ইচ্ছামতো ভোটার তালিকা থেকে বাদ নাম। প্রতিবাদে দিল্লি থেকে বাংলা – সরব হবেন তৃণমূল সাংসদ থেকে নেতৃত্ব। সোমবারই সেই পথ নির্দেশ করে দেবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিকালে ভার্চুয়াল বৈঠকে (virtual meeting) কী বার্তা দেন তিনি, অপেক্ষায় দলীয় নেতৃত্ব।
বিহারের এসআইআর (SIR) প্রকাশের পর প্রকাশ্যে এসেছে নির্বাচন কমিশনের ব্যাপক স্বেচ্ছাচারিতা। সতর্ক হয়ে আন্দোলনে নামছে বিরোধী ইন্ডিয়া জোট (INDIA alliance)। ৮ অগাস্ট নির্বাচন কমিশনের (Election Commission) বাইরে ধর্না চালাবেন তাঁরা। সেখানে তৃণমূল সাংসদদের কী ভূমিকা থাকবে, পথ নির্দেশ করবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নির্বাচন কমিশন দফতরে আন্দোলনের পাশাপাশি সংসদেও সরব হওয়ার ঝাঁঝ বাড়াবেন বিরোধী সাংসদরা। সেখানে বিজেপি ও কমিশনের (Election Commission) ষড়যন্ত্রে তৈরি এসআইআর (SIR) বাতিল নিয়ে কীভাবে চাপ দেওয়া হবে সরকার পক্ষকে, সেই পথ নির্দেশও হবে সোমবার বিকেল সাড়ে চারটের বৈঠকে।
আরও পড়ুন: ডিটেনশন ক্যাম্পের আতঙ্কে আত্মঘাতী কুঁদঘাটের প্রৌঢ়, পরিবারের পাশে মন্ত্রী অরূপ
বিহারের সংশোধিত ভোটার তালিকা প্রকাশের পর এসআইআর-এর বিরোধিতায় মামলা এখনও সুপ্রিম কোর্টে বিচারাধীন। ইতিমধ্যেই কমিশনকে কড়া বার্তা দিয়েছে শীর্ষ আদালত। তবে শুধু আদালতের ভরসা নয়। সাধারণ মানুষ থেকে তৃণমূল স্তরের কর্মীদের নিয়ে আন্দোলন গড়ে তোলার বার্তা দিতে সোমবার ভার্চুয়াল বৈঠক দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। উপস্থিত থাকবেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
–
–
–
–
–
–
–
–
–