Monday, November 3, 2025

একদিন আগে বাংলা নামে কোনও ভাষা নেই বলে প্রবল হাসির খোরাক হয়েছেন বিজেপির টুইট মাস্টার অমিত মালব্য। মাঝে মধ্যেই তাঁর এই সব আলটপকা মন্তব্যে বঙ্গ বিজেপিকে কীভাব সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, অমিত শাহর কাছে সেই অভিযোগ করেন বঙ্গ বিজেপির নেতারা। বাংলা ভাষার অপমানকারীকে গোটা বাংলা থেকে সব স্তরের ও পেশার মানুষ প্রবল আক্রমণ করেন। এরপরে অতিজ্ঞানী মালব্য (Amit Malviya) নিজের ভুল বুঝতে পেরেছেন কি না, জানা নেই। তবে অমিত শাহর (Amit Shah) ধমকে শেষ পর্যন্ত নিজের কথা থেকে সরে এলেন মালব্য। স্বীকার করলেন বাংলা (Bengali) নামে ভাষা রয়েছে।

বাংলা ভাষার উপভাষা রয়েছে, এই আজব যুক্তিতে বাংলাকে ভাষা বলতেই অস্বীকার করেছিলেন অমিত মালব্য। একদিকে যখন বঙ্গ বিজেপি বাংলার বিভিন্ন প্রান্তে ওঠা বাঙালি বিরোধী বিজেপির বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে, তা চাপে জেরবার। তখনই মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে গিয়ে ধ্রুপদী ভাষার সম্মান পাওয়া বাংলাকে ভাষা বলতেই অস্বীকার করেন ‘মূর্খ’ মালব্য। তাতে আরও সমস্যায় পড়া বিজেপি নেতারা শাহকে অভিযোগ জানালে সোমবারের শাহি বৈঠকে অমিত মালব্যর উপর যথেষ্ট অসন্তোষ প্রকাশ করেন শাহ।

এরপরই নতুন পোস্ট করতে বাধ্য হন অমিত মালব্য। বাংলা ভাষা নিয়ে সরব হওয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে গিয়ে তিনি বলেন বাংলা ভাষার মানুষদের জন্য চোখের জল মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ফেলতে পারছেন, কারণ তিনি বাংলা (Bengali) বলেন। অথচ এই মালব্যই ২৪ ঘণ্টার কম সময়ের ফেরে বলেছিলেন বাংলা কোনও ভাষাই নয়।

আরও পড়ুন: ক্ষীর গঙ্গায় হড়পা বান! ধুয়ে নিয়ে গেল গোটা গ্রাম, প্রকাশ্যে মারাত্মক ভিডিও

বাংলা ভাষাকে মেনে নিতে প্রবল কষ্টের মুখে মালব্য দাবি করেন, বাংলা ভাষা বলতে পারা বাংলাদেশের নাগরিকদের কোনওভাবে সমর্থন করা যাবে না।

Related articles

সোম-দুপুরেই শাসকদলে ফিরছেন শোভন-বৈশাখী! নজর তৃণমূল ভবনের সাংবাদিক বৈঠকে

ছাব্বিশের নির্বাচনের দামামা বাজতে না বাজতেই একর পর এক চমক। নিউটাউন কলকাতা উন্নয়ন পর্ষদ (NKDA)-এর চেয়ারম্যান পদে নিয়োগের...

উৎসবের মধুর সমাপ্তি: ঘোষণা শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের সৌভাগ্যবান বিজয়ীদের নাম

শ্যাম সুন্দর কোং জুয়েলার্স উৎসবের মরসুমের সমাপ্তি উপলক্ষ্যে অয়োজন করে মেগা লাকি ড্র। ‘শারদীয়া স্বর্ণ সম্ভার ২০২৫’ ও...

তালিকায় নাম নেই! এসআইআর আতঙ্কে’ ডানকুনিতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বৃদ্ধার

এসআইআর(SIR) আতঙ্কে ফের মৃত্যু রাজ্যে। আগরপাড়া, ইলামবাজার, বারাকপুর, পূর্ব বর্ধমানের পর এবার হুগলির ডানকুনিতে আত্মঘাতী হলেন এক মহিলা।...

ভুয়ো পাসপোর্ট কাণ্ডে ফের নদিয়াতে ইডি হানা

ভুয়ো পাসপোর্ট কাণ্ডে ফের সক্রিয় ইডি (Enforcement Directorate)! সোমবার সকালে নদিয়ার চাকদহের পড়ারি গ্রামে হানা দেন তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদের...
Exit mobile version