Tuesday, November 4, 2025

এয়ার ইন্ডিয়া (AIR India) বিমান এআই-১৭১ দুর্ঘটনার পর নিহতদের পরিচয় শনাক্তে গাফিলতির অভিযোগ তুলল ব্রিটেনের (Britain) দুই পরিবার। ব্রিটেনের দুই পরিবার দাবি করেছে, তাঁদের আত্মীয়ের দেহ বলে যে কফিন পাঠানো হয়েছে, তাতে থাকা দেহাবশেষের সঙ্গে মৃতের ডিএনএ (DNA) মেলেনি। ফলে ‘ভুল দেহ’ পাঠানোর অভিযোগে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে বিমান দুর্ঘটনার তদন্ত ও পরিচয় শনাক্তকরণ প্রক্রিয়া ঘিরে প্রয়াত যাত্রীদের একাধিক অংশ মিশিয়ে দেওয়া হয়েছিল এক কফিনে ব্রিটেনের আদালতে এমনই দাবি করেছেন আইনজীবীরাডিএনএ পরীক্ষায় দেখা গিয়েছে, কফিনে থাকা দেহাংশ ওই পরিবারের সদস্যের নয়। শেষকৃত্যানুষ্ঠান বাতিল করতে বাধ্য হন এক পরিবার। তাঁদের আইনজীবী বলেন, এই ঘটনা শুধু দুঃখজনক নয়, ভয়ানক। পরিবারগুলি মানসিকভাবে বিপর্যস্ত। অভিযোগ, আত্মীয়দের দেহের সঙ্গে একাধিক ‘অজানা’ দেহাংশও পাঠানো হয়েছে

ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল (Randhir Jaiswal) জানিয়েছেন, সব প্রটোকল মেনে পরিচয় শনাক্ত করে মরদেহ কফিনবন্দি করে পাঠানো হয়েছিল। তবে এই বিষয়ে ব্রিটিশ কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ রেখে চলছি। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকেও জানানো হয়েছে, প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে, দুঃখজনক এই দুর্ঘটনায় যথাসম্ভব সহানুভূতির সঙ্গে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, গত ১২ জুন আহমেদাবাদ (Ahmedabad) থেকে দিল্লিগামী এআই-১৭১ বিমানটি অবতরণের সময় দুর্ঘটনায় পড়ে। বিমানে থাকা ১৭৩ জন যাত্রীর মধ্যে ১৫৯ জনের মৃত্যু হয়। এরপর শুরু হয় মরদেহ শনাক্ত ও দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া। তার মধ্যেই এই অভিযোগ সামনে এল। শুধু ভুল দেহ ফেরত পাঠানোই নয়, ক্ষতিপূরণ সংক্রান্ত অভিযোগও উঠেছে। ভুল দেহ ফেরতের অভিযোগ ঘিরে বিমানবন্দর, ফরেনসিক ও আন্তর্জাতিক সংযোগ সবদিকের প্রশাসনিক সমন্বয় নিয়ে প্রশ্ন উঠছে। তদন্তকারী সংস্থাগুলিও বিষয়টি নতুন করে খতিয়ে দেখছে বলে সূত্রের খবর। আরও পড়ুনঃ ৩ বছরে ৫৪৩ কোটি টাকার ক্ষতি: ক্যাগ রিপোর্টে রেলের গাফিলতি

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version