Tuesday, August 12, 2025

শনির রোদেলা সকাল বেলা গড়াতেই মেঘ বৃষ্টি চেনা বর্ষার ছবি ফিরিয়ে দিয়েছে দক্ষিণবঙ্গেকে। হাওয়া অফিস (Weather Department) যতই বলুক নিম্নচাপ বাংলা থেকে সরে গেছে কিন্তু দুর্যোগ এখনই কাটার কোনও লক্ষণ নেই। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে গভীর নিম্নচাপ ঝাড়খণ্ড ও ওড়িশার উত্তর ভাগ হয়ে আজ সন্ধ্যায় ছত্তিশগড়ে ঢুকবে। তবে তাতেও বৃষ্টি থেকে রেহাই নেই দক্ষিণের ৫ জেলার।পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি ও কলকাতার বেশ কিছু অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পশ্চিমবঙ্গের উপকূলের নিম্নচাপ গত ছ’ঘণ্টায় ২৫ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে এগিয়েছে। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত উত্তর ও মধ্য বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূলে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি চলবে। কোথাও কোথাও অত্যন্ত ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। রবিবার পর্যন্ত এই দুর্যোগ চলার পর সোমবার খানিকটা বৃষ্টি বিরতি হলেও মঙ্গল থেকে ফের টানা বর্ষণের পূর্বাভাস রয়েছে।হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমানে হলুদ সতর্কতা এবং দুই ২৪ পরগনায় কমলা সর্তকতা জারি করেছে হাওয়া অফিস। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, মুর্শিদাবাদে বৃষ্টি বাড়বে। অর্থাৎ আগামী সপ্তাহ জুড়ে পুরোটাই প্রবল বর্ষণের কবলে পড়বে দক্ষিণবঙ্গ। ইতিমধ্যেই বেশ কিছু জেলার নদীতে জলস্তর বিপদসীমার কাছাকাছি বইছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস পাওয়ার পর সতর্ক প্রশাসন।

 

Related articles

সোনামুখীতে তৃণমূল বুথ সভাপতিকে গুলি করে খুন! এলাকায় চাঞ্চল্য 

বাঁকুড়ার সোনামুখী ব্লকের চকাই গ্রামে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন তৃণমূলের বুথ সভাপতি আয়ুব খান। রবিবার রাতে এই ঘটনায়...

পুলিশের উপর বিরোধীদের হামলা-কুকথা: মঙ্গলবার পথে নামছে পুলিশ পরিবার

আন্দোলনের নামে কলকাতা শহর-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা আর সেটার রুখতে গিয়ে বারবার আক্রমণের শিকার পুলিশ...

বারবার মিছিল-মিটিংয়ের অনুমতি চেয়ে মামলায় বিরক্ত বিচারপতি! শুভেন্দুর সভার অনুমতি দিল না হাইকোর্ট

পুলিশ কোনও সভা বা মিছিল করার অনুমতি না দিলেই বিশেষত রাজ্যের বিরোধী দলনেতা তথা শুভেন্দু অধিকারী হাইকোর্টের দ্বারস্থ...

‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এ মন্ত্রীদের উপস্থিতি বাধ্যতামূলক করলেন মুখ্যমন্ত্রী

রাজ্য সরকারের নতুন কর্মসূচি ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এ এবার এলাকার নির্বাচিত মন্ত্রীদের উপস্থিতি বাধ্যতামূলক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।...
Exit mobile version