Saturday, November 8, 2025

এসপি বাংলোর কাছে গণধর্ষণ! যোগীরাজ্যে মূক-বধির যুবতীর করুণ পরিণতি

Date:

Share post:

সাধারণ নাগরিক থেকে মহিলাদের নিরাপত্তার তলানির দিকে যাওয়া ছবি যোগীরাজ্যে নতুন নয়। রাজ্যের পুলিশি ব্যবস্থা এখন এতটাই দুর্বল যে পুলিশ সুপারের বাসস্থানের চৌহদ্দিতে হওয়া ধর্ষণও টের পায় না পুলিশ প্রশাসন।

এবার উত্তর প্রদেশের (Uttarpradesh) বলরামপুরে (Balrampur) ২১ বছর বয়সী এক প্রতিবন্ধী তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে বলে জানিয়েছে পুলিশ। একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে নির্জন রাস্তায় নিজের প্রাণ বাঁচাতে দৌড়োচ্ছেন ওই তরুণী। কিন্তু কিছু বাইক আরোহী তাঁকে ধাওয়া করছে। অন্তত চারটি বাইককে তাঁকে ধাওয়া করতে দেখা যায়। আর এই গোটা ঘটনাই বলরামপুর পুলিশ সুপারের (SP, Balrampur) বাংলোর কাছে ঘটে।

সোমবার তরুণী তাঁর মামার বাড়ি থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন। সেই সময়ে এক বাইক আরোহী তাঁকে সেখানে থামিয়ে জোর করে বাইকে বসিয়ে নেন। অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) বিশাল পান্ডে এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, তরুণীকে তারপর একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয় এবং যেখানে তাঁকে গণধর্ষণ (gang rape) করা হয়। পুলিশ দুই অভিযুক্ত – অঙ্কুর ভার্মা এবং হর্ষিত পান্ডেকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন: ভারত-ভুটান জল কমিশন গড়বে না কেন্দ্র! ঋতব্রতর প্রশ্নের উত্তরে স্পষ্ট

প্রসঙ্গত, পুলিশ সুপারের (SP, Balrampur) বাসভবনে লাগানো সিসিটিভি ফুটেজে (CCTV footage) দেখা গিয়েছে, তরুণী একটি নির্জন রাস্তা দিয়ে দৌড়ে যাচ্ছেন। কিছু পুরুষ তিন থেকে চারটি বাইকে করে তাঁকে ধাওয়া করছে। এদিন নির্ধারিত সময়ের পরেও যখন তরুণী মামাবাড়ি থেকে নিজের বাড়িতে ফিরে আসেননি তখন তাঁর পরিবারের সদস্যরা তাঁকে খুঁজতে শুরু করে। অবশেষে তাঁকে একটি পুলিশ ফাঁড়ির কাছে ঝোপের মধ্যে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাঁর পোশাক ছিল একেবারেই ছিন্নভিন্ন অবস্থায়। জ্ঞান ফিরতেই তরুণী অভিযোগ করেন যে তাঁকে বাইক আরোহীরা গণধর্ষণ করেছে। এই ঘটনায় অভিযুক্তদের ধরতে গেলে তারা পাল্টা পুলিশের উপর চড়াও হয়। শেষ পর্যন্ত গুলির লড়াইয়ের পরে গ্রেফতার হয় দুই দুষ্কৃতী।

spot_img

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...