Sunday, November 16, 2025

‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এ মন্ত্রীদের উপস্থিতি বাধ্যতামূলক করলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

রাজ্য সরকারের নতুন কর্মসূচি ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এ এবার এলাকার নির্বাচিত মন্ত্রীদের উপস্থিতি বাধ্যতামূলক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্দেশ অনুযায়ী, জেলাশাসকদের সঙ্গে মন্ত্রীদের নিয়মিত যোগাযোগ রাখতে হবে এবং কর্মসূচির সময় সরাসরি মানুষের অভাব-অভিযোগ শুনে তা সমাধানের উদ্যোগ নিতে হবে।

গত ২ আগস্ট শুরু হওয়া এই প্রকল্প চলবে ৩ নভেম্বর পর্যন্ত। তিন মাসব্যাপী এই কর্মসূচির লক্ষ্য— সরকারি পরিষেবা ও এলাকার সমস্যার সমাধানকে বুথ স্তরে পৌঁছে দেওয়া। পুজোর সময়ও কর্মসূচি চালু থাকবে, যাতে গা-ঢিলেমি না হয়, সে ব্যাপারে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, ৩১ জুলাই নবান্নে বৈঠকে তিনি স্পষ্ট জানিয়েছিলেন, ‘দুয়ারে সরকার’-এর মতোই এই উদ্যোগও সফল করতে হবে।

কর্মসূচির কাঠামো অনুযায়ী, তিনটি বুথ নিয়ে একটি পাড়া গঠিত হবে এবং প্রতিটি বুথের জন্য বরাদ্দ ১০ লক্ষ টাকা। রাজ্যের মোট ৮০ হাজার বুথের জন্য প্রায় ৮ হাজার কোটি টাকা ব্যয় হবে রাজ্য কোষাগার থেকে। রাস্তা নির্মাণ, পানীয় জলের কল বসানো, গ্রামীণ সেতু মেরামতি, স্কুলের পরিকাঠামো উন্নয়ন—এই ধরনের স্থানীয় চাহিদা মেটানোই মূল উদ্দেশ্য।

শিবিরগুলি রবিবার ও সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বসবে। মানুষের কাছ থেকে সমস্যা শোনার পর ১৫ নভেম্বরের মধ্যে সমাধান করার লক্ষ্য নির্ধারণ হয়েছে। কর্মসূচি বাস্তবায়নে মুখ্যসচিব মনোজ পন্থের নেতৃত্বে একটি টাস্ক ফোর্স গঠন হয়েছে। নবান্নে মুখ্যমন্ত্রী ভিডিও উপস্থাপনার মাধ্যমে জেলা প্রশাসন ও দফতরীয় আধিকারিকদের কর্মপদ্ধতি বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন— কীভাবে শিবির আয়োজন হবে, অভিযোগ জমা পড়বে এবং সমাধান করা হবে। এবার থেকে মন্ত্রীদের নিজের নির্বাচনী এলাকার শিবিরে উপস্থিতি নিশ্চিত করাই সরকারের নতুন নির্দেশ।

আরও পড়ুন – রবি মরশুমে পেঁয়াজ উৎপাদনে রেকর্ড রাজ্যের, আশা দাম কমার 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...

শহর-কেন্দ্রে এমুনারেশন ফর্ম বিতরণে বিপত্তি! ‘নিখোঁজ’ ৩০ শতাংশ ভোটার 

রাজ্যে বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচিতে মোট ভোটারদের প্রায় ৯৯.৬ শতাংশকে এমুনারেশন ফর্ম বিতরণ করা গেলেও শহরাঞ্চলের বেশ কয়েকটি...

প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ঘিরে দাম্পত্য সংঘর্ষ! স্বামীকে বেধড়ক পেটালেন স্ত্রী 

জলপাইগুড়ির ধূপগুড়িতে দাম্পত্য কলহ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল। স্বামীর সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ও ঘনিষ্ঠ সম্বোধনকে...