Thursday, November 13, 2025

অ্যাডভান্স বুকিং খুলতেই ‘ধূমকেতু’ ঝড়, রবিবাসরীয় পার্টিতে একসঙ্গে দেব-শুভশ্রী!

Date:

Share post:

তিনি যা চেয়েছিলেন, যেমনভাবে চেয়েছিলেন ঠিক তেমনটাই হয়েছে। ১০ বছরের দূরত্ব ভুলে সিনেমার স্বার্থে দুই প্রাক্তনের কাছে আসা যে কাজ দেবে তার আঁচ আগেই পেয়েছিলেন দেব (Dev)। বাস্তবে হলও তাই। এবার ‘নো শেয়ারিং শো’ (No Show Sharing)জট কাটিয়ে দেব- শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Dev-Shubhasree Ganguly)অভিনীত ‘ধূমকেতু’ ছবির অগ্রিম বুকিং শুরুতেই কার্যত ঝড় আছড়ে পড়ল! পাশাপাশি টলিপাড়ায় খবর আজ রাতেই নাকি ফের একসঙ্গে দেখা দিতে চলেছেন ‘দেশু’! পুরনো সম্পর্ক পেশাদারিত্ব ছেড়ে এবারকি ব্যক্তিগত অনুভূতির জন্ম দিচ্ছে? জল্পনা থামার নয়। স্বাধীনতা দিবসের বক্স অফিসে টলিউড বনাম বলিউডের লড়াইয়ে লম্বা চাল দিলেন অভিনেতা প্রযোজক দেব (Dev)। প্রায় এক দশক পর প্রিয় জুটির সিনেমার আবেগ আর ধরে রাখতে পারছেন না অনুরাগীরা। ‘খাদান’ সাফল্যের পর এই ছবিও যে লক্ষ্মীলাভ ঘটাবে তা বুঝেছিলেন অভিনেতা। সেইমতো ‘ওয়ার-২’-র (War-2)সঙ্গে যাতে শো ভাগ করতে না হয় তার ব্যবস্থা করেছিলেন আগেই। এবার নাম না করে হৃত্বিক রোশন- কিয়ারা আডবানি অভিনীত স্পাই ইউনিভার্সের ছবির পরিবেশকদের খোঁচা মেরে দেব (Dev)লিখেছেন, ‘কোনও শো দেওয়া হবে না থেকে ঐতিহাসিক মুহূর্ত সৃষ্টির জার্নি। মানুষের চাহিদার জন্যই এটা সম্ভব, অনেক ধন্যবাদ। ১৪ অগাস্ট থেকেই আরও শো বাড়ানো হোক। ইতিবাচক উত্তরের অপেক্ষায় রইলাম।’

মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে মিটিং থেকে অনুরাগীদের অনুরোধ মেনে প্রাক্তনকে ‘ফলো’ করার পর এবার দর্শকের উন্মাদনায় আপ্লুত সাংসদ অভিনেতা। যে হারে দেব-শুভশ্রীর টিকিট ঝড়ের গতিতে বিক্রি হয়ে যাচ্ছে, মনে হচ্ছে মুক্তির আগেই ব্লকবাস্টার বলছেন হল মালিকরা। বলিউডি আগ্রাসনের দাপট বজায় রেখে সিঙ্গল ‘স্ক্রিনে ওয়ার ২’ সিনেমার চারটি শোয়ের দাবি করা হয়েছিল। কোনও বাংলা সিনেমার সঙ্গে প্রাইম টাইমে শো ভাগ করবে না বলে জানিয়েছিল হিন্দি ছবির পরিবেশকরা। কিন্তু, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে টলিপাড়ার সিনিয়ার শিল্পীদের বৈঠকে (ছিলেন দেব, ঋতুপর্ণা, কৌশিকরা) মেলে সুফল। ১১০ টি স্ক্রিনে দেখানো দেখানো হবে ‘ধূমকেতু’। সেইমতো বুকিং শুরু হতেই টর্নেডোর দেখা মিলেছে।

খুশি ছবির অপর প্রযোজক রানা সরকারও। তিনি রবিবাসরীয় সন্ধ্যায় তাঁর প্রযোজনা সংস্থার ১৫ বছর পূর্তিতে পার্টি দিচ্ছেন বলে খবর। সূত্রের খবর ‘ধূমকেতু’ জুটি উপস্থিত থাকবেন সেখানে। ফলে ফের একসঙ্গে ‘দেশু’! ঘটনা যাই হোক, ‘পরান যায়’ যুগলের এভাবে বারবার দেখা হওয়ায় কি বিশেষ কোন ইঙ্গিত লুকিয়ে নাকি সবটাই পরিকল্পিত? উত্তর খোঁজার মুডে নেই ফ্যানেরা। তাঁরা বুঁদ ‘ধূমকেতু’ ম্যাজিকে।

 

spot_img

Related articles

লাদাখে চালু হল বিশ্বের সর্বোচ্চ বিমানঘাঁটি

১৩,৭০০ ফুট উচ্চতা নিয়ে বিশ্বের সেরা সামরিক বিমানঘাঁটি তৈরী হল এবার লাদাখে। লাদাখের চাংথাং নিওমা বিমানঘাঁটি বুধবার বায়ুসেনা...

আগামী বছর আরও বড় কিছু করব-Big Jump: “জনগণের উৎসব Kiff”-র সমাপ্তিতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর 

“আমরা আগামী বছর আরও বড় কিছু করব…Big Jump“-৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে আচমকা হাজির হয়ে...

কমিশনের হিসাবে ফর্ম পৌঁছে বিলিতে ১ নম্বর, তবু বাংলায় প্রশিক্ষণই অসম্পূর্ণ BLO-দের!

৪ নভেম্বর থেকে দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ইউনিমারেশনের কাজ শুরু করেছিল নির্বাচন কমিশন। ১১ নভেম্বরের মধ্যে...

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের বারাবাঁকি, মৃত্যু শ্রমিকদের, আহত বহু

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বারাবাঁকি জেলা। বৃহস্পতিবার বিকেলে আচমকা বিস্ফোরণ (Blast) হয় বাজি...