Thursday, December 25, 2025

বেঙ্গালুরুতে আল কায়দার জঙ্গি সন্দেহে ধৃত মহিলা, গুজরাট ATS-এর জালে অভিযুক্ত

Date:

Share post:

দেশজুড়ে জঙ্গি নেটওয়ার্ক গুঁড়িয়ে দিতে তৎপরতা বাড়াচ্ছে নিরাপত্তা সংস্থাগুলি। সেই অভিযানের জেরে বুধবার বেঙ্গালুরু (Bengaluru) থেকে গ্রেফতার করা হল এক মহিলাকে। মনে করা হচ্ছে তিনি পাকিস্তানী জঙ্গি সংগঠন আল-কায়েদার সদস্য। গুজরাট পুলিশের অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড (ATS) জানায়, গ্রেফতার হওয়া ওই মহিলার নাম সামা পারভিন (৩০)। তিনি আদতে ঝাড়খণ্ডের বাসিন্দা। গত তিন বছর ধরে ভাইয়ের সঙ্গে বেঙ্গালুরুতে একটি ভাড়া বাড়িতে থাকছিলেন।

গুজরাটের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ রমেশভাই সাংভি বুধবার সাংবাদিক সম্মেলনে সামার গ্রেফতারির কথা জানান। তাঁর কথায়, “পাকিস্তান তো বটেই, দেশের অন্দরেও সক্রিয় রয়েছে সন্ত্রাসবাদী চক্র। তাই দেশজুড়ে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।” ATS সূত্রের খবর, সামা পারভিন দীর্ঘদিন ধরেই অনলাইনে বিভিন্ন মৌলবাদী গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন এবং আল কায়েদার মতাদর্শে প্রভাবিত ছিলেন। তাঁর মোবাইল ফোন থেকে একাধিক পাকিস্তানি আধিকারিকের নম্বর পাওয়া গিয়েছে। নিয়মিত যোগাযোগ রাখতেন পাকিস্তান থেকে পরিচালিত বিভিন্ন চ্যানেলের সঙ্গেও।

সামার গ্রেফতারি সন্ত্রাসবিরোধী অভিযানে বড় সাফল্য বলেই মনে করছে প্রশাসন। এই নিয়ে গুজরাট ATS গত কয়েক দিনে মোট পাঁচ জন জঙ্গি সন্দেহভাজনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে রয়েছে দিল্লির মহম্মদ ফইক, আহমেদাবাদের মহম্মদ ফরদিন, মোসাদার সইফুল্লা কুরেশি ও নয়ডার জেশান আলি। এদের বিরুদ্ধে অভিযোগ, ভারতে আল কায়েদার শাখা বিস্তারের লক্ষ্যে অনলাইন মাধ্যমে মৌলবাদ প্রচার এবং নেটওয়ার্ক তৈরি করছিল তারা।

ATS আরও জানিয়েছে, ধৃতরা ইনস্টাগ্রাম, ফেসবুক-সহ একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভুয়ো প্রোফাইল তৈরি করে ধর্মীয় বিভাজনমূলক কনটেন্ট ছড়ানোর চেষ্টা করছিল। উদ্ধার হয়েছে বেশ কিছু মৌলবাদী ও নিষিদ্ধ সংগঠনের বইপত্রও। ধৃতদের বিরুদ্ধে UAPA-র একাধিক ধারার পাশাপাশি ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ১১৩, ১৫২, ১৯৬ এবং ৬১ নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে।

সামা পারভিনকে বুধবার আদালতে তোলা হচ্ছে। তদন্তে নামা গোয়েন্দা সংস্থাগুলির অনুমান, এই চক্রের পেছনে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের বড় কোনও মাথা থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলিকেও যুক্ত করা হয়েছে তদন্তে। আরও পড়ুনঃ  সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চোর, কয়েক ঘণ্টার মধ্যে ইন্দাসে চুরির কিনারা পুলিশের

spot_img

Related articles

সময়ের দেরিতেই বাঁধা প্রেমের গল্প-২৫ দিনের মাইলস্টোন ছুঁয়ে হলে ‘দেরি হয়ে গেছে’

সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় নস্টালজিয়া, আবেগ আর রহস্যের মিশেলে দর্শকদের মন জয় করে প্রেক্ষাগৃহে টানা ২৫ দিনের বেশি সময় ধরে সফলভাবে...

নতুন তিন বিমান সংস্থা: ইন্ডিগোর একচেটিয়া দখল ভাঙছে দেশের আকাশে 

দেশের আকাশপথে একচেটিয়া দখল ভাঙতে যাচ্ছে। ইন্ডিগোর বিমান বাতিল ও যাত্রী অসুবিধার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার নতুন তিনটি সংস্থাকে...

ক্রিসমাস ইভে পর্তুগিজ চার্চে সকলের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা মুখ্যমন্ত্রীর

ধর্ম যার যার, উৎসব সবার- এই মতাদর্শে বিশ্বাসী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যতটা শ্রদ্ধা ও গুরুত্বের...

শালবনিতে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, হুগলিতে ওয়্যারহাউস! সিদ্ধান্ত মন্ত্রিসভার 

কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিল্প পরিকাঠামো বৃদ্ধি করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে দুইটি গুরুত্বপূর্ণ প্রকল্পে...