Monday, November 3, 2025

একই বাড়িতে ২৩০ ভোটার! বিহারে কমিশনের চূড়ান্ত ‘ভুল’ প্রকাশ্যে

Date:

ইচ্ছামত ভোটার তালিকায় নাম সংযোজন। আবার ইচ্ছামত তালিকা থেকে নাম বাদ। লোকসভা নির্বাচনের আগে থেকে বিজেপি ও নির্বাচন কমিশন যৌথভাবে যে খেলা শুরু করেছে বিরোধীদের চাপে এবার তার পর্দা খুলে গিয়েছে। ১ অগাস্ট বিহারের খসড়া ভোটার তালিকা (draft voter list) প্রকাশের পর থেকে একের পর এক সামনে এসেছে তালিকায় কারচুপি। আর এবার সামনে এল একই বাড়িতে ২৩০ জন ভোটারের অস্তিত্ব। পরিবারের মৃত সদস্যদের নামও ভোটার হিসাবে তালিকায় ঢুকিয়ে দিয়েছে কমিশন (Election Commission)।

বিহারের জামুই জেলার আমীন (Amin) গ্রামে একটি বাড়ি থেকে ২৩০ জন ভোটারের অস্তিত্বের অভিযোগ করেছেন সেই পরিবারেরই বাসিন্দারা। একদিকে যদি কমিশনের কর্মীদের গাফিলতিতে এই ঘটনা ঘটে থাকে তবে কমিশনের উপর মহল কেন তা খতিয়ে দেখেনি, প্রশ্ন পরিবারের। অভিযোগ, এটা শুধুমাত্র গাফিলতি নয়। ভোটার তালিকায় কারচুপি করতে ইচ্ছাকৃতভাবে তালিকায় নাম ঢোকানো হয়েছে, দাবি পরিবারের।

আমীন গ্রামের ৩ নম্বর বাড়িতে ২৩০ জন পরিবারের সদস্যের অস্তিত্ব নেই বলেই দাবি সদস্যদের। এ পর্যন্ত পরিবারের যত ব্যক্তির মৃত্যু হয়েছে সবার নামই তালিকায় (voter list) ঢুকিয়ে দেওয়া হয়েছে, জানাচ্ছেন তাঁরা। এত বছরেও তাঁদের নাম কমিশনই বাদ দেয়নি বলেও অভিযোগ।

আরও পড়ুন: কোথায় সেবা: শিক্ষা-স্বাস্থ্যে ‘পুঁজি’র খেলায় ক্ষুব্ধ ভাগবত

বহু বছর আগে মৃত আসগর মহম্মদের নাম যেমন রয়েছে। তেমনই রয়েছে তিন বছর আগে মৃত কৌসর খাতুনের নামও। কমিশন দাবি করছে তারা নিবিড় সংশোধনী (SIR) চালাচ্ছে। সেখানেই বিরোধীদের প্রশ্ন, এত কম সময়ে কীভাবে নিবিড় সংশোধনী সম্ভব। বিহারের একই পরিবারে ২৩০ সদস্যের নাম তালিকায় আসাতে ফের একবার প্রমাণিত নিবিড় সংশোধনীর নামে নির্বাচন কমিশনের জালিয়াতি।

Related articles

কলকাতা লিগে গড়াপেটা কাণ্ডে নয়া মোড়, গ্রেফতার খিদিরপুর ক্লাবের কর্তা

কলকাতা ময়দানে ম্যাচ গড়াপেটার কালো ছায়া। চলতি মরশুমে কলকাতা লিগ(CFL 2025) চলাকালীন ম্যাচ গড়াপেটার বিতর্ক তৈরি হয়। এই...

নতুন মাইলফলক ছুঁল স্বাস্থ্যসাথী প্রকল্প: রাজ্যবাসীর পাশে থাকার প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

রাজ্যের মানুষের জন্য উন্নয়নমূলক প্রকল্প প্রতিনিয়ত প্রণয়ন থেকে তা পর্যালোচনার মাধ্যমে এগিয়ে নিয়ে চলেছে বর্তমান বাংলার সরকার। সেই...

পার্কিং নিয়ে বিবাদের জেরে ছুরি দিয়ে আঘাত খাস কলকাতায়

শুরুতে ছিল পার্কিং(Parking) নিয়ে বচসা আর তারপরেই এক যুবককে ছুরিকাঘাতের( Stabbed )অভিযোগ উঠল তোপসিয়া থানা(Topsia PS) এলাকায়। রবিবার...

ব্রাত্যজন থেকে বিশ্বকাপজয়ী দ্রোণাচার্য, অমল আলোয় উদ্ভাসিত ভারত

বিশ্বজয়ের(India's Women's World Cup) সাফল্যের আলোয় উদ্ভাসিত ভারতীয় মহিলা ক্রিকেট। উৎসবের মরশুম শেষে নতুন করে দেবীপক্ষের ভোর আনলেন...
Exit mobile version