Thursday, August 28, 2025

অবশেষে সমস্ত জল্পনার অবসান। চতুর্থ টেস্টে খেলবেন জসপ্রীত বুমরাহ। ম্যাচের দুদিন আগেই সমস্ত জল্পনার অবসান ঘটালেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। ম্যাঞ্চেস্টারে প্রস্তুতি শুরুর আগে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন মহম্মদ সিরাজ। সেখানেই জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) খেলার কথা চূড়ান্ত করে দিয়েছেন ভারতীয় দলের এই তারকা পেসার। অর্থাৎ এই ম্যাচে বুমরাহ এবং সিরাজের জুটি দেখা যাচ্ছে। তবে তাদের সঙ্গে তৃতীয় পেসার কে হবেন তা নিয়েই এখন জল্পনা।

ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য পাঁচ ম্যাচের এই সিরিজে মাত্র তিনটি ম্যাচ খেলার কথাই বলেছিলেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। প্রথম ম্যাচ খেলার পর, দ্বিতীয় ম্যাচে বিশ্রাম নিয়েছিলেন তিনি। তৃতীয় ম্যাচে বুমরাহ খেলেছিলেন।  এরপর থেকেই শুরু হয়েছিল সেই জল্পনা। বুমরাহ কি খেলবেন চতুর্থ টেস্টে। এই নিয়ে বেশ কয়েকদিন ধরেই নানান গুঞ্জন চলছিল।

শেষপর্যন্ত সেই কথাই জানিয়ে দিলেন মহম্মদ সিরাজ। এই টেস্টে জসপ্রীত বুমরাহ খেলবেন। সাফ বার্তা মহম্মদ সিরাজের। তিনি জানিয়েছেন, “জসপ্রীত বুমরাহ খেলবেন। আকাশদীপের অবশ্য খানিকটা চোটের সমস্যা রয়েছে। তবে সেই ব্যপারটা দেখছেন দলের ফিজিওরা। আকাশদীপ নেটে বোলিংও করেছেন এদিন”।

চলচি সিরিজে বল হাতে দুরন্ত ফর্মে রয়েছেন মহম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরাহ। শেষ ম্যাচেও ভালো বোলিং করেছিলেন এই জুটি। তবে সেই ম্যাচে সিরাজের শেষ মুহূর্তে আউট হওয়াটা ভারতকে একেবারে জয়ের সামনে এনেও ব্যর্থ করেছিল। আকাশদীপ একান্তই খেলতে না পারলে সেই জায়গায় কে খেলবেন সেটা নিয়েই এখন নানান গুঞ্জন চলছে।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version