জোকার! বাংলার সঙ্গে অসমের ভাষাকেও অপমানে ধুইয়ে দিল তৃণমূল

Date:

Share post:

বিজেপি পরিকল্পিতভাবে বাংলাকে বাংলাদেশের সঙ্গে জুড়ে দেওয়ার ষড়যন্ত্র চালাচ্ছে। আর সেই অসাংবিধানিক আচরণে ক্ষমা চাওয়ার বদলে ব্যাখ্যা দিতে নেমেছে বিজেপির আইটি সেলের হোতা অমিত মালব্য (Amit Malviya)। লজ্জার মাথা খেয়ে এবার বাংলাকে ভাষার স্বীকৃতি দিতেই অস্বীকার মালব্যর। জোকার মালব্যের অসৎ উদ্দেশ্যকে ধুইয়ে দিল তৃণমূল।

বাংলা ভাষার অনেক উপভাষা রয়েছে, তাই বাংলা নামে কোনও ভাষা নেই – জোকার মালব্যর এই হাস্যকর যুক্তিতে বিস্মিত তৃণমূল সাংসদ সাকেত গোখলে (Saket Gokhale)। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, আমেরিকায় কোনও নথি লেখা হলে তাকে ‘আমেরিকান ভাষা’ বলা হয় না। তাকে ‘ইংরাজি’ বলা হয়। বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা কখনই বলা যায় না। এটা বিশ্বাসঘাতকতা। বিজেপি বাংলাকে হত্যা করার কাজ চালিয়ে যাচ্ছে আর তাদের আইটি সেলের কুলি নির্লজ্জভাবে তার সাফাই দিচ্ছে। এই অপমানের জন্য ক্ষমা চাওয়ার বদলে এই জোকার (joker) আমাদের রাজ্যকে আরও অপমান করছে।

আরও পড়ুন: বাংলায় SIR-এ ঢাকে কাঠি! ইঙ্গিত নির্বাচন কমিশনের

দিল্লি পুলিশের বাংলাভাষাকে অপমানের যে সাফাই অমিত মালব্য দিয়েছেন, তাতে বাংলাভাষাকে শুধু অপমান নয়, বিজেপি শাসিত অসমের বরাক উপত্যকার মানুষের ভাষাকেও অপমান করেছেন, দাবি আরেক তৃণমূল সাংসদ সুস্মিতা দেবের (Sushmita Dev)। বিজেপি আইটি সেল চালককে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন, এবার বিজেপি শিলেটিকে বাংলাদেশি ভাষা বলছে। যাদের ভারতের ভাষা সম্পর্কে কোনও ধারণা নেই, তারা এসেছে বক্তব্য পেশ করতে। সেই সঙ্গে তিনি তথ্য পেশ করেন, প্রজন্মের পর প্রজন্ম ধরে লক্ষ লক্ষ মানুষ যারা দেশের নাগরিক ও  অসমের বরাক উপত্যকার তিন জেলার বাসিন্দা, তাঁরা শিলেটি ভাষায় কথা বলেন। এটা আমাদের মাতৃভাষা। অসমের এই অংশের বাসিন্দা ১৮৭৪ সাল থেকে তার আগে বাংলার। ইতিহাস সম্পর্কে কোনও ধারণাই নেই মালব্যর।

spot_img

Related articles

শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার ওভারে জয়, ফাইনালের আগে গম্ভীরের চিন্তা বাড়ালেন বোলাররা

শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ নিতান্তই নিয়মরক্ষার। ভারত আগেই ফাইনালে চলে গিয়েছে। শ্রীলঙ্কার আবার সেই সম্ভাবনা নেই। কিন্তু রবিবার পাকিস্তানের...

রানাকে ফের কটাক্ষ কুণালের, কী বললেন?

দীর্ঘদিন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যোগাযোগ কুণাল ঘোষের (Kunal Ghosh)। সাংবাদিক কুণাল ঘোষ, রাজনীতিবিদ কুণাল ঘোষ- কারও কাছেই...

লাদাখের কণ্ঠরোধে বল প্রয়োগ: সোনমকে পাঠানো হল যোধপুর জেলে, শহরে বন্ধ ইন্টারনেট

আন্দোলনের অন্যতম চালক পরিবেশকর্মী সোনম ওয়াংচুকে (Sonam Wangchuk) গ্রেফতার করলেই ক্ষোভ ছড়িয়ে পড়বে, আন্দাজ করেছিল অমিত শাহের (Amit...

শাহর বিরুদ্ধে মূর্তি ভাঙার অভিযোগকারী, তারই পুজোর উদ্বোধনে স্বরাষ্ট্রমন্ত্রী!

স্বরাষ্ট্র মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। দাবি করেছিলেন, অমিত শাহর প্ররোচনায় বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল বিজেপির গুণ্ডাবাহিনী। শুক্রবার কলকাতায়...