Monday, August 11, 2025

একদিন আগে বাংলা নামে কোনও ভাষা নেই বলে প্রবল হাসির খোরাক হয়েছেন বিজেপির টুইট মাস্টার অমিত মালব্য। মাঝে মধ্যেই তাঁর এই সব আলটপকা মন্তব্যে বঙ্গ বিজেপিকে কীভাব সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, অমিত শাহর কাছে সেই অভিযোগ করেন বঙ্গ বিজেপির নেতারা। বাংলা ভাষার অপমানকারীকে গোটা বাংলা থেকে সব স্তরের ও পেশার মানুষ প্রবল আক্রমণ করেন। এরপরে অতিজ্ঞানী মালব্য (Amit Malviya) নিজের ভুল বুঝতে পেরেছেন কি না, জানা নেই। তবে অমিত শাহর (Amit Shah) ধমকে শেষ পর্যন্ত নিজের কথা থেকে সরে এলেন মালব্য। স্বীকার করলেন বাংলা (Bengali) নামে ভাষা রয়েছে।

বাংলা ভাষার উপভাষা রয়েছে, এই আজব যুক্তিতে বাংলাকে ভাষা বলতেই অস্বীকার করেছিলেন অমিত মালব্য। একদিকে যখন বঙ্গ বিজেপি বাংলার বিভিন্ন প্রান্তে ওঠা বাঙালি বিরোধী বিজেপির বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে, তা চাপে জেরবার। তখনই মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে গিয়ে ধ্রুপদী ভাষার সম্মান পাওয়া বাংলাকে ভাষা বলতেই অস্বীকার করেন ‘মূর্খ’ মালব্য। তাতে আরও সমস্যায় পড়া বিজেপি নেতারা শাহকে অভিযোগ জানালে সোমবারের শাহি বৈঠকে অমিত মালব্যর উপর যথেষ্ট অসন্তোষ প্রকাশ করেন শাহ।

এরপরই নতুন পোস্ট করতে বাধ্য হন অমিত মালব্য। বাংলা ভাষা নিয়ে সরব হওয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে গিয়ে তিনি বলেন বাংলা ভাষার মানুষদের জন্য চোখের জল মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ফেলতে পারছেন, কারণ তিনি বাংলা (Bengali) বলেন। অথচ এই মালব্যই ২৪ ঘণ্টার কম সময়ের ফেরে বলেছিলেন বাংলা কোনও ভাষাই নয়।

আরও পড়ুন: ক্ষীর গঙ্গায় হড়পা বান! ধুয়ে নিয়ে গেল গোটা গ্রাম, প্রকাশ্যে মারাত্মক ভিডিও

বাংলা ভাষাকে মেনে নিতে প্রবল কষ্টের মুখে মালব্য দাবি করেন, বাংলা ভাষা বলতে পারা বাংলাদেশের নাগরিকদের কোনওভাবে সমর্থন করা যাবে না।

Related articles

প্রয়াত বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার কৃপাসিন্ধু

প্রয়াত হলেন পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার কৃপাসিন্ধু সাহা (Kripasindhu Saha)। সোমবার চুঁচুড়ায় (Chuchura) তাঁর বাসভবন 'কুঁড়েঘর'-এ শেষ...

অভিমন্যুকে ভারতীয় দলে দেখতে চান সৌরভ

ভারতীয় দলে আবারও এক বাঙালি ক্রিকেটারকে নেওয়ার দাবী জানালেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। একসময় ঋদ্ধিমান...

শালবনিতে প্রস্তুত দুই বিদ্যুৎ কেন্দ্র, আসছে আরও দুটি

শালবনিতে প্রস্তুত দুই বিদ্যুৎ কেন্দ্র, আসছে আরও দুটি রাজ্যের বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক। শালবনিতে (Shalboni) ৮০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন...

সংশোধিত রুলসে সবুজ সংকেত পুরসভার! এবার স্বল্প জমিতেও মিলবে বাড়ি তৈরির অনুমতি

কলকাতা পুরসভা এলাকায় আধকাঠা বা তারও কম জমিতেও বাড়ি নির্মাণের অনুমতি দিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে...
Exit mobile version