ভারত-পাক খেলা নিয়ে উল্টো সুর অভিষেক-সৌরভের

Date:

Share post:

এশিয়া কাপে ক্রিকেট ম্যাচে (Cricket Match) একই গ্রুপে ভারত-পাকিস্তান। এই পরিস্থিতিতে ভারত-পাক খেলার বিরুদ্ধে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর কথায়, “পাকিস্তানের সঙ্গে মাত্র একটি ভাষাতেই সম্পর্ক রাখা যেতে পারে, তা হল যুদ্ধক্ষেত্র।“ কিন্তু এর বিপরীত মত ভারতীয় ক্রিকেটদলের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguli)। তাঁর মতে, পহেলগাম-কাণ্ড হওয়া উচিত নয়। কিন্তু খেলা অবশ্যই চালাতে হবে।

সোমবার, নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক (Abhishek Banerjee) লেখেন, ”এই পৃথিবীতে কোথাও ভারতের উচিত নয় পাকিস্তানের সঙ্গে জড়িত হওয়া। একমাত্র জড়িত থাকা উচিত যুদ্ধক্ষেত্রে। একমাত্র পুরস্কার জেতা উচিত পাক অধিগৃহীত জম্মু-কাশ্মীর জিতে নেওয়া।” পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলার (Cricket Match) বিরোধিতা করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লেখেন ”দশকের পর দশক পাকিস্তান এই দেশে সন্ত্রাস চালিয়েছে, অনেক রক্ত ঝরিয়েছে। একাধিক পরিবার রক্তাক্ত হয়েছে, প্রিয়জন হারিয়েছে। এর পরে রাজনীতিকে ক্রীড়াক্ষেত্র থেকে দূরে রাখা উচিত বলার সময় নয়। এটা এখন বন্ধ করার সময়। শহিদদের রক্ত মুছতে কোনও ক্রিকেট পিচ যথেষ্ট নয়। আমাদের তেরঙ্গা সবার ওড়ে কেবলমাত্র ব্যাট-বলের কারণে নয়। আমাদের সশস্ত্র বাহিনীর অতুলনীয় শৌর্য ও লড়াকু মানসিকতার জন্য।”

তবে, এর একেবারে বিপরীত অবস্থানে সৌরভ গঙ্গোপাধ্যায়। সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে সৌরভ জানান, “খেলাধুলো অবশ্যই চলতে হবে। একই সঙ্গে পহেলগাম হওয়া উচিত নয়। তবে খেলাধুলো অবশ্যই চলতে হবে।” এর পরে তিনি বলেন, ”সন্ত্রাসবাদ হওয়া উচিত নয়। এটি বন্ধ করা দরকার। সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ভারত। তবে, খেলাধুলা করা দরকার।”

তবে পাকিস্তানের ক্ষেত্রেও খেলাকে রাজনীতির বাইরে রাখার বিরোধিতায় সুর চড়িয়ে অভিষেক বলেন, ”দশকের পর দশক পাকিস্তান এই দেশে সন্ত্রাস চালিয়েছে, অনেক রক্ত ঝরিয়েছে। একাধিক পরিবার রক্তাক্ত হয়েছে, প্রিয়জন হারিয়েছে। এর পরে রাজনীতিকে ক্রীড়াক্ষেত্র থেকে দূরে রাখা উচিত বলার সময় নয়। এটা এখন বন্ধ করার সময়। শহিদদের রক্ত মুছতে কোনও ক্রিকেট পিচ যথেষ্ট নয়। আমাদের তেরঙ্গা সবার ওড়ে কেবলমাত্র ব্যাট-বলের কারণে নয়। আমাদের সশস্ত্র বাহিনীর অতুলনীয় শৌর্য ও লড়াকু মানসিকতার জন্য।”

spot_img

Related articles

এনআরসি-এসআইআরের আতঙ্কে আত্মহত্যা খড়দহের প্রদীপ করের, কেন্দ্রকে দায়ী করলেন ব্রাত্য

কেন্দ্রের একের পর এক বিতর্কিত নীতি যেন সাধারণ মানুষের মনে আতঙ্কের ছায়া ফেলছে। এবার সেই আতঙ্কেই আত্মহত্যার পথ...

ডেম্পোর বিরুদ্ধে মোহনবাগানের ড্র, জমে গেল ডার্বির গুরুত্ব

একটা সময় ডেম্পো মানেই ছিল ইস্টবেঙ্গল-মোহনবাগানের কাছে শক্ত গাঁট। সেই ডেম্পো দুর্বল হয়েছে, কিন্তু  নামের সুনাম বজায় রেখেছে।...

SIR-এর আড়ালে বাংলায় NRC ষড়যন্ত্র: ব্রিগেডেই না কি মেগা সভা করে তীব্র প্রতিবাদ! জোর চর্চা তৃণমূলের অন্দরে

পাখির চোখ ছাব্বিশের নির্বাচন। আর তার আগে বাংলায় SIR। তা নিয়ে সরব রাজ্যের শাসকদল তৃণমূল। সোমবার SIR ঘোষণার...

ভোটে হেরে-আদালতে হেরে বাংলার উপর প্রতিশোধ! বিজেপিকে তুলোধনা অভিষেকের

"ভোটে হেরে, আদালতে হেরে বাংলার ওপর প্রতিশোধ নিচ্ছে বিজেপি”— তীব্র আক্রমণে এইভাবেই সরাসরি অভিযোগ তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ...