ফেসবুক লাইভে ভিউজের নিরিখে স্পষ্ট বার্তা দিল বাংলা। প্রধানমন্ত্রীর দুর্গাপুরের জনসভার মুখ থুবড়ে পড়া পরিসংখ্যানের সামনে একুশে জুলাইয়ের শহিদ সমাবেশ যেন রাজ্যের জনসমর্থনের প্রতিচ্ছবি হয়ে উঠল। শুধু মাঠভর্তি লক্ষাধিক কর্মী-সমর্থকই নয়, টিভি এবং ডিজিটাল মাধ্যমে বাংলার মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

শুধুমাত্র ফেসবুক লাইভেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শুনতে ২৪ ঘণ্টার মধ্যে ভিউজ ছাড়িয়েছে ৮৪ লক্ষ। অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দুর্গাপুর সভার ফেসবুক লাইভ ভিডিওতে দেখা গেছে মাত্র ২৮ হাজারের কিছু বেশি ভিউজ। পরে বিজেপি ও মোদির অফিশিয়াল পেজ মিলিয়ে চারদিনে এই সংখ্যা কোনওরকমে পৌঁছেছে সাড়ে ২৮ লক্ষে।

এই বিস্তারত ফারাককে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তুমুল বিতর্ক। তৃণমূল কংগ্রেসের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য ফেসবুকে এক পোস্টে লেখেন, “বাংলার মানুষই ভোট-ভিখারি প্রধানমন্ত্রীর অওকাত বুঝিয়ে দিয়েছেন। বিজেপির হাজার হাজার কোটি টাকার বাজেট থাকা সত্ত্বেও আমরা বাংলার কর্মীদের নিবেদিত প্রচেষ্টায় এই সাড়া পেয়েছি।”

দেবাংশু আরও বলেন, “বিজেপির আইটি সেলে গোটা দেশের শক্তি কাজ করে, অথচ আমাদের স্বল্প সামর্থ্যেও আমরা মানুষের মন জয় করছি। একুশে জুলাইয়ের মতো রাজনৈতিক সভা যে এখনো জনসচেতনতার মাপকাঠি—তা আরও একবার প্রমাণ করল বাংলার মানুষ।”

_

_

_

_
_
_

_

_
_
_