Monday, August 11, 2025

বিচারপতিরা হন সাংসদ, দলের মুখপাত্র হন বিচারপতি! বিজেপির নগ্ন সিস্টেমকে কটাক্ষ দেবাংশুর

Date:

দেশের বিচার ব্যবস্থায় আর এক নির্মম পরিহাস! বিজেপির শাসনে এতটাই নগ্ন ‘সিস্টেম’ যে, কখনও বিচারপতিরা হন সাংসদ, আবার কখনও পার্টির মুখপাত্র বনে যান বিচারপতি! আর কত নগ্ন হবে বিজেপি! বোম্বে হাইকোর্টের বিচারপতি হিসেবে মহারাষ্ট্রে ভারতীয় জনতা পার্টির (BJP) মুখপাত্র (spokesperson) আরতি সাঠে (Aarti Sathe) নিযুক্ত হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় সরব হলেন তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)।

নিজের ফেসবুক পেজে দেবাংশু লেখেন, বাংলায় বিচারপতি ইস্তফা দিয়ে বিজেপির সাংসদ হন। সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি বিচার দেওয়ার পর রাজ্যসভার সাংসদ হন, আর এখন সবকিছু ছাড়িয়ে সরাসরি রাজনৈতিক দলের মুখপাত্র আসীন হচ্ছেন বিচারপতির (Judge) আসনে! এই পরিস্থিতিতে তাঁর প্রশ্ন, এরপরেও যদি কেউ বিচারব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন, তাকে কি আদালত অবমাননার দায়ে জেলে নিয়ে যাওয়া হবে?

বিজেপির আমলে নানান কর্মকাণ্ডে বিচারব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। বিজেপি কিছুতেই রাজনীতির বেড়াজাল থেকে বিচার ব্যবস্থাকে মুক্ত রাখতে পারছে না। পরিস্থিতি এমনই যে, বিচারপতিদের (Judge) পুরস্কারস্বরূপ নানা রাজনৈতিক পদ দিতে হচ্ছে। আবার রাজনৈতিক ফায়দা লুটতে বিচারপতির আসনে বসাতে হচ্ছে দলের মুখপাত্রকে (spokesperson)! মহারাষ্ট্র বিজেপির মুখপাত্র আরতি সাঠেকে বম্বে হাইকোর্টের বিচারপতি নিযুক্ত করার পর তৃণমূল-সহ গোটা ইন্ডিয়া একযোগে গর্জে উঠেছে। এই নিয়োগকে গণতন্ত্রের পক্ষে সবচেয়ে বড় আঘাত বলে নিন্দা করেছেন সকলে। এই ঘটনা ভারতীয় বিচার ব্যবস্থার নিরপেক্ষতাকে ফের একবার প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেবে বলে মত তাঁদের। পরিহাসে রূপান্তরিত করবে বিচার ব্যবস্থাকেকে।

Related articles

ইলিশের তেল-ঝাল-ঝোলে ‘বর্ষামঙ্গল’! ফরচুনের সহযোগিতায় আয়োজন বর্তমানের

ভোজনরসিক বাঙালির রসনা আরও কয়েকগুণ বড়ো হয়ে যায় বর্ষায়। কারণ অবশ্য জলের রূপোলি শস্য। মাথা থেকে ল্যাজা- এমনকী,...

দিল্লিতে নানা ভাষার ঐক্য: SIR প্রতিবাদে পুলিশি বাধার ‘কালো দিন’ নিয়ে সরব ঋতব্রত

দেশের জাতি, ধর্ম, ভাষার মধ্যে বিভেদের পাঁচিল তুলে ভোটের ফায়দা লোটার বিজেপির খেলা এবার শেষ। নির্বাচন কমিশনের বিরুদ্ধে...

ব্যর্থতা ঢাকতে ফিফার ঘারে দোষ চাপাচ্ছেন কল্যাণ!

ব্যর্থতা ঢাকতে এবার ফিফার ঘারে দোশ চাপাচ্ছেন ভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) প্রধান কল্যাণ চৌবে (Kalyan Chaubey)। তাঁর বিরুদ্ধে...

নিন্দনীয়! কেরলে বাঙালি পরিযায়ী শ্রমিকের হাত-পা বাঁধা পচাগলা মৃতদেহ উদ্ধার

ভিনরাজ্যে বাঙালিদের (Bengali) উপর অকথ্য অত্যাচার ঘিরে এমনিতেই সরগরম বাংলা তার মধ্যেই এবার কেরালায় (Kerala) কাজ করতে যাওয়া...
Exit mobile version