Monday, November 10, 2025

২০২৬ সালের পরেই ডিভিসির (DVC) জল আটকাব। মঙ্গলবার ঘাটালের বন্যা পরিস্থিতি পরিদর্শন করে সাফজানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর স্পষ্ট হুঁশিয়ারি, বলতে বলতে ক্লান্ত হয়ে গিয়েছি, এবার অ্যাকশন নেব। ২০২৬ সালের পরই কীভাবে ডিভিসির জল আটকানো যায়, তার প্ল্যান করব। এজন্য আমাদের কয়েকটা ড্যাম তৈরি করতে হবে। এদিন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েও কেন্দ্রকে একহাত নেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)।

মুখ্যমন্ত্রী বলেন, ঘাটাল মাস্টারপ্ল্যান কেন্দ্রের প্রজেক্ট। কিন্তু কেন্দ্র তা করেনি। রাজ্য এককভাবে উদ্যোগী হয়েছে ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়ণে। তিনি বলেন, আমরা দেড় হাজার কোটি টাকা বরাদ্দে মাস্টার প্ল্যান হাতে নিয়েছি। এই বছরের বাজেটেই ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তাঁর কথায়, এবার অনেক বেশি বৃষ্টি হচ্ছে। একদিকে ডিভিসি, অন্যদিকে মাইথন, পাঞ্চেত— এবার ১১ গুণ বেশি জল ছেড়েছে। ফলে প্লাবিত হচ্ছে এলাকা। ঘাটাল পুরসভা এলাকায় ৬০ কোটি টাকা ব্যয়ে দু’টি পাম্প হাউসের জন্য ওয়ার্ক অর্ডার করা হয়েছে। বর্ষার পরেই কাজ শুরু হবে। একাধিক নদীতে ড্রেজিং হবে। শিলাবতী নদীর বাম পাড় ৩.৫ কিলোমিটার দীর্ঘ গার্ডোয়াল নির্মাণ হবে। সেজন্য মানুষকে উচ্ছেদ না করে বিকল্প পথে জমি চাই। ৮৪টি নতুন কাজের জন্য মাটি পরীক্ষা-সহ একাধিক কাজ চলছে। মুখ্যমন্ত্রী বলেন, যেসব কৃষকের জমি ডুবে গিয়েছে, ফসল নষ্ট হয়ছে তাদের জন্য শস্যবিমা স্কিম রয়েছে। জল কমলেই সার্ভে হবে। মুখ্যমন্ত্রীর সংযোজন, কেন্দ্র নদী ভাঙন রোধে টাকা দেয় না। ১০০ দিনের কাজের টাকাও রাজ্যকে দিতে হয়। গ্রামীণ রাস্তাও করতে হয় রাজ্যকে। এ বছর ৫১ হাজার লক্ষ কিউবিক মিটার জল ছেড়েছে। ২০ বছর ড্রেজি়ং করেনি।

Related articles

বিশ্বমঞ্চে সম্মানিত বাংলার মুখ্যমন্ত্রী, মমতাকে D’Litt উপাধি দিচ্ছে জাপানের বিশ্ববিদ্যালয়

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরে এবার জাপানের (Japan) একটি বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডি’লিট পাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

মি টু! সিনে দুনিয়ার ভয়ঙ্কর কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন রেণুকা সাহানে

রবিবার মানেই জনপ্রিয় ফ্যামিলি ড্রামা 'হাম আপকে হ্যায় কৌন'। আর সেই ছবি মানেই রেণুকা সাহানে (Renuka Shahane)। কিন্তু...

উৎসবের পরেই সংক্রমণের উর্ধ্বগতি! রাজ্যে বাড়ছে ডেঙ্গির দাপট, সতর্ক স্বাস্থ্য দফতর

উৎসবের আমেজ কাটতে না কাটতেই রাজ্যে ফের মাথা চাড়া দিচ্ছে ডেঙ্গি। স্বাস্থ্য দফতরের সর্বশেষ রিপোর্টে দেখা গেছে, শুধু...

গুরুতর অসুস্থ ধর্মেন্দ্র, ভেন্টিলেটর সাপোর্টে বর্ষীয়ান অভিনেতা

গুরুতর অসুস্থ অবস্থায় মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র(Veteran actor Dharmendra)। পরিবার সূত্রে খবর, ভেন্টিলেটর সাপোর্টে...
Exit mobile version