Wednesday, January 14, 2026

এসপি বাংলোর কাছে গণধর্ষণ! যোগীরাজ্যে মূক-বধির যুবতীর করুণ পরিণতি

Date:

Share post:

সাধারণ নাগরিক থেকে মহিলাদের নিরাপত্তার তলানির দিকে যাওয়া ছবি যোগীরাজ্যে নতুন নয়। রাজ্যের পুলিশি ব্যবস্থা এখন এতটাই দুর্বল যে পুলিশ সুপারের বাসস্থানের চৌহদ্দিতে হওয়া ধর্ষণও টের পায় না পুলিশ প্রশাসন।

এবার উত্তর প্রদেশের (Uttarpradesh) বলরামপুরে (Balrampur) ২১ বছর বয়সী এক প্রতিবন্ধী তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে বলে জানিয়েছে পুলিশ। একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে নির্জন রাস্তায় নিজের প্রাণ বাঁচাতে দৌড়োচ্ছেন ওই তরুণী। কিন্তু কিছু বাইক আরোহী তাঁকে ধাওয়া করছে। অন্তত চারটি বাইককে তাঁকে ধাওয়া করতে দেখা যায়। আর এই গোটা ঘটনাই বলরামপুর পুলিশ সুপারের (SP, Balrampur) বাংলোর কাছে ঘটে।

সোমবার তরুণী তাঁর মামার বাড়ি থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন। সেই সময়ে এক বাইক আরোহী তাঁকে সেখানে থামিয়ে জোর করে বাইকে বসিয়ে নেন। অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) বিশাল পান্ডে এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, তরুণীকে তারপর একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয় এবং যেখানে তাঁকে গণধর্ষণ (gang rape) করা হয়। পুলিশ দুই অভিযুক্ত – অঙ্কুর ভার্মা এবং হর্ষিত পান্ডেকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন: ভারত-ভুটান জল কমিশন গড়বে না কেন্দ্র! ঋতব্রতর প্রশ্নের উত্তরে স্পষ্ট

প্রসঙ্গত, পুলিশ সুপারের (SP, Balrampur) বাসভবনে লাগানো সিসিটিভি ফুটেজে (CCTV footage) দেখা গিয়েছে, তরুণী একটি নির্জন রাস্তা দিয়ে দৌড়ে যাচ্ছেন। কিছু পুরুষ তিন থেকে চারটি বাইকে করে তাঁকে ধাওয়া করছে। এদিন নির্ধারিত সময়ের পরেও যখন তরুণী মামাবাড়ি থেকে নিজের বাড়িতে ফিরে আসেননি তখন তাঁর পরিবারের সদস্যরা তাঁকে খুঁজতে শুরু করে। অবশেষে তাঁকে একটি পুলিশ ফাঁড়ির কাছে ঝোপের মধ্যে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাঁর পোশাক ছিল একেবারেই ছিন্নভিন্ন অবস্থায়। জ্ঞান ফিরতেই তরুণী অভিযোগ করেন যে তাঁকে বাইক আরোহীরা গণধর্ষণ করেছে। এই ঘটনায় অভিযুক্তদের ধরতে গেলে তারা পাল্টা পুলিশের উপর চড়াও হয়। শেষ পর্যন্ত গুলির লড়াইয়ের পরে গ্রেফতার হয় দুই দুষ্কৃতী।

spot_img

Related articles

দায় নেবে না WBJDF: অনিকেতের ক্রাউড ফান্ডিং-কে তুলে ধরে বহিষ্কারের ঘোষণা

রাজ্য সরকারের চাকরি থেকে ইস্তফার ঘোষণা করেছিলেন আর জি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো। আর সেই ইস্তফার...

পুলিশি সহায়তায় নতুন নম্বর, রাজ্যে আসছে ১১২ হেল্পলাইন

১০০-র পাশাপাশি এবার ১১২-তে ডায়াল করেও মিলবে পুলিশের সাহায্য। রাজ্যে খুব শীঘ্রই এই নয়া হেল্পলাইন নম্বর চালু হতে...

কসবা আইন কলেজ কাণ্ডে চার্জ গঠন, বিচার শুরু ২৭ জানুয়ারি

কসবা আইন কলেজে গণধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র এবং তাঁর দুই সঙ্গী প্রমিত মুখোপাধ্যায় ও জাইবের বিরুদ্ধে...

তথ্যচিত্রে রাজ্যের প্রকল্পে বঙ্গ নারীর উত্তরণের কাহিনী: ‘লক্ষ্মী এলো ঘরে’র বিশেষ স্ক্রিনিং-এ অভিষেক

নতুন ধরনের গল্প নিয়ে পরিচালক রাজ চক্রবর্তী। গ্রাম বাংলার বাস্তব সমস্যার সম্মুখিন মহিলা বা যে কোনও গ্রামের মানুষের...