরালে এবারের এশিয়া কাপ থেকে নাম তুলে নিতে পারে ভারতীয় দল (Indian Cricket Team)। আর তাতেই বেশ খানিকটা চাপে পড়ে গিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) সভাপতি পাকিস্তানের প্রতিনিধি মহসিন নাকভি। তাঁর বিরুদ্ধে এবার অভিযোগের আঙুল তুলেছেন বিসিসিআই (BCCI) কর্তারা। বিশেষ করে নাকভি নাকি তাদের ওপর বাড়তি চাপ তৈরির চেষ্টা করছে, এমনই একটা অভিযোগ তুলেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা।

এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি খুব একটা ভালো নেই। সেই কারণে ইতিমধ্যেই বাংলাদেশ সফর বাতিল করে দিয়েছে বিসিসিআই (BCCI)। এই বছরের থেকে সেই সিরিজ পিছিয়ে গিয়েছে প্রায় এক বছর। কিন্তু বিপত্তি অন্য জায়গাতেই। কারণ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) বৈঠক এবার জোর করে ঢাকাতেই করার চেষ্টা করছে তারা। আর সেখানেই জোরদার আপত্তি জানিয়েছে বিসিসিআই (BCCI)।

কারণ বাংলাদেশে এই মুহূর্তে যা খারাপ পরিস্থিতি এবং যেমন রাজনৈতিক ডামাডোল চলছে সেই কারণেই ঢাকায় বৈঠকে সায় নেই তাদের। কিন্তু নাকভি নাকি এই বিষয়ে বোর্ডের ওপর চাপ বাড়ানোরও চেষ্টা করছে। এরই প্রতিবাদে এবার এশিয়া কাপ থেকে নাম তুলে নেওয়ার হুমকি দিয়েছে বিসিসিআই। আর তাতেই শুরু হয়ে গিয়েছে জোর জল্পনা।

তবে কী এবার সত্যিই এশিয়া কাপ খেলবে না ভারতীয় দল। কারণ ভারত না খেললে যে এশিয়ান ক্রিকেট কাউন্সিল বিরাট ক্ষতির সামনে পড়বে তা বলার অপেক্ষা রাখে না। বিসিসিআই অবশ্য তাদের সিদ্ধান্তে অটল। আগামী ২৪ জুলাই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক ঢাকায় হওয়ার কথা রয়েছে। কিন্তু বোর্ড কর্তারা সেখানে যেতে একেবারেই নারাজ। শেষপর্যন্ত বিসিসিআইয়ের চাপের কাছে এসিসি মাথা নত করে কনা সেটাই দেখার।

spot_img

Related articles

৩ টেসলা এমআরআই! ফুলবাগানে ডায়াগনস্টিক পরিকাঠামোয় নয়া সংযোজন ‘বিজয়া’র

ফুলবাগানে অত্যাধুনিক ডায়াগনস্টিক কেন্দ্রের সূচনা করল বিজয়া ডায়াগনস্টিক সেন্টার। সংস্থার তরফে জানানো হয়েছে, এই নতুন কেন্দ্রের মাধ্যমে শহরের...

জ্যাভাথন থেকে সমাবর্তন! জানুয়ারি জুড়ে জেভিয়ার্সের ঠাসা কর্মসূচি

শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও সামাজিক দায়বদ্ধতাকে একসূত্রে বেঁধে জানুয়ারি মাসজুড়ে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচির ঘোষণা করল সেন্ট জেভিয়ার্স কলেজ...

গঙ্গাসাগর মেলা থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা মুখ্যমন্ত্রীর, লক্ষাধিক কৃষকের অ্যাকাউন্টে সহায়তা

গঙ্গাসাগর মেলার উদ্বোধনী অনুষ্ঠান থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি রাজ্যের এক...

স্টুডেন্টস উইকের শেষ দিনে বড় প্রাপ্তি! ট্যাবের টাকা পেল আরও ৮ লক্ষ ৫০ হাজার পড়ুয়া

স্টুডেন্টস উইকের সমাপ্তি দিনে রাজ্যের একাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। শুক্রবার সল্টলেকের ইস্টার্ন জোনাল...