Saturday, November 29, 2025

এশিয়া কাপ বয়কট বিসিসিআইয়ের! ঢাকায় বৈঠকে না বোর্ডের

Date:

Share post:

এশিয়া কাপ (Asia Cup) বয়কটের হুমকি বিসিসিআইয়ের (BCCI)! বাংলাদেশ থেকে বৈঠক না সরালে এবারের এশিয়া কাপ থেকে নাম তুলে নিতে পারে ভারতীয় দল (Indian Cricket Team)। আর তাতেই বেশ খানিকটা চাপে পড়ে গিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) সভাপতি পাকিস্তানের প্রতিনিধি মহসিন নাকভি। তাঁর বিরুদ্ধে এবার অভিযোগের আঙুল তুলেছেন বিসিসিআই (BCCI) কর্তারা। বিশেষ করে নাকভি নাকি তাদের ওপর বাড়তি চাপ তৈরির চেষ্টা করছে, এমনই একটা অভিযোগ তুলেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা।

এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি খুব একটা ভালো নেই। সেই কারণে ইতিমধ্যেই বাংলাদেশ সফর বাতিল করে দিয়েছে বিসিসিআই (BCCI)। এই বছরের থেকে সেই সিরিজ পিছিয়ে গিয়েছে প্রায় এক বছর। কিন্তু বিপত্তি অন্য জায়গাতেই। কারণ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) বৈঠক এবার জোর করে ঢাকাতেই করার চেষ্টা করছে তারা। আর সেখানেই জোরদার আপত্তি জানিয়েছে বিসিসিআই (BCCI)।

কারণ বাংলাদেশে এই মুহূর্তে যা খারাপ পরিস্থিতি এবং যেমন রাজনৈতিক ডামাডোল চলছে সেই কারণেই ঢাকায় বৈঠকে সায় নেই তাদের। কিন্তু নাকভি নাকি এই বিষয়ে বোর্ডের ওপর চাপ বাড়ানোরও চেষ্টা করছে। এরই প্রতিবাদে এবার এশিয়া কাপ থেকে নাম তুলে নেওয়ার হুমকি দিয়েছে বিসিসিআই। আর তাতেই শুরু হয়ে গিয়েছে জোর জল্পনা।

তবে কী এবার সত্যিই এশিয়া কাপ খেলবে না ভারতীয় দল। কারণ ভারত না খেললে যে এশিয়ান ক্রিকেট কাউন্সিল বিরাট ক্ষতির সামনে পড়বে তা বলার অপেক্ষা রাখে না। বিসিসিআই অবশ্য তাদের সিদ্ধান্তে অটল। আগামী ২৪ জুলাই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক ঢাকায় হওয়ার কথা রয়েছে। কিন্তু বোর্ড কর্তারা সেখানে যেতে একেবারেই নারাজ। শেষপর্যন্ত বিসিসিআইয়ের চাপের কাছে এসিসি মাথা নত করে কনা সেটাই দেখার।

spot_img

Related articles

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: নৈহাটিতে ভষ্মীভূত অন্তত সাতটি বাড়ি

ভয়াবহ আগুনে একের পরে এক বাড়িতে আগুন উত্তর চব্বিশ পরগণার নৈহাটিতে। প্রাথমিকভাবে স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার (gas cylinder)...

বহরমপুরে খুন তৃণমূল কর্মী: অভিযোগের তির কংগ্রেসের দিকে

রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব মুর্শিদাবাদের বহরমপুরে। ছুরির আঘাতে প্রাণ গেল তৃণমূল কর্মীর। কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসার জেরে তৃণমূল...

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

জয়িতা মৌলিক পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ...