স্বাধীনতার সকালে রক্তমাখা খড়গ হাতে ব্রিটিশ নিধনে ‘রঘু ডাকাত’ দেব

Date:

Share post:

‘ধূমকেতু’ সাফল্যের চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই ফের দেব (Dev) ম্যানিয়ার ওভার ডোজ দিল ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘রঘু ডাকাত’-এর (Raghu Dakat) টিজার। বৃহস্পতিবার যাঁরা দেব- শুভশ্রী (DeSu ) জুটির সিনেমা দেখেছেন তাঁরা প্রেক্ষাগৃহেই এই অভিজ্ঞতার সাক্ষী হয়েছিলেন। এবার স্বাধীনতা দিবসের সকালে ডিজিটাল প্লাটফর্মে মুক্তি পেল মেগাস্টার দেবের (Dev ) ড্রিম প্রজেক্ট রঘু ডাকাতের রক্ত গরম করা টিজার। সাদা চুল, ক্রুর হাসিতে অনবদ্য অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)। কয়েক সেকেন্ডের ঝলকে যতবারই দেখা দিয়েছেন কতবারই দুর্ধর্ষ লেগেছে তাঁকে। তবে কপালে সিঁদুর আর হাতে রক্ত মাখা খড়গ নিয়ে যেভাবে বাংলার বিধান লেখার ঘোষণা করেছেন ‘রঘু ডাকাত’ রূপী দেব (Dev) তাতে ‘ধূমকেতু’ অভিনেতার প্রশংসনীয় কমার্শিয়াল ইমেজের ঝিলিক ধরা দিয়েছে।

‘মা কালীর ব্যাটা রঘু’ যে স্বাধীনতা দিবসের সকালেই দর্শকের কাছে ব্রিটিশ বিরোধী লড়াইয়ের ডাক দেবেন তা আগে থেকে জানাই ছিল। তাই অপেক্ষায় ছিলেন সিনেপ্রেমী বাঙালি দর্শক। টিজারে যেভাবে বাংলার নিরীহ মানুষের উপর অত্যাচারের প্রতিবাদে গর্জে উঠতে দেখা গেছে অভিনেতাকে তাতে সমসাময়িক প্রাসঙ্গিকতা আসতে বাধ্য। একদিনে বক্স অফিসে দু কোটির বেশি রোজগারের পর ‘ধূমকেতু’ উন্মাদনার মাঝেই বিদ্রোহী ইমেজে ধরা দিলেন মেগাস্টার দেব (Dev)। স্বাধীনতা দিবসে দেশপ্রেম উসকে দেওয়ার পাশাপাশি এক কথায় পুজোর রিলিজের ধামাকাদার সিনেতালিকায় ‘বিগ ফ্রাইডে চমক’ দিয়েছেন অভিনেতা। এটাই বোধহয় সাংসদ – অভিনেতার বরাবরের বিশেষত্ব। প্রথম ঝলকের থেকে প্রথম টিজারে মাতৃভূমি রক্ষার্থে আরও ভয়ানক অবতারের ধরা দিয়েছেন দেব। চাঁদের আলোয় রঘুর বিশাল কায়া কিংবা ব্রিটিশের চোখে চোখ রেখে বাঘের মতো হুংকার বুঝিয়ে দিয়েছে, এবার পুজোয় ‘রক্তবীজ টু ‘ (Raktabeej 2) বক্স অফিসে একা দখলদারি চালাতে পারবেনা।

টিজারে চরিত্রদের সঙ্গে পরিচয় করানো হয়েছে। এ ছবি মাল্টিস্টারকাস্ট সম্বলিত। দুর্লভ রায়ের চরিত্রে ওম (Om Sahani), ডাকাত মায়ের ভূমিকায় রূপা গঙ্গোপাধ্যায় (Roopa Ganguly), ডাকাত দলের নেত্রী গুঞ্জার ভূমিকায় সোহিনী সরকার(Sohini Sarkar), সৌদামিনী হয়েছেন ইধিকা পাল (Idhika Paul)।

আর যিনি টিজারে সবার নজর কাড়লেন তিনি এ ছবির অন্যতম খলচরিত্র অহিন্দ্র বর্মন অর্থাৎ অনির্বাণ ভট্টাচার্য।

দেবের প্রযোজনা সংস্থার সঙ্গে উইন্ডোজের (Windows Production) টক্কর সর্বজনবিদিত। বিশেষ করে দুই ঘরানার ছবির অনুরাগীদের মধ্যে বেশ একটা রেষারেষি রয়েছে। বৃহস্পতিবার দর্শকের কাছে এসেছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের পুজোর ছবি ‘রক্তবীজ টু’-র টিজার। এবার শুক্রবার সকালে এসে গেল ‘রঘু ডাকাত’। এ বলে আমায় দেখ, তো ও বলে আমায়। তবে সর্বোপরি বাংলা ছবির জয়জয়কার। বাজিমাত কে করবে সেটা তো সময় বলবে। তবে পুজোয় ঠাকুর দেখার পাশাপাশি সিনেমা দেখার জন্য এখন থেকেই যে আলাদা শিডিউল তৈরি করতে ব্যস্ত হয়ে পড়েছে বাঙালি, সে কথা হলফ করে বলে দেওয়া যায়।

spot_img

Related articles

রানাকে ফের কটাক্ষ কুণালের, কী বললেন?

দীর্ঘদিন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যোগাযোগ কুণাল ঘোষের (Kunal Ghosh)। সাংবাদিক কুণাল ঘোষ, রাজনীতিবিদ কুণাল ঘোষ- কারও কাছেই...

রক্তবীজ ২: নির্ভেজাল বাঙালিয়ানায় মোড়া নির্মেদ থ্রিলার

নির্ভেজাল বাঙালিয়ানায় মোড়া নির্মেদ থ্রিলার। ভরপুর অ্যাকশন। সঙ্গে ইমোশন আর ভরপুর রোমান্স। আছে দুটি আইটেম নম্বর। পুজোর উপহার...

প্রেম-যৌনতার ককটেলে গোয়েন্দা হলেন ‘তোপসে’, চর্চার আড়ালে জমজমাট ‘যত কাণ্ড কলকাতাতেই’

কিশোর কাহিনীর গোয়েন্দা গল্পে স্রষ্টারা খুব সন্তর্পণে রোমান্টিক মুহূর্ত বা যৌন আবেদনকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন চিরকালই। সত্যজিৎ...

বন্ধ হচ্ছে ‘গীতা এলএলবি’! ছোটপর্দায় ফিরছে গৌরব-সোলাঙ্কি জুটি 

'গাঁটছড়া'র বন্ধন যে কতটা গভীর সিনেমা- সিরিয়ালের চিত্রনাট্যে সেটা বারে বারে বোঝানোর চেষ্টা করেন নির্মাতারা। সেটা গল্পের বিন্যাসে...