NRC আতঙ্ক বাড়ছে কোচবিহারে, এবার নোটিশ পেলেন মাথাভাঙার বাসিন্দা নিশিকান্ত!

Date:

Share post:

‘বাংলাদেশি’ সন্দেহে এবার কোচবিহারের মাথাভাঙার বাসিন্দা নিশিকান্ত দাসকে (Nishikanta Das) এনআরসি-র নোটিশ (NRC Notice) পাঠালো অসম সরকার। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য এলাকায়। ৭০ বছরের প্রবীণ জানাচ্ছেন, প্রায় তিরিশ বছর আগে জীবিকার খোঁজে গিয়েছিলেন অসমের গুয়াহাটিতে। সেখানে বাংলাদেশি সন্দেহে প্রথমে আটক করা হলেও পরে বৈধ নথি দেখে ছেড়ে দেয় পুলিশ। মাস ছয়েক সেখানে কাজ করার পর ফিরে আসেন বাংলায়। এত বছর পর কেন তাঁকে ফের কেন টার্গেট করা হচ্ছে তা নিয়ে রীতিমতো আতঙ্কে ভুগছেন নিশিকান্ত।

বাংলার কোচবিহারের দিনহাটার চৌধুরীহাটের বাসিন্দা উত্তমকুমার বজ্রবাসী ও ফালাকাটার অঞ্জলি শীল এমন নোটিশ আগেই পেয়েছেন। এবার সেই তালিকায় ৭০ বছর বয়সে নিশিকান্ত। প্রতিবেশীরা বলছেন বহু বছর ধরে প্রবীন এই ব্যক্তি মাথাভাঙায় থাকেন। এত বছরের বাসিন্দার সমস্ত নথি থাকা সত্ত্বেও এভাবে ‘বাংলাদেশি’ তকমা দেওয়া কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। নিশিকান্তকে পাঠানো নোটিশে লেখা রয়েছে, তাঁর বাবার নাম সহ পুরনো ভোটার তালিকা পেশ করতে হবে। আতঙ্কে রাতের ঘুম উড়েছে তাঁর। কেন্দ্র সরকার ইচ্ছাকৃতভাবে বাংলাকে টার্গেট করে ঘুরেপথে এনআরসি চালু করতেই যে এই ধরনের নোটিশ পাঠাতে শুরু করেছে সে কথা উল্লেখ করে উত্তমকুমার ব্রজবাসী ও অঞ্জলি শীলের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। নিশিকান্ত দাসের খবর সামনে আসতেই পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ইতিমধ্যেই রাজ্যবাসীকে আশ্বস্ত করেছেন, “বাংলার মানুষকে কেউ তাড়াতে পারবে না।”

 

spot_img

Related articles

ওয়াংচুকের মুক্তির দাবিতে সুপ্রিম দ্বারস্থ স্ত্রী গীতাঞ্জলী

লাদাখে বিক্ষোভের ঘটনায় ধৃত সোনম ওয়াংচুকের (Sonam Wangchuk) বিস্তারিত পর এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত গবেষক -...

পুজোর ভিড়ে উৎশৃঙ্খলা, পাঁচ দিনে কলকাতায় গ্রেফতার ৬ হাজারের বেশি!

দুর্গাপুজোর (Durga Puja) বাঁধন ছাড়া উচ্ছ্বাস আর উন্মাদনার ভিড়ে যাতে আইনশৃঙ্খলা কোনভাবেই নিয়ন্ত্রণের বাইরে না যায় সেদিকে সজাগ...

কলকাতার আকাশে দুর্যোগের মেঘ! একাদশীতে কমলা সর্তকতা তিলোত্তমায় 

পাঁচ দিনের আনন্দের পর সপরিবারে কৈলাসে পাড়ি দিয়েছেন উমা। শাস্ত্র মেনে দশমীতে দেবীর দর্পণ-ঘট বিসর্জন হলেও এখনও মৃন্ময়ী...

কলকাতার সঙ্গে জুড়ে গেল চিন: ঘোষণা হল প্রথম উড়ানের দিন

ভারত সরকার চিনের সঙ্গে নতুনভাবে যোগাযোগের বার্তা দিয়েছিল। ভারত ও চিনের মধ্যে সরাসরি উড়ানের প্রস্তাবও হয়েছিল। এবার কলকাতা...