Saturday, November 8, 2025

প্লাস্টিক বর্জ্যেই তৈরি হবে গ্রামীণ রাস্তা, পরিবেশ রক্ষায় বড় পদক্ষেপ রাজ্যের

Date:

Share post:

পরিবেশ দূষণ কমানো এবং প্লাস্টিক বর্জ্যের পুনর্ব্যবহার নিশ্চিত করতে অভিনব পদক্ষেপ নিল রাজ্য সরকার। এবার রাজ্যের গ্রামীণ রাস্তাঘাট নির্মাণে বেশি করে ব্যবহৃত হবে পুনর্ব্যবহৃত প্লাস্টিক। ইতিমধ্যেই ৭০০ কিমি রাস্তা এই পদ্ধতিতে তৈরি হয়েছে বলে জানালেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী প্রদীপ মজুমদার।

নতুন অর্থবর্ষে সেই লক্ষ্য আরও বাড়ানো হয়েছে। রাজ্যের পরিকল্পনা, গ্রামে আরও ১৫০০ কিমি রাস্তা প্লাস্টিক মিশিয়ে তৈরি করার। এই রাস্তাগুলি বিশেষ করে স্কুলগামী পড়ুয়াদের জন্য প্রাধান্য পাচ্ছে। ছোটবেলা থেকেই পড়ুয়াদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে এবং প্লাস্টিক বর্জ্যকে সম্পদ হিসেবে তুলে ধরতেই এই উদ্যোগ।

রাজ্যে বর্তমানে ১০৮টি প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র গড়ে তোলা হয়েছে, যার মধ্যে ১০৩টি ইতিমধ্যেই চালু হয়েছে। অনেক কেন্দ্র স্বনির্ভর গোষ্ঠীর হাতে, আবার কিছু কেন্দ্রে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে চলছে কাজ। এসব কেন্দ্র থেকেই পুনর্ব্যবহৃত প্লাস্টিক দিয়ে তৈরি হচ্ছে ফার্নিচার, ব্যাগ, পেভার ব্লকের মতো নানা উপযোগী সামগ্রী।

মন্ত্রী জানান, শুধু রাস্তাই নয়, সচেতনতা এবং আর্থিক দিক থেকেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ। প্লাস্টিক বর্জ্য যদি সঠিকভাবে আলাদা করে সংরক্ষণ করা যায়, তা হলে সেই প্লাস্টিক দিয়েই তৈরি হতে পারে এমন রাস্তা, যা টেকসই, উচ্চ তাপমাত্রা, জল জমা কিংবা ভারী যানবাহনের চাপেও ভেঙে পড়ে না। অনেক ক্ষেত্রে খালি পায়ে হাঁটলেও বোঝা যায় এই রাস্তার পার্থক্য।

এক দফতরীয় আধিকারিক জানান, প্লাস্টিক মেশানো বিটুমিন ব্যবহারে রাস্তার স্থায়িত্ব বেড়ে যায়, ফাটল কমে, এবং খরচও কম পড়ে। ফলে যেসব এলাকায় বেশি পরিমাণ প্লাস্টিক বর্জ্য পাওয়া যায়, সেখানে এই প্রযুক্তি রাস্তাঘাট তৈরিতে খুবই উপযোগী। বর্তমানে প্লাস্টিক সংগ্রহে ই-কার্ট ব্যবহৃত হলেও তার পরিধি সীমিত। তাই এমন যানবাহনের ব্যবস্থা করা হচ্ছে, যা আরও দূরবর্তী এলাকাতেও পৌঁছাতে সক্ষম হবে।

বুধবার কলকাতায় ইউনিসেফের সহায়তায় অনুষ্ঠিত রিসাইকলার সম্মেলনে এই প্রকল্প ও তার ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেখানে উপস্থিত ছিলেন রিসাইকলার, কৃষক সংগঠন, স্বেচ্ছাসেবী সংস্থা ও বিভিন্ন অংশীদাররা। উপস্থাপিত হয়েছিল টেকসই বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন মডেল। মন্ত্রীর মন্তব্য, এই প্রকল্প শুধুমাত্র প্লাস্টিক মুক্তির উপায় নয়, বরং পরিবেশ রক্ষার সঙ্গে সঙ্গে গ্রামীণ অর্থনীতির নতুন সম্ভাবনা এবং নবীকরণযোগ্য ভবিষ্যতের দিকও উন্মুক্ত করছে।

আরও পড়ুন- রেল-উন্নয়নে ফের বাংলাকে বঞ্চনা! অভিষেকের প্রশ্নের উত্তরেই বেআব্রু মোদি সরকার

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...