Thursday, August 21, 2025

উচ্ছ্বাসে মর্কেলের কোলে উঠে পড়লেন গম্ভীর, তাঁর মুখে আত্মসমর্পনের কথা

Date:

গাস অ্যাটকিনসনের উইকেটটা মহম্মদ সিরাজ যেই মাত্র ছিটকে দিলেন, ওভালে শুরু উচ্ছ্বাস। ভারতীয় ড্রেসিংরুমে বাঁধনহীন উচ্চ্বাসে মাতোয়ারা তখন সকলে। তবে সমস্তকিছুকে ছাপিয়ে গিয়ে ভাইরাল গৌতম গম্ভীর (Gautam Gambhir)। উচ্ছ্বাসের চোটে একেবারে বোলিং কোচ মর্নি মর্কেলের (Mornie Morkel) কোলে উঠে পড়লেন ভারতীয় দলের হেডস্যার। আর সেই ভিডিও ভাইরাল হতে খুব একটা বেশি সময়ও লাগল না। এই জয়টা যে গম্ভীরকে (Gautam Gambhir) খানিকটা স্বস্তিও এনে দিল তাও বলার অপেক্ষা রাখে না।

অস্ট্রেলিয়ার কাছে হার। এরপর ঘরের মাঠে নিউ জিল্যান্ডের কাছেও টেস্ট সিরিজে বিশ্রী হার গম্ভীরের (Gautam Gambhir)। ইংল্যান্ড সিরিজের আগে তাঁকে নিয়ে কথাবার্তাও হচ্ছিল। এই সিরিজের ওপর গম্ভীরের ভবিষ্যতের অনেক কিছুও যে বেশ খানিকটা নির্ভর করছিল তা বলার অপেক্ষা রাখে না। সেই পরিস্থিতিতেই ওভালে ভারতীয় দলের রুদ্ধশ্বাস জয়। মহম্মদ সিরাজ, শুভমন গিল, কৃষ্ণাদের মিলিত লড়াইয়ে সিরিজ ড্র করে ফিরছে ভারতীয় দল। আর সেটা দেখেই বোধহয় নিজেকে সামাল দিতে পারেননি গম্ভীর। স্বস্তি এবং উচ্ছ্বাসে একেবারে মর্কেলের কোলে চড়ে বসেন তিনি।

সেই ভিডিও কিছুক্ষণের মধ্যেই ভাইরালও হয়ে যায়। এরপরই অবশ্য তাঁর তরুণ ব্রিগেডের উদ্দেশ্যে বার্তাও দিয়েছেন গম্ভীর। সেখানেই গৌতম গম্ভীর লিখেছেন, “আমরা কিছু ম্যাচ জিতব আবার কিছু ম্যাচ হারব। কিন্তু আমরা কখনোই আত্মসমর্পন করব না”।

আবার এই কথা নিয়েও চর্চা শুরু হয়ে গিয়েছে। এই সিরিজ হারলে চাপ বাড়ত গম্ভীরের ওপর। কোচিং নিয়েও উঠত প্রশ্ন। তবে কি প্রতিপক্ষের পাশাপাশি চাপের সামনেও আত্মসমর্পন না করার কথাই বললেন ভারতীয় দলের কোচ। নতুন গুঞ্জন শুরু হয়ে গিয়েছে।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version