আমার ভূমি ঐক্যবদ্ধ, বঙ্গভূমি: বাংলা ভাষার সম্মানে গান লিখলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

বাংলার যেকোনও উৎসব বা বিশেষ দিন উপলক্ষ্যে গান লেখেন, সুর দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার ভাষা আন্দোলন নিয়েও গান লিখে সুর দিলেন মুখ্যমন্ত্রী। গানটি গেয়েছেন রাজ্যের মন্ত্রী তথা সঙ্গীতশিল্পী ইন্দ্রনীল সেন (Indranil Sen)। বুধবার ঝাড়গ্রামে ভাষা আন্দোলনের মিছিল থেকে “আমার ভূমি ঐক্যবদ্ধ , বঙ্গভূমি“-এই গান (Song) বাজানো শুরু হল।

এক হাতে রবি ঠাকুর, অন্য হাতে বীরসা মুন্ডার নিয়ে এদিন ঝাড়গ্রামের একলব্য মোড় থেকে পাঁচমাথার মোড় পর্যন্ত তিন কিলোমিটার রাস্তা ভাষা মিছিলে হাঁটেন বাংলার মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। এদিন তাঁর সঙ্গে মন্ত্রী অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, শিউলি সাহা, মানস ভুঁইয়া, মঠের সন্ন্যাসী সহ অন্যান্য ধর্মের মানুষ। আদিবাসীদের পাশাপাশি বিজেপি বিরোধী এই প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন জঙ্গলমহল তথা পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন সম্প্রদায়, সামাজিক সংগঠন ও সমাজের বিভিন্নস্তরের বিদ্বজ্জনেরাও। জঙ্গলমহলের প্রাণকেন্দ্র ঝাড়গ্রামে বাংলা ভাষার উপর বিজেপির আক্রমণের প্রতিবাদে মিছিল শেষে বাজানো হল মুখ্যমন্ত্রীর গান।

বাংলা ভাষার সম্মান রক্ষার্থে এই গান লিখেছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায় ও সুরে লেখা এই গানটি গেয়েছেন ইন্দ্রনীল সেন। গানের কথায় উঠে এসেছে বাংলার সংস্কৃতির কথা। মুখ্যমন্ত্রীর গানের মাধ্যমে বাংলাকে অপমানের বিরুদ্ধে প্রতিবাদের অঙ্গীকার ফুটে উঠেছে।

বহুদিন থেকেই গান লেখেন ও  নিজেই গানের সুর করেন মমতা। রাজ্যের বিভিন্ন অনুষ্ঠান, উৎসব উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী নিয়মিত গান লেখেন। কিছুদিন আগে বনমহোৎসবে সচেতনতার বার্তা দিয়ে গান লিখেছিলেন। “সবুজ বাঁচাও, সবুজ দেখাও, সবুজের মাঝে, বিবেক জাগাও…“ গানে গানে বনসৃজন ও পরিবেশরক্ষার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। দুর্গাপুজো, বড়দিন, বর্ষবরণ-সহ একাধিক উৎসবে মুখ্যমন্ত্রীর গান শোনা যায়। দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের আগেও গান লিখেছিলেন মুখ্যমন্ত্রী। মন্দির উদ্বোধন ও রথযাত্রার দিন সেই গান বাজানো হয়েছিল। এবার ভাষা আন্দোলন নিয়েও গান বাঁধলেন তিনি।

spot_img

Related articles

বিক্ষোভের আগুনে পুড়ে মৃত প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রী, রক্তাক্ত শের বাহাদুর দেউবা

বামপন্থী শাসনের বিরুদ্ধে সবরকম প্রতিরোধের ডাক দিয়েছিল নেপালের জেন জি। সেই বিক্ষোভ শেষপর্যন্ত এতটাই রক্তাক্ত হয় মঙ্গলবার দিনভর,...

হিডকোর নতুন চেয়ারপার্সন চন্দ্রিমা, মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

রাজ্যের আবাসন পরিকাঠামো উন্নয়ন পর্ষদ হিডকো-র নতুন চেয়ারপারসন হলেন অর্থ ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য । মঙ্গলবার নবান্ন...

বঞ্চনার জবাব: উপরাষ্ট্রপতি নির্বাচনে নেই তিন দল, বিরোধী ভোট ১০০ শতাংশ

একদিকে বিরোধী শাসিত রাজ্যগুলিকে ক্রমাগত কেন্দ্রীয় বঞ্চনা। অন্যদিকে কেন্দ্রে নিজেদের গদি ধরে রাখতে একের পর এক অপারেশন লোটাসের...

সাংবিধানিক পরিকাঠামো রক্ষায় উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান লোকসভার তৃণমূলের দলনেতা অভিষেকের

সংসদ ভবনে বহু প্রতীক্ষিত উপরাষ্ট্রপতি নির্বাচন। দেশের সাংবিধানিক পরিকাঠামোর অন্যতম গুরুত্বপূর্ণ পদে কে বসবেন, তা নির্ধারণ করতে মঙ্গলবার...