সল্টলেকে (Salt Lake) ঝলসে মৃত্যু এক ডেলিভারি বয়ের! চলন্ত গাড়ি ও রেলিঙের ফাঁকে ফেঁসে গিয়ে এই মৃত্যু। দাউদাউ করে জ্বলছিল আগুন। স্থানীয়রা চেষ্টা করেও বাঁচাতে পারেনি। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনী ও ট্রাফিক পুলিশ। স্থানীয়দের অভিযোগ, পুলিশ ঘটনাস্থলে থাকলেও ফাইন নিতে ব্যস্ত ছিল। রাস্তা জুড়ে বিক্ষোভ স্থানীয়দের। পরিস্থিতি নিয়ন্ত্রণএ আনতে কাঁদানে গ্যাসের শ্যেল ফাটায় পুলিশ। বিস্তারিত আসছে..
অগ্নিগর্ভ সল্টলেক! সল্টলেক নতুন ব্রিজ-এর কাছে এক ভয়াবহ পথদুর্ঘটনায় মৃত্যু হল এক ডেলিভারি বয়ের। বুধবার বিকেলে নিয়ন্ত্রণ হারিয়ে এক চারচাকার গাড়ি পাশের রেলিংয়ে ধাক্কা মারে। এরপরেই আগুন লেগে যায় ওই গাড়িতে। সেই সময়ই জ্বলন্ত গাড়ি ও রেলিংয়ের ফাঁকে আগুনে ঝলসে যায় ওই বাইক আরোহী। সঙ্গে সঙ্গে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। গাড়িতে থাকা যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
এরপরেই কার্যত ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় সল্টলেকে। একদিকে প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন যে, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে তেমন কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি। তাঁদের অভিযোগ, পুলিশ ঘটনাস্থলে সময়মতো পৌঁছায়নি এবং পথ নিরাপত্তা নিয়ে তাঁরা উদাসীন ছিল। দুর্ঘটনার সময়ও ফাইন নিতে ব্যস্ত ছিল, কিন্তু দুর্ঘটনায় আহত ব্যক্তির জন্য কিছুই করেনি। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে উত্তেজিত জনতা। পুলিশ এবং দমকল কর্মীদের লক্ষ্য করে ইট-পাথর ছুঁড়তে থাকেন তাঁরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাল্টা কাঁদানে গ্যাসের শেল ফাটায়। শেষে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
তবে এই দুর্ঘটনার কারণ এবং কেন গাড়িটি নিয়ন্ত্রণ হারাল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই সল্টলেক পূর্ব থানা ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ জানায়, গাড়িতে থাকা যাত্রীদের উদ্ধার করা সম্ভব হলেও, ডেলিভারি বয়কে বাঁচানো সম্ভব হয়নি। সল্টলেক পুলিশ কমিশনারেটের তরফ থেকে জানানো হয়েছে, ঘটনার একদল মানুষ রাস্তা বন্ধ করার পরিকল্পনা করছিল। প্রথমে পুলিশ শান্তিপূর্ণ ভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেও সাধারণ মানুষ সহযোগিতা করেননি। তখন বাধ্য হয়ে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ।
–
–
–
–
–
–
–
–
–
–
–