দিল্লির (Delhi) আনন্দবিহারের এক বেসরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে (Fire) প্রাণ হারালেন হাসপাতালের এক কর্মী। গুরুতর আহত হয়েছেন অন্তত আটজন রোগী ও আরও দু’জন স্টাফ। শনিবার দুপুর ১২টা নাগাদ, হাসপাতালের তিনতলায় সার্ভার রুম থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের মতে, হঠাৎ করেই হাসপাতালের তিনতলা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কেবিন ও করিডোরে। সেই সময় বাথরুমেই ছিলেন হাসপাতালের এক কর্মী। সেখানেই তিনি দম আটকে মারা যান বলে পুলিশ সূত্রে খবর।

দমকল বিভাগের তরফে জানানো হয়েছে, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ৭ টি ইঞ্জিন। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ধোঁয়ার জন্য রোগী আরও অসুস্থ হয়ে পড়েন। তাঁদের মধ্যে ৮ জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পাশের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর হাসপাতালে ছড়িয়ে পড়ে চরম বিশৃঙ্খলা।

শাহদরা জেলার ডেপুটি কমিশনার অফ পুলিশ (DCP) প্রশান্ত প্রিয়া গৌতম জানান, “মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। আগুন কোথা থেকে, কীভাবে ছড়ালো তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সার্ভার রুমে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। তবে তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিত কিছু বলা সম্ভব নয়।” ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। অনেক রোগীর পরিবার অভিযোগ তুলেছে, সময়মতো যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না থাকায় বিপদের মাত্রা আরও বেড়েছে। আরও পড়ুনঃ রাজধানীতে ভাঙা ম্যানহোল! পড়ে মৃত্যু আড়াই বছরের শিশুর

–

–

–

–

–
–

–

–
–
–
–
–