Thursday, November 6, 2025

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের বিশ্রী পারফরম্যান্স। চতুর্থ টেস্টেও ধুঁকছে ভারতীয় দল। সেই পরিস্থিতিতেই এবার গৌতম গম্ভীরকে(Gautam Gambhir) একহাত নিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর (Sanjay Manjrekar)। বিশেষ করে ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় দল নির্বাচন নিয়েই প্রশ্ন তুলেছেন এই প্রাক্তন ক্রিকেটার। দলের পূর্ণ সময়ের ব্যাটারের অভাব যেমন রয়েছে, তেমনই সঞ্জয় মঞ্জরেকর (Sanjay Manjrekar) মনে করছেন যথাযথ বোলারও দলে নেই।

বিশেষ করেই ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে শার্দূল ঠাকুর ও নীতিশ রেড্ডিকে খেলানো নিয়েই কথাবার্তা শুরু হয়েছিল। সেই প্রসঙ্গেই যে গম্ভীরের (Gautam Gambhir) দল নির্বাচন নিয়ে মঞ্জরেকর প্রশ্ন তুলছেন তা বলার অপেক্ষা রাখে না। চতুর্থ টেস্টে সুযোগ পেলেও শার্দূল ঠাকুর সেই ব্যর্থই হয়েছেন।

এই প্রসঙ্গে সঞ্জয় মঞ্জরেকর জানিয়েছেন, “ব্যাটিংয়ে ভালো প্রদর্শন বাদে আর কী দেখতে পাচ্ছি আমরা। নির্বাচকদের ভুল নির্বাচনের ছবি যেন দেখা যাচ্ছে। প্রথম ম্যাচেই শার্দূল ঠাকুর কতটা দক্ষ সেই ব্যপারটা আমরা সকলে দেখতে পেয়েছিলাম। কিন্তু তা সত্ত্বেও তাঁকে এই টেস্টে ফের নেওয়া হয়েছে। সেইসঙ্গে এই ধারণাই বারবার দেখতে পাচ্ছি যে এমন বোলারকে নেওয়া হোক যে কিনা ব্যাটিংও করত পারেন। সত্যিই এই ধারনাটা অত্যন্ত ভুল”।

এখনও পর্যন্ত দুই টেস্টে মিলিয়ে শার্দূল ঠাকুরকে মাত্র ২৭ ওভার বোলিং করানো গিয়েছে। একইরকমভাবে নীতিশ রেড্ডির ক্ষেত্রেও একই পরিস্থিতি। এমন দেখার পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে। চতুর্থ টেস্ট হেরে গেলেই ভারতের সিরিজ হার নিশ্চিত। সেইসঙ্গেই গম্ভীর টেস্ট সিরিজ হারের হ্যাটট্রিকও করবেন।

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version