Friday, November 7, 2025

পন্থের অচেনা রূপ, দুঃস্থ ছাত্রীর পড়াশনায় পাশে দাঁড়ালেন ভারতের উইকেটকিপার-ব্যাটার

Date:

ব্যাট হাতে বাইশ গজে বিপক্ষের ত্রাস হয়ে উঠতে পারেন তিনি। মাঠের এমন কোনও প্রান্ত নেই যেখান দিয়ে বল বাউন্ডারির ওপারে পাঠাতে পারেন না ভারতীয় টেস্ট দলের (Indian Test Cricket Team) সহঅধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant)। উইকেটের পিছনে ক্রমাগত বকবক করে প্রতিপক্ষ ব্যাটারকে বিরক্ত করা পন্থের অচেনা রূপ এবার প্রকাশ্যে চলে এল। ভাঙা পা নিয়ে ম্যাঞ্চেস্টার টেস্টে ব্যাট করে সমর্থকদের মন জিতে নেওয়া নায়ক রিয়েল লাইফেও যে সুপারহিরো তা বুঝিয়ে দিল তাঁর এক মানবিক উদ্যোগ। টাকার অভাবে বন্ধ হয়ে যেতে বসা দুঃস্থ পড়ুয়ার কলেজ অ্যাডমিশনের দায়িত্ব নিলেন ভারতের তারকা ক্রিকেটার। মুহূর্তের মধ্যে পাঠিয়ে দিলেন ৪০ হাজার টাকা!

মাঠের বাইরে মন জিতলেন ঋষভ। শুধু যে অদম্য জেদ নিয়ে দেশের জন্য লড়াই করতে পারেন তাই নয়, মানুষ হিসেবেও যে তিনি অনন্য নীরবেই তার প্রমাণ দিলেন পন্থ। কর্নাটকের বিলাগি তালুকের রবকাভি গ্রামের জ্যোতি কানাবুর মাথ (Jyoti Kanaboor Math) প্রাক-বিশ্ববিদ্যালয় পরীক্ষায় ৮৫ শতাংশ নম্বর পেয়েছিলেন। কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে উচ্চশিক্ষায় বাধা হয়ে দাঁড়াচ্ছিল আর্থিক সমস্যা। মেয়ের কলেজে ভর্তির টাকা দেওয়ার ক্ষমতা ছিল না পরিবারের।

ঘটনার কথা স্থানীয় এক শুভাকাঙ্ক্ষী মারফত বেঙ্গালুরু ক্রিকেট অ্যাকাডেমি পর্যন্ত পৌঁছে যায়। খবর পান টিম ইন্ডিয়ার নির্ভরযোগ্য উইকেটকিপার-ব্যাটার। সঙ্গে সঙ্গে জ্যোতির অ্যাডমিশনের চল্লিশ হাজার টাকা কলেজের সরাসরি পাঠিয়ে দেন তিনি। ঋষভের এই কর্মকাণ্ডের কথা মেধাবী ছাত্রী তখনও জানতেন না। পরে সবটা প্রকাশে আসতেই যদিও তার পরিবার ভারতীয় ক্রিকেটারকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন। জ্যোতি এক সাক্ষাৎকারে বলেন, ‘BCS করা ছিল আমার স্বপ্ন। কিন্তু আমাদের আর্থিক অবস্থা ভালো না। আমি এক কাকার সঙ্গে এই বিষয়টা নিয়ে যোগাযোগ করি, তিনি তাঁর বন্ধুদের বিষয়টা জানান। এর পর তাঁরা ঋষভ পন্থের সঙ্গে যোগাযোগ করেন আর পন্থ আমাকে সাহায্য করেন।’ নিজের জীবনে একটা সময় কঠিন লড়াই করতে হয়েছে ভারতীয় দলের তারকা প্লেয়ারকে। সেই কঠিন দিনগুলো যে তিনি ভুলে যাননি, তা বোঝা গেল এই এক পদক্ষেপেই। অনুরাগীরা বলছেন, মানবিক উদ্যোগে সত্যিই মন জিতে নিলেন পন্থ।

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version