Wednesday, August 20, 2025

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের বিশ্রী পারফরম্যান্স। চতুর্থ টেস্টেও ধুঁকছে ভারতীয় দল। সেই পরিস্থিতিতেই এবার গৌতম গম্ভীরকে(Gautam Gambhir) একহাত নিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর (Sanjay Manjrekar)। বিশেষ করে ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় দল নির্বাচন নিয়েই প্রশ্ন তুলেছেন এই প্রাক্তন ক্রিকেটার। দলের পূর্ণ সময়ের ব্যাটারের অভাব যেমন রয়েছে, তেমনই সঞ্জয় মঞ্জরেকর (Sanjay Manjrekar) মনে করছেন যথাযথ বোলারও দলে নেই।

বিশেষ করেই ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে শার্দূল ঠাকুর ও নীতিশ রেড্ডিকে খেলানো নিয়েই কথাবার্তা শুরু হয়েছিল। সেই প্রসঙ্গেই যে গম্ভীরের (Gautam Gambhir) দল নির্বাচন নিয়ে মঞ্জরেকর প্রশ্ন তুলছেন তা বলার অপেক্ষা রাখে না। চতুর্থ টেস্টে সুযোগ পেলেও শার্দূল ঠাকুর সেই ব্যর্থই হয়েছেন।

এই প্রসঙ্গে সঞ্জয় মঞ্জরেকর জানিয়েছেন, “ব্যাটিংয়ে ভালো প্রদর্শন বাদে আর কী দেখতে পাচ্ছি আমরা। নির্বাচকদের ভুল নির্বাচনের ছবি যেন দেখা যাচ্ছে। প্রথম ম্যাচেই শার্দূল ঠাকুর কতটা দক্ষ সেই ব্যপারটা আমরা সকলে দেখতে পেয়েছিলাম। কিন্তু তা সত্ত্বেও তাঁকে এই টেস্টে ফের নেওয়া হয়েছে। সেইসঙ্গে এই ধারণাই বারবার দেখতে পাচ্ছি যে এমন বোলারকে নেওয়া হোক যে কিনা ব্যাটিংও করত পারেন। সত্যিই এই ধারনাটা অত্যন্ত ভুল”।

এখনও পর্যন্ত দুই টেস্টে মিলিয়ে শার্দূল ঠাকুরকে মাত্র ২৭ ওভার বোলিং করানো গিয়েছে। একইরকমভাবে নীতিশ রেড্ডির ক্ষেত্রেও একই পরিস্থিতি। এমন দেখার পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে। চতুর্থ টেস্ট হেরে গেলেই ভারতের সিরিজ হার নিশ্চিত। সেইসঙ্গেই গম্ভীর টেস্ট সিরিজ হারের হ্যাটট্রিকও করবেন।

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version